নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সামুকে যারা গরম করে রাখছেন (২ )

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮



জেলা সিলেট, উপজেলা জকিগঞ্জ
লেখায় দেখছি,আছে বেশ মুগ্ধতা
মন্তব্যে তার আরো তরপরতা
নতুন হলেও বুঝেন তিনি লেখার ব্যাপরটা।
ভিষন প্রিয় তিনি সবার
ভক্ত সামুর সকল ব্লগারই তার !
শেষ হবে না বলে
তা না হলেকি চলে
আছে সে যোগ্যটা তার
নাম হলো ভাই কাওসার
কাওসার ভাইয়ের প্রোফাইল পরিচিতঃ

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সাধারন পরিবারে জন্ম নিয়েছেন এই গুণী লেখক কাওসার ভাই। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রচণ্ড টান অনুভব করতেন কাওসার ভাই। তবে উচ্চশিক্ষা লাভের জন্য লেখালেখিকে বিসর্জন দিয়ে কয়েক বছর ইংল্যান্ডে থাকাতে হয় কাওসার ভাইকে,এখন অবস্য নিয়মিত আমাদের সাথেই ব্লগে লেখা প্রকাশ করছেন। মূলতঃ প্রবন্ধ লেখতেই
তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি গল্প, ফিচার ও রম্য লেখেন। আমরাও তার প্রতি বেশ আশাবাদী।

কি বলিব কিই বা গাইবো তাহার গুনগাণ
লেখায় আছে চমক আছে প্রাণ।
সবার প্রিয় তিনি,
সামুর আছে যত গুণি ব্লগার
তাদের মধ্যে তিনিও একজন,
নাম তার প্রিয় খায়রুল আহসান

তিনি এখন অবসরে আছেন। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছেন। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডের সাথেও জড়িত আছেন।তিনি অবশ্য মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হন।তার একটা বড় গুণ হল জীবনে কারো বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করিনি।আর এখন তো করার প্রশ্নই আসে না। B-) তার ভাষায়ঃ দুই লাইন কথা যা আমার কাছে বাস্তবতার ছোঁয়া লেগেছে জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।


প্রেমের কবি ভালোবাসার কবি
লাগাইছেন প্রোফাইলে একজন প্রিয় মুখের ছবি,
লেখছেন বেশ
বছর পাঁচ কি ছয়েক,
মধু আছে লেখায় তার
আছে কথারও বাহার।
সবার প্রিয় তিনি প্রিয় সবাই তার,
নাম ভাই কবি মোদের সেলিম আনোয়ার

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন।সামনে আরও নিরস ভবিষ্যৎ। নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সেলিম আনোয়ার। আমিও তার এই কথা গুলো সাথে সহমত।

লেখার তথ্য সূত্রঃ যার যার হেড লাইন।
লেখা কোনো ভাবে কোপিরাইট লঙ্গন হলে এরজন্য কিন্তু আমি দায়ি না।দায়ি যা সব কম্পিউটারের। ;)


বর্তমান সামুকে যারা গরম করে রাখছেন ( ১ )

মন্তব্য ৬৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

সনেট কবি বলেছেন: মাস্টার জি আপনার কর্মে আমরা মুগ্ধ এবং আপ্লুত।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনাদের জন্যই সব।
প্রথম কমেন্টে মিশিং হয়েছিল। তাই আবারো।

২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। তিনজন গুনিজনকে আমার অন্তরের শুভেচ্ছা।

মাস্টার ভাইকে সাধুবাদ জানাই।



অনেক অনেক শুভ কামনা প্রিয় মাস্টর ভাইকে।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা থাকল। এ বছর পাসপোট হলে আগামী বছর ভারত যাবো বেড়াতে।

৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্যসূত্রে আবার এলাম। কোলকাতায় নিজ হাতে চায়ের নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। অপেক্ষায় থাকবো।


অনেক অনেক শুভ কামনা প্রিয় মাস্টার ভাইকে।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

ব্লগ মাস্টার বলেছেন: দোঁআ করি আল্লাহু আপনাকে সুস্থ রাখুক। আপনার চায়ের নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম । যদি যাওয়া হয় তাহলে অবশ্যই যাবো ভাই ।

৪| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ব্লগ মাস্টার ভাই,



আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কমেন্ট শুরু করছি। আপনি আমার সাথে যে দু'জন গুণী ব্লগার/লেখককে নিয়ে লেখেছেন উনাদের দু'জনই আমার অত্যন্ত প্রিয় লেখক ও গুণীজন। প্রতিভা আর অভিজ্ঞতার দিক দিয়ে উনারা আমার চেয়ে অনেক বিজ্ঞ ও পরিচিত। সে হিসাবে সামুতে আমি এখনো শিশু। সবে জন্ম নেওয়া একটি আত্মা; যে কথা বলার চেষ্টা করছে কিন্ত মনের মতো করে পারছে না!!

