![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কি আর বলবো মাঝে মাঝে নিজের কাছেই অনেক কষ্ট লাগে যখন দেখি সামুর নীরবতা । কিন্ত কিছের কি নীরবতা হুটহার্ট করে কে কোথায় থেকে কি লেখেন কে জানে ? দেখা যায় বরফের ভিতর ততখনায় আগুনের ফুলকি,যেমনটা দেখা যেত ২০০৬ সাল কি ৭ এর দিকে বাংলাদেশের সিনেমা হল গুলোতে,নায়ক নায়িকার কথা শেষ হতে না হতেই চটি টাইপের একটা গান শুরু হয়ে যেত ।যাক সেসব কথা
টেণে এনে পোস্ট বরাক বাঁশের মত লম্বা করে লাভ নাই । খামোক্কা সময় নষ্ট। সামুর ব্লগারেরাও কি সেই ষ্টাইল শুরু করেছে কিনা
কে জানে ? আজ প্রায়শয় দেখছি কিছু ব্লগাররা আছেন যারা লেখা পোস্ট করলেই কিন্তু ব্লগ গরম হয়ে যায়।আমি একটা পোস্ট দিলে ২০ থেকে ৩০জন সম্ভবত পড়েন। কিন্তু কিছু ব্লগার আছেন এরা পোস্ট করতে দেরী আছে কিন্তু পোস্টে লাইক ও কমেন্টের ছড়াছড়ি আর
পঠিত হতে দেরী নাই। আসলে সবই যার যার কর্ম অনুযায়ী পরিশ্রমিক পাওয়া । তাই আসুন আজ চিনে নিই সামুর তেমন কিছু পোষ মাসের
শীতল প্রবাহকে দমকা গরম করার মত কিছু হিটখুর ব্লগারদের,যারা সামুর খুবই জনপ্রিয় এবং ভালো ব্লগার।
কাম কাজ কিছু নাই
বয়স হয়েছে ভাই
পথে ঘাটে তাই
নারীদের সাথে চোটে যাই
কেগো সে
সে আমাদের সকলের নয়ন মণি চাঁদগাজী দাদু ভাই ।
লোকটা বিশাল মাপের এক রাজনীতি অভিজ্ঞ লোক।আর তার আরেকটা পরিচয় হলো তিনি মুক্তি যোদ্ধা ছিলেন।
৭১রে তখন অস্র দিয়ে যুদ্ধ করেছেন আর এখন অস্র ফেলে কলম ধরেছেন আমাদের চাঁদগাজী ভাই।
আছে তার যত পোস্ট
নাই কোনো রম্য কর্ম
করেন ক্যাচাল
নিয়ে লেখলে কেউ ধর্ম ।
বুঝেন ভালো তিনি রাজনীতির চাল
দেখলে উল্টাপাল্টা
দেন দেশ নেতাদের বড় বড় মাপের গাল,
জানাই তাকে আমার আন্তরিক সালাম,
তাকে দিয়েই আজ লেখা শুরু করলাম।
লোকটার ছবি দেখলেই মনে হয়,
তিনি বড় টণেট
লেখেন তিনি কবি
আমার খুব প্রিয় সনেট।
এই লোকটার খাইয়া আর কোনো কাম কাজ নাই,ছোট করেও যদি বলি তাহলে বলতে হয় উনি এক বছর না খাইলেও কোনো সমস্যা
নাই,কিন্ত যদি এক বেলা কোনো ব্লগারকে নিয়ে সনেট না লেখেন তাহলে তার মাথা গরম হয়ে যায় সাথে বোনাস হিসেবে পেটের ভাত
হজম হতে চায় না।
লোকটা চলেন বেশি বাইক নিয়ে
করেন এদিক ওদিক ঘুরঘুর
তিনি হলেন লড়াকু লেখা খুর
নামটা যে তার রাজীব নুর।
এই লোকটা আগে নিজের জীবনের ওপর লেখালেখী করলেও আজকাল উঠে পরে গাছগাছালির পিঁছনে লেগেছেন।
আজ কাল দেখছি এক অচেনা অজানা মেয়েও নাকি তার পাশে ঘুমিয়ে থাকেন ।কিন্তু মেয়েটি কে ? তাকে নাকি তিনি চেনেন
না পযন্ত। আল্লাহু মালুম ।
আজ এই তিনজনকে দিয়েই শেষ করলাম। পোস্ট বেশি লম্বা হলে বেয়ে উঠতে আপনাদের কষ্ট হবে তাই আর বড় করলাম না।
পোস্টের ভাষা ব্যাখায় কেউ যদি এতটুকো আঘাতও পান তবেই পোস্টের সার্থক।
ফান পোস্ট।
আসলে এরা তিনজনেই খুব কমাসিয়াল এবং ভালো ব্লগার ।
আরেকটা কথা আপনেরা ভাইবেন না আপনাগো ভুইল্লা গেছি সুতারাং আপনেরাও রেডি থাইকেন সামনের পোস্টটা
