নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) মাটির তৈরি একজন মানুষ ছিলেন

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:০১

পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ আদম (সাঃ)'কে যখন আল্লাহু মাটি দিয়ে সৃষ্টি করছেন,তখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)'কেও
মাটি দিয়ে তৈরি করেছেন । তাছাড়াও পৃথিবীর সকল মানুষকেই আল্লাহু মাটি দিয়ে তৈরি করেছেন,এটা বলতে কোনো দ্বিধাবোধ থাকার কথা না।তার পরেও আজকাল কিছু মানুষ এ বিষয়টি বেশ তর্ক
বিতর্ক করেন যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)'কে নূর দিয়ে তৈরি করেছেন বা তিনি নূরের তৈরি। আমার কথা নূর মানে জতি হীন
আলো যার কোনো ক্ষিদে নেই যার কোনো খাবার প্রয়োজন হয় না।হযরত মুসা (সাঃ) যখন প্রথম আল্লাহুর সাক্ষাত লাভ করেনঃ
মূসা (সাঃ) যখন পাহারের একটা গাছের ভিতর আগুন জ্বলতে দেখলেন তখন তিনি সেই গাছটার কাছে যাওয়ার পরে আল্লাহুর
সাক্ষাত লাভের পর বুঝতে পারলেন ওখানে আগুন নয় আসলে নূরে জতি ছিল ।সুতারাং আমাদের সকলের মনে রাখা উচিৎ
ফেরেস্তারা নূরের তৈরি আর জিন হল আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি ।সুতারাং এ বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক নয়।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ! ঈদ মোবারক

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


কোন মানুষই মাটির তৈরি নয়, মাটির তৈরি পুতুল আগে মেলায় টেলায় বিক্রয় হতো।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৮

ব্লগ মাস্টার বলেছেন: চাঁদগাজী আঙ্কেল কাপর ও কাগজ দিয়েও পুতুল তৈরি করাযায়।

২| ১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। সুখে থাকুন।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০২

ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক। আপনিও পরিবার পরিজন নিয়ে ভালো দিন কাঁটান।

৩| ১৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহ চাইলে সব করতে পারেন। তথাপি মানুষ বুঝে না।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০৪

ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক। মানুষ বুঝবে তবে তখন বুঝেও কোনো লাভ হবে না।

৪| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

কানিজ রিনা বলেছেন: আদম সৃষ্টির সময় ফেরেস্তারা অনেক কষ্ট
করে অনেক স্থান থেকে মাটি যোগার
করেছিলেন আল্লাহর হুকুমে। তারপর আদমকে
বানানো হোল প্রান বিহীন আদম দাড়িয়ে
ছিলেন। তারপর প্রান বা আত্ব্যা প্রদান করা
হোল। সে আত্বা নিশ্চয় মাটির তৈরি না।
আত্বার শক্তি বিন্যাশ নাই। আল্লাহর নুর দিয়ে
ফেরেস্তা তৈরি সেইহেতু নুরের তৈরি ফেরেস্তারা
আল্লাহর হুকুমে আদমের সেবায় নিয়জিত।

এখন মাটির তৈরি হযরত মোহাঃ সাঃ কাছে
জিবরিল ফেরেস্তা মানুষ বেশে কখনও কখনও
আসতেন। আল্লাহর ওহী নিয়ে, ওহী আসলে
কি? ওহী আল্লাহর জ্ঞান। আর হযরত মোহাঃ
সাঃ আল্লাহর জ্ঞানে গুনাম্বিত রাসুল।
আল্লাহর জ্ঞানে গুনম্বিত রাসুলই সর্ব শ্রষ্ঠ মহা
মানব। যার উপর আসমানী কেতাব সর্ব
ব্রিহদ জ্ঞানের কোরআন নাজিল হয়েছে।
আসলে আল্লাহর জ্ঞানই নূর কোরআনের
জ্ঞানও নূর যা আল্লাহর জ্ঞান দ্বারা পরিপুর্ন।
আল্লাহর জ্ঞানে গুনাম্বীত নবী রাসুল পয়গ্মর
আল্লাহর জ্ঞানের নুরে আলোকীত যে আলো
আল্লাহর দান।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০৬

ব্লগ মাস্টার বলেছেন: ঈদ মোবারক ।অনেক কৃতজ্ঞতা আপু সুন্দর মন্তব্য উপস্থাপনের জন্য।

৫| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কোন মানুষই মাটির তৈরি নয়, মাটির তৈরি পুতুল আগে মেলায় টেলায় বিক্রয় হতো।

সহমত।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০১

ব্লগ মাস্টার বলেছেন: লেখক বলেছেন: চাঁদগাজী আঙ্কেল কাপর ও কাগজ দিয়েও পুতুল তৈরি করাযায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.