গতকালকে আপনি আরো তিনজন শ্রদ্ধেয় ব্লগারকে নিয়ে পোস্ট দিয়েছেন; সেখানে আমি একটি কমেন্টও করেছি। আমার নিজের কথা বলি, বেশ কয়েক বছর বাংলা পড়া ও লেখা থেকে দূরে থাকায় লেখালেখিতে ব্যাক করা খুব কঠিন হয়ে গিয়েছিল। প্রথম প্রথম তো দশটা শব্দের একটি বাক্য লেখলেও কম করে হলে তিনটি বানান ভুল হতো; আর লেখার সময় বাংলার পরিবর্তে ইংরেজি শব্দ চলে আসতো। এই সমস্যাগুলো অভারকাম করতে অনেক কষ্ট করতে হয়েছে।

সবশেষে, আমি কতটুকু ভাল লেখি জানি না। তবে এটুকু বলতে পারি, আমার প্রতিটি লেখা খুব যত্ন করে; সময় নিয়ে; অনেক ভাবনা করে; সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেখি। তবে এখন পর্যন্ত কোন লেখা আমাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরেকটি কথা, সামু হলো আমার একটি বৃহৎ পরিবার; পরিবারের একজন ছোট সদস্য হয়েও আপনাদের কাছে থেকে যে উৎসাহ ও ভালবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু বলবো, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

আজ মনে হয় আমার লাকি দিন। টারজান ভাইও আমাকে উৎসর্গ করে সিলেটি একটি কৌতুক লেখেছেন। আবারো কৃতজ্ঞতা প্রিয় ব্লগ মাস্টার ভাই। লাইক B-) দিলাম। পাশাপাশি, প্রিয়তে রাখলাম।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই। আজ আপনার দিন ভালো যাচ্ছে শুনে মনটা ভরে গেল। তা ভাই শুধু ব্লগেই কি দিনভালো যাচ্ছে নাকি
অন্যদিকেও :P । সত্য বলতে ভাই গুনি লোকের কদর সবাইকে করতে হয়। সেই তুলনায় একটা পোস্ট দেয়া সারা তেমন কিছুই
করতে পারি নাই । আগে দেখেছি নতু মানুষ পুরাতন ব্লগারদের কাছে শিখতে চাইত,এখন দেখছি নতুনেরা শুধু অন্যের কাছে শিখতেই চায়না বরং তারাও অন্যকে অনেক কিছু শিখাতে পারেন ।
যাই হোক অনেক অনেক শুভকামনা কাওসার ভাই । আল্লাহু আপনার লেখার হাতকে আরো উজ্জল করুক ।

৫| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার এই সিরিজের আজকের পোষ্টে, ৩ জন খুবই পরিচিত ব্লগার সম্পর্কে লিখেছেন:

খায়রুল আহসান সাহেব মুলত: কবি, তিনি নিজের একটা ভুবন সৃষ্টি করেছেন, তিনি ব্লগের আত্মার কবি (soul poet); উনার কবিতায় নিজের সুদীর্ঘ কর্মজীবন, বিশ্ব সাহিত্য থেকে সন্চিত জ্ঞান, ধর্ম, কর্ম, যাপিত জীবনের বিশাল প্রভাব আছে।

ব্লগের প্রেমের ( বিরহের) কবি হচ্ছেন সেলিম আনোয়ার; তিনি সম্প্রতি অন্য বিষয়েও লিখার চেষ্টা করছেন; উনাকে সময়ের সাথে নিজের একটা ডোমেইন সৃষ্টি করতে হবে; কারণ, প্রেমের কবিতার ভুবন মহা বিশ্বের মতই সীমাহীন।