আপনাগো যে কোনো তিনজন ব্লগার নিয়ে লেখা হতে পারে,কে হবেন সে তিনজন ব্লগার তা সময় বলে দিবে।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৬
ব্লগ মাস্টার বলেছেন: কবীর ভাই সতর্কতা সংকেতঃ
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
শুভকামনা থাকল ভাই।
২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৬
টোনাল্ড ড্রাম্প বলেছেন: আম নেও ভাই হিট হৈ তে যাইতাসেন
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৮
ব্লগ মাস্টার বলেছেন: সেটা আপনে মনে করতে পারেন ভাই
মনের ওপর বাধা দেবার কেহ নাই।
৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
এটা অনেকটা ব্লগার পরিচিতির মতো পোষ্ট; আশাকরি, ক্রমেই সব ব্লগার সম্পর্কে আমরা কিছুটা ধারনা পাবো।
আমি নিজে খুবই সাধারণ ব্লগারদের একজন; দেশের ও বিশ্ব রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, ফাইন্যান্স ও সমসাময়িক ঘটনাপ্রবাহকে বুঝার চেষ্টা করি; ব্লগে এই ধরণের পোষ্ট পড়ি, বুঝার চেষ্টা করি, বলার চেষ্টা করি; এই ধরণের লেখাগুলোর উপর ভিত্তি করে, আমি নিজের পোষ্ট লিখি।
ধর্ম নিয়ে আমি নিজে লিখি না; তবে, অন্যদের লেখা পড়ি, কমেন্ট করি; ধর্ম হলো একজন মানুষের পরম বিশ্বাস, আমি সেখানে 'লজিক' খুঁজি না; কিন্তু ধর্ম নিয়ে যাঁরা লিখেন, তাঁদের 'লেখার মাঝে লজিক' আছে কিনা সেটা বুঝার চেষ্টা করি।
আমি ব্লগিং ভালোবাসি, বিশ্বাস করি যে, ব্লগারেরা নতুন এক বাংগালী জেনারেশন, এঁরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জাতিকে সাহায্য করবেন।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২
ব্লগ মাস্টার বলেছেন: কমেন্ট হ্যাব্বী হইছে বস কিন্তু লাইক একবার দেবার মতন অপশন আছে তাই একবারই লাইক দিতে পারলাম।
৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০
কাওসার চৌধুরী বলেছেন: আপনাকে বাদ দিলে কী ব্লগ জমবে? আপনিও তো ব্লগের হিট লেখক। আর যে তিনজনকে বাছাই করেছেন উনারা সামুর নিউক্লিয়াস; উনারা নিয়মিত ব্লগে সময় দেন; লেখা পোস্ট করেন বলে ব্লগটা প্রাণবন্ত থাকে।
(১) চাঁদগাজী, আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন ব্লগার। উনার পোস্টের চেয়ে কমেন্টগুলো আমার বেশী ভাল লাগে। কখনো কখনো কমেন্টের স্বাদ একটু তিতা হলেও লেখকদের জন্য তা সাপে বর হয়।
(২) সনেট কবি তো সনেটের বিশ্ব রেকর্ডধারী। একজন নিপাট ভদ্রলোক ও আমার খুব প্রিয় একজন ব্লগার। ইদানিং বিভিন্ন ব্লগারকে নিয়ে উনার সনেট লেখার চিন্তাকে আমি সম্মান জানাই।
(৩) রাজীব ভাই, মূলত: সমসাময়িক বিভিন্ন বিষয় সহজ ও সুন্দর ভাবনার সংমিশ্রণে ব্লগে তুলে ধরেন। এ বিষয়গুলো শিক্ষনীয় এবং পাঠকের মনে ভাবনার উদ্রেক করে। উনি ভাল গল্প লেখেন। একজন সাদা মনের উদার মানুষ তিনি। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে দ্বিধা করেন না।
আমার প্রিয় তিনজন ব্লগারকে নিয়ে পোস্ট দেওয়ায় 'ব্লগ মাস্টার' ভাইকে ধন্যবাদ। শুভ কামনা সবার জন্য।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: কমেন্ট কিন্তু হ্যাব্বী হইছে কাওসার ভাই, কিন্তু লাইক একবার দেবার মতন অপশন আছে তাই একবারই লাইক দিতে পারলাম।
