![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ওগো এখনো মুদ্রিত হয়ে আছে
তোমার সেই মায়াময় কাজল চোখ,
মিশে আছে সেই কষ্ট
যা নীরব থেকে কান্নার ঢেউ হয়
হয়ে যায় হারানোর কষ্টে
কিছু ফিরে পাবার উম্মাদ ।
সেই বোবা কান্নার রোল
সেই বোবা কান্নার শব্দ
শুনে না কেউ
শোনে বোবার শব্দ বোবা বুকেরি পাজর।
তবু একটু প্রশান্তি এই ভেবে
কোনো একদিন ভালোবেসেছিলাম
শ্যামা নামের কোনো এক রমনীকে,
যা বাড়িয়ে রাখে,চঞ্চল,উম্মাদ,উত্তেজনায়,
প্রমত্ত এই নিরহ এই দেহ কোষগুলোকে।
ক্ষিপ্ত আবেগগুলো,
যা এক হাসির খলকে ভেঙেচুরে
হয় মিশে কণার ধূলো
সব সাজানো শব্দ মন হয় আজ এলোমেলো ।
ছবিঃ
শায়মা আপু
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ লাবণ্য আপু।
২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১
শায়মা বলেছেন: কবিতাটা অনেক সুন্দর!
তবে কবিতার ছবিতার সাথে চোখের যে ছবিটা সেটা চলছে না। মানে শ্যামাদের চোখ এমন আর্টিফিসিয়াল মেক আপে হয় না .....
শ্যামাদের চোখ হবে এমন.....
তোমার জন্য আমার আঁকা শ্যামা চোখের একখানা ছবি ....
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শায়মা আপু। আসলে মূল বিষয় হলো আপু আমি আবার ছবি আঁকতে পারি না তাই ইন্টারনেটের সাহায্যে খুঁজে নেয়া ছবি
পোস্টে জুড়ে দেয়া। ওই যে কথায় আছে না আপু নাই মামার চেয়ে কানা মামা ভালো,তো আমার অবস্থা অনেকটা সেরকম। যাই
হোক আপু তোমার কষ্টের আঁকা ছবি আমার পোস্টে প্রকাশের অনুমতি দেয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা আপু।
৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১
শায়মা বলেছেন:
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শায়মা আপু। আমি এই ছবিতাই পোস্টে সংযোগ করেছি।
৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭
খালেদা শাম্মী বলেছেন: ভাল লেগেছে পড়ে।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ খালেদা শাম্মী আপু।আপনাদের কাছে আমার লেখা কবিতা ভালো লেগেছে জেনে লেখায় যেমন প্রাণ ফিরে পেলাম তেমন
সামনে আরো ভালো লেখতে চেষ্টা করবো ।
৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৫
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
আমার ছবি তোমার কবিতায় দেবার জন্য!
কারণ আসলেও শ্যামা মেয়ের কবিতায় কি মেক আপ চোখের ছবি চলে বলো???
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শায়মা আপু এরকম মায়াময় মুগ্ধকর মন্তব্যের জন্য । এখন আধুনিক যুগ আপু কিসব ডিজিট্যাল মেকাপমুকাপ অনেকের
চেহারার দিকি তাকালে ততখনায় মুদি দোকানের আটা ময়দার কথা মনে পড়ে যায়।
৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৪
ব্লগ মাস্টার বলেছেন: আপনার লেখাগুলো পড়লে আমার যা হিংসে হয় কারন হল আমার কাছে মনে হচ্ছে আপনি এই আধুনিক যুগের নতুন হূমায়ন আহম্মেদ।
৭| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
৮| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫
শাহাদাত নিরব বলেছেন: সুন্দর কবিতা ।
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নিরব ভাই।
৯| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবি, দুটোই সুন্দর হয়েছে।
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।কবিতা আমি লিখেছি ভাই।আর ছবির কাজ করেছেন শায়মা আপু তবে কবিতার চেয়ে ছবিই বেশ
সুন্দর লাগছে আমার কাছে।
১০| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮
কাইকর বলেছেন: ভাল লাগলো
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০
ব্লগ মাস্টার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।শুভকামনা থাকল।
১১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮
সিগন্যাস বলেছেন:
২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:০৪
ব্লগ মাস্টার বলেছেন:
১২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।ছবি খানাও অনেক সুন্দর।
২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:০৫
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।শুভকামনাও থাকল।
১৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে জুন, ২০১৮ রাত ৩:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।কি ব্যপার হাসু ভাই আজ কয়েকদিন আপনাকে ব্লগে তেমন একটা দেখা যায়না।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪০
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।