আমার পোস্টের চেয়ে আপনাদের কমেন্ট গুলোই বেশ।মনে হচ্ছে ভাই জমে উঠবে লেখাটি।
না ভাবলাম সকল ব্লগারদের সম্পর্কে কিছুটা ধারনা ব্লগারদের জানানো উঁচিৎ আর সে ভাবনা থেকেই এই পোস্ট ভাই।
৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার এই পোষ্টও হিট হইব।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪১
ব্লগ মাস্টার বলেছেন: আপনে ভাবতেছেন শুধু আমারটা নিয়ে আর আমি ভাবতাছি আপনাগো সবাইরে নিয়া।
৬| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৫
সিগন্যাস বলেছেন: কোন সন্দেহ নাই উপরের তিনজনই অত্যন্ত প্রতিভাবান।উনাদের পোষ্ট পড়ার জন্যই তো ব্লগে আসা।চাঁদগাজীর ধারালো মন্তব্য,রাজিব নূরের গাছ প্রেম কিংবা সনেট কবির ব্লগারদের নিয়ে লেখা সনেট সবকিছুই আমার কাছে প্রিয়।উনারা না থাকলে ব্লগে চিরস্থায়ী শীতকাল থাকতো।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: এক কথায় ওনারা ভাই ব্লগের জীবন । আমাদের সকলের প্রিয়।
৭| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৯
নতুন নকিব বলেছেন:
যাদের নিয়ে লিখেছেন তিনজনই স্ব স্ব প্রতিভায় আলোকিত। তারা ব্লগে আলো জ্বালিয়ে যাচ্ছেন। তাদের প্রতি শুভেচ্ছা। আপনার জন্যও।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নাকিব ভাই। শুভকামনা থাকল।
৮| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০
নতুন নকিব বলেছেন:
নিষ্পাপ একটি বাচ্চার মুখে সিগারেটের ছবিটা ভাল লাগলো না। এটা দিয়ে কী বুঝালেন? আপত্তি না থাকলে এটি সরিয়ে দেয়ার অনুরোধ রাখছি।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: আসলে নাকিব ভাই ওটা একটা ফানি ফটোশিয়াল রিয়েলিটি কিছু না।
৯| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১
সিগন্যাস বলেছেন: আর আপনি ব্লগের মাস্টার
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: লজ্জা দিয়েন না আননেরা আরে
১০| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
নতুন নকিব বলেছেন:
প্রত্যুত্তরে ধন্যবাদ। তাহলে তো সমস্যা নেই। এটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন ছবি দিতে পারেন। অনেক ভাল থাকবেন।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৬
ব্লগ মাস্টার বলেছেন: বুঝছি পাল্টানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই ।বদলে দিয়েছি ভাই।
১১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তিনজনই ভালো এবং জনপ্রিয় ব্লগার। তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ বাংলার নব সম্রাট শাহেনসাহা কে।
১২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সময়ের প্রিয় ব্লগারদের নাম দেখে ভালো লাগলো। শ্রদ্ধা ছড়িয়ে দিলাম আপনার পোস্টে ।
সাথে আপনার নাম যুক্ত করে নিলাম ! ভালো থাকবেন
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সৌরভ ভাই । শুভকামনা থাকল।
১৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার শুভ বুদ্ধির তাহলে উদয় হয়েছে ।
তবে প্রিয় ব্লগার দের নিয়ে
হালকা একটু টিসু করে থাকলে ভালো লিখেছেন ।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫
ব্লগ মাস্টার বলেছেন: আছেন কেমন রোকন ভাই।
১৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাস্টার ভাই,
একদম যথার্থই ব্লগমাস্টারের ভূমিকাই নিয়েছেন। সুন্দর প্রচেষ্টার জন্য সাধুবাদ জ্ঞাপন করছি। আপনি পরে আরও গুনিদের নিয়ে আলোচনা করবেন, দেখেছি। তবে আজকের তিনজনই সামুর রত্ন। একদম প্রথমদিকের গুনিজন। তিনজনকেই জানাই অভিনন্দন। ছোট্ট হলেও পরিচয় পর্বটিও খাসা হয়েছে।
অনেক শুভ কামনা ওনাদের সঙ্গে আপনাকেও।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮
ব্লগ মাস্টার বলেছেন: বরাবরের মতই আপনার মন্তব্যও অনেক ভালো লাগল। অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাই।
১৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২০
রোকনুজ্জামান খান বলেছেন: সব আল্লাহ্র ইচ্ছা ।
তাহার ইশাারায় অনেক ভাল আছি ।
আপনার কেমন চলছে মাস্টার ভাইয়া।
আমার ব্লগে এক বার ঘুরে আসার অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের মত নতুন ব্লগার দের এগিয়ে যেতে সাহায্য করবে ।
@ধন্যবাদ
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭
ব্লগ মাস্টার বলেছেন: আল্লাহুর রহমতে অনেক ভালো আছি ভাই।
সে কি রোকন ভাই,
পোস্ট করেছি: ১৮টি
মন্তব্য করেছি: ৪৪০টি
মন্তব্য পেয়েছি: ১২৪টি
ব্লগ লিখেছি: ১ বছর ৯ ঘন্টা
অনুসরণ করছি: ৫১ জন
অনুসরণ করছে: ৪ জন
১ বছর পরেও বুঝি নতুন রয়ে গেলেন।
১৬| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: তারা আসলেই ব্লগে অনেক দেন । প্রতিটি পোস্টে কমেন্ট করেন । সনেট কবিতো প্রায় সব ব্লগার নিয়ে সনেট লিখে ফেললেন ।
কাওসার চৌধুরী, খায়রুল আহসান সহ আরো বেশ কয়েকজন নবীন ব্লগার দারুন লিখেছেন ।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: অনেক শুভকামনা এবং ধন্যবাদ সেলিম ভাই।
কাওসার চৌধুরী, খায়রুল আহসান সহ আরো বেশ কয়েকজন নবীন ব্লগার দারুন লিখেছেন ।
সেলিম ভাই আমি কিন্ত পোস্টের শেষ দুই লাইনে একটা ম্যাসেজ দিয়ে রেখেছি,
আরেকটা কথা আপনেরা ভাইবেন না আপনাগো ভুইল্লা গেছি সুতারাং আপনেরাও রেডি থাইকেন সামনের পোস্টটা
আপনাগো যে কোনো তিনজন ব্লগার নিয়ে লেখা হতে পারে,কে হবেন সে তিনজন ব্লগার তা সময় বলে দিবে।
সুতারাং আপনিও কম না,আর তাই আপনিও বাদ যাবেন না।
১৭| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৯
সনেট কবি বলেছেন: এবার একটু মাস্টার মাস্টার মনে হচ্ছে। মাশায়াল্লা এবার প্রতি মন্তব্যও বেশ চলছে। দারুন লাগছে। পোষ্টের জন্য শুভকামনা থাকলো।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: আমার কোনো দোষ নাই স্যার সবই আপনাদের কাছ থেকে শেখা আর ওপরআলার ইচ্ছা,তাই । দোআ করবেন স্যার।
১৮| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার কথা ভাবছিনা । ব্লগে অনেক ভালো ব্লগার আছেন যেমন প্রামানিক কত ছড়্ লিখলেন ইয়ত্তা নেই। আরো অনেক নবীন আছেন তারা ব্লগটা ধরে রাখবেন বা রাখার যোগ্যতা রাখেন বলেই আমার বিশ্বাস ।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩
ব্লগ মাস্টার বলেছেন: শায়মা আপুও কম কিছে । আমি আপনাকে কথা দিচ্ছি সেলিম ভাই, আমার আগামী পোস্টগুলো দেইখেন আশা করি আপনার মনের
মত হবে ১০০% ।
১৯| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, আপনি সব ব্লগারদের সম্পর্কে ক্রমেই ধারনা দেয়ার চেষ্টা করবেন।
আমি নিজে 'গরম ব্লগে'র পক্ষের লোক নই, আমি 'নরম ব্লগে' বিশ্বাসী।
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১০
ব্লগ মাস্টার বলেছেন: জি সবই আপনাদের ইচ্ছে।
২০| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: আরে ভাই আপনি তো আমাকে লজ্জা ফেলে দিলেন। আমি খুবই সাধারন একজন মানুষ। আমার লেখার মান খুব বাজে। বড্ড অগোছালো। সামুতে বেশ কয়েকজন খুব ভালো ব্লগার আছেন। তাদের কথা লিখুন। তারা শ্রদ্ধেয় এবং সম্মানিত। তাদের লেখার কাছে আমি পোলাপান।
আমি ব্লগিং করি এর পেছনে আমার একটা স্বচ্ছ ও মহৎ উদ্দ্যেশ্য আছে।
লিখে লিখে আমি সমাজটা বদলাতে চাই। মানূষকে সচেতন করতে চাই।
সবার জন্য ভালোবাসা।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: আপনার পথ যাত্রা শুভ হোক ।
২১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬
আবু তালেব শেখ বলেছেন: ইনারা এমনিতেই ব্লগের মধ্যমনি। পরিচয় করায়ে আরো ভাল হল।
তবে চাদগাজি স্যারের একপেশে মনোভাব, পক্ষ নিয়ে লিখে নিরপেক্ষ থাকার ভান বড়ই মর্মাহত করে।
এজন্য ব্লগে অনিয়মিত হয়ে গেছি।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
ব্লগ মাস্টার বলেছেন: দোষ গুণ মিলেই মানুষ।
২২| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
@আবু তালেব শেখ ,
একা চাঁদগাজীর ভানভনিতার কারণে "ব্লগে অনিয়মিত" হওয়া কি উচিত? একটু খোঁড়া লজিক হয়ে গেলো না?
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
ব্লগ মাস্টার বলেছেন: বড় ভাবনার বিষয়,কতদিন আর এরকম চলবে কে জানে ?
২৩| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন মাস্টার ভাই, এই তিনজনই সামুর সুপারস্টার। ইনারা না থাকলে সামু একেবারে পানসে হয়ে যেতো।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
২৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৩২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার জন্য দুঃখ হচ্ছে।
২৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ৯:১৫
নীলপরি বলেছেন: এনারা প্রত্যেকেই আমার পছন্দের ব্লগার । ভালো লাগলো আপনার পোষ্ট ।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ পরি আপু। আমার জীবনে পরি দেখার খুবই ইচ্ছা আপু।
২৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
মনের কথা কইছেন!
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ব্লগ মাস্টার বলেছেন: আপনি আমার মতই দেখছি।
২৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:১১
অর্থনীতিবিদ বলেছেন: অনেক সুন্দর করে তিনজন গুণী ব্লগারকে তুলে ধরেছেন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই ।ভালো থাকুন।
২৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনিও যা লেখছেন সবই হিট তাহলে বুঝা যাচ্ছে আপনিও কম হিটখোর না।
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
২৯| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: কি দারুন কি দারুন। ব্লগ মাস্টার তাহলে সামু স্কুলের ছাত্র ছাত্রী দের একে একে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। তবে ভাইয়া প্রথম বেঞ্চ এর পাশাপাশি শেষ বেঞ্চ এর ছাত্র ছাত্রী দের নিয়ে ও লেখবেন কিন্তু
আমি রাজনীতি বুঝিনা তেমন, ভালো ও লাগেনা তাই চাদ্গাজী সাহেবের পোস্ট এ সাধারণত আমার যাওয়া হয়না
তবে সনেট কবি ও রাজীব নুর ভাই এবং চাদ্গাজী তিনজন ই আমার খুব প্রিয়। দুইজন এর পোস্ট এ আমি থাকলে ও আরেকজন মানে চাদ্গাজী সাহেব, তাকে আমি আমার পোস্ট এ পেয়েছি সবার মত
০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
ব্লগ মাস্টার বলেছেন: সেটা কি আর বলতে,আস্তে সবাইকেই পরিচয় করিয়ে দিমু আপনাদের সাথে। বাহ! কি সুন্দর নামের মত আপনার কথারো ভাজ।
৩০| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:১৩
মেটাফেজ বলেছেন: চাঁদগাজী কাহু ভাল মানুষ, উনারে আমি লাইক করি, উনি দেশের মানুষ নিয়া ভাবেন। উনি মাঝে মাঝে হুদাই উত্তেজিত হয়া উল্টাপাল্টা কথাবার্তা বৈলা ফালান নিরীহ ব্লগারদের, এইটাই যা সমস্যা। বাকি দুইজন ব্লগিং কি সেইটাই বুঝতে পারেন নাই আইজও।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলছেন আমিও তাই দেখছি।
৩১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:২৪
নাইম রাজ বলেছেন: সুন্দর।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
৩২| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
সাইফ আরেফিন বিপুল বলেছেন: তিনজনই আমার খুব প্রিয় ব্লগার।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা থাকল ভাই।
৩৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: ঠিক, হাজা কইছেন.......!!
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: শুভেচ্ছা নিবেন সুমন ভাই।
৩৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
আবু তালেব শেখ বলেছেন: স্যার চাদগাজি,,,,,,,,
আমি সবচেয়ে আপনার লেখাগুলো পছন্দ করি তাই বললাম। যদি আপনি কাউকে বেশি ভালবাসেন আর সে যদি কিঞ্চিৎ কষ্ট দেয় তাহলে আপনার অবস্হা কি হবে? যদিও আমার অভিযোগটা যুক্তিযুক্ত নয়।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।ঝগরা করা ভালো না।
৩৫| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: তাদের জন্য অভিনন্দণ থাকল।
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪২
ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্য শুভকামনা।
৩৬| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১৮
জাহিদ অনিক বলেছেন:
কোথায় যেন পড়েছিলাম, যৌবন আর ব্লগের হিট কোনটাই চিরস্থায়ী নয়
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪১
ব্লগ মাস্টার বলেছেন: সহমত।
৩৭| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সামহোয়্যারকে গরম করার মতো দেশলাই ও আপনার আছে। আপনি গরম করে দেন ব্লগ।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯
ব্লগ মাস্টার বলেছেন: দেশলাই থাকলে হবেনাতো বারুদেরও প্রয়োজন আছে।
৩৮| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭
তারেক ফাহিম বলেছেন: মাষ্টার ভাই।
থুক্ক মাষ্টার আবার ভাই হয় কেমনে।
শ্রদ্ধেয় ব্লগ মাষ্টারের বিবেচ্য তিনজন ব্লগারেই আমার বেশ প্রিয়।
একখান লাইকও কিন্তু দিলাম।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬
ব্লগ মাস্টার বলেছেন: আজ কাল যুগে মাষ্টার ছাত্র আর মাষ্টার ছাত্রী সব ভাই ভাই।
৩৯| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৪৩
কাইকর বলেছেন: খুব পাশে পাই এদের
০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: এরা সব সময় ব্লগে সবার পাশে থাকেন।
৪০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০
টেকনিক্যাল এনালিসিস বলেছেন: বাহ একই পোস্টে গুরু আর তার ছেচড়া চামুচ সমান গুরুত্ব পেয়েছে দেখছি
০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: আপনি এসব ছেড়ে ভালো কিছু করুন আপনাকে নিয়েও এরকম একটা পোস্ট দিমু প্লীজ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০২
শাহরিয়ার কবীর বলেছেন: ওনারা সবাই গুনী ব্লগার! তিন জনই আমার ভীষণ প্রিয় ব্লগার।
প্রতিভা আর চুলকানি এ দুটি জিনিষ কখনো লুকানো যায় না। পোষ্টে আপনারও প্রতিভার তারিফ করতে হয়।
মাষ্টার একটা বিড়িগ হপ্রে? থাকলে দেন, বিড়ি টানতে টানতে ব্লগিং করি। ;