ব্লগার কাওসার সাহেব ব্লগে খুবই নতুন; প্রথমে পপুলার কিছু পোষ্ট লিখে এখন গল্পের দিকে মনোযোগ দিয়েছেন; সময়ের সাথে উনি কোথায় নিজের ডোমেইন খুঁজে পাবেন, সেটা দেখার বিষয়। উনার শেষ পোষ্ট হচ্ছে, গল্প লেখা নিয়ে; আমি ২ বার পড়েছি, কমেন্ট করিনি; কারণ, আমার মনে হয়েছে যে, উনি এই পোষ্টে পিপড়ার মতো, নিজের থেকেও বেশী ওজনের কিছু বহন করার চেষ্টা করছেন।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার। আসলে সবাইরো একটা নিজর্স মতামত থাকে সেই দিক দিয়ে কাওসার ভাইও ঠিক আসেন । প্রথমে হয়ত কিছু পপুলার লেখা ছিল সেগুলো শেয়ার করেছেন ।এরপর হয়ত পরে হাতে অন্য বিষয় পেয়েছেন যা এখন শেয়ার করছেন ।আবার
নতুন কোনো আইডিয়া মাথায় ডুকলে হয়ত সেটা নিয়ে লেখবেন। সব থেকে বড় কথা হল বা আমার কাছে যা মনে হয় আসলে একজন লেখককে সব বিষয় জানা থাকাই ভালো এবং সব বিষয় নিয়ে লেখাটাও ভালো।

৬| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: একদম যথার্থ লোকদের পরিচিতি তুলে ধরেছেন, খাইরুল আহসান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি বাকি দুইজন খুবই প্রিয় মানুষ।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা থাকল।

৭| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

তারেক ফাহিম বলেছেন: আরও তিনজন হিট ব্লগার।

ভালোলাগা।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা ফাইম ভাই।

৮| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো প্রিয় এবং শ্রদ্ধেয় তিনজন কে তুলে নিয়ে আসলেন ! আপনার তুলনা হয়না।
উনাদের ব্লগ নিয়মিত পড়ি। কিন্তু মন্তব্য করা হয়না ... এটা আমার ব্যর্থতা!
আপনি ভালো থাকবেন।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: সৌরভ ভাই শুভেচ্ছা থাকল।

৯| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: কাওছার ভাই যে ভাল লেখেন, তার দুই একটা লেখা পড়লেই বুঝা সম্ভব, তিনি এই পরিবারের একজন ভাল সদস্য তাতে কোন সন্ধেহ নাই।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।সহমত।

১০| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

অচেনা হৃদি বলেছেন: :) সবচেয়ে চেনা তিন মুখ একসাথে ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: ওহ! আপু আর বইলেন না, বউর যন্ত্রণায় ঠিক মত একটু ব্লগেও সময় দিতে পারি না।ধন্যবাদ। বেশি কিছু বলতে পারবো না ।এখনই বউয়ের হাতে পিসি ছেড়ে দিতে হবে।

১১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ! আপনার এই সিরিজ টা ভালো হচ্ছে;
সন্দেহ নেই আগের তিনজন সহ উনারা তিন জন ও আজকাল ব্লগ মাতাচ্ছেন।

শুভ কামনা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু।

১২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড। তিন জন্যই ভালো ব্লগার।
তিনজনকেই আমার ভালোবাসা ও সম্মান।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

১৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

কাওসার চৌধুরী বলেছেন: @শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের মন্তব্যের জবাবে দিতে আবার কমেন্ট করতে আসলাম।



আমি আগেও আপনাকে একটি কমেন্টে বলেছি, আমি নির্দিষ্ট কোন একটি বিষয়ে লেখা নিয়ে আটকে থাকতে চাই না। আর একটি বিষয়ে লেখতে হবে কেন? এটা কেমন যুক্তি? আমি মূলত: প্রবন্ধ ও ফিচার লেখি; গল্প আমার থার্ড চয়েস। হয়তো এক সময় কবিতাও লেখবো। আপনি রাজনীতি নিয়ে লেখেন; এটা আপনার ভাল লাগে তাই। এখন আপনি গল্প লেখলে আমার আপত্তি থাকবে কেন?

আমার আজকের গল্প নিয়ে লেখা পোস্টটি আপনি দুইবার পড়েছেন; এজন্য ধন্যবাদ। আর আমি নিজের থেকে অনেক ওজনদার একটা কিছু বহন করার চেষ্টা করছি এটা সত্যি; এটা জেনেই বিষয়টি নিয়ে লেখেছি। তবে এই বোঝাটি বহন করতে যে সাহস লাগে তা আমার আছে; এজন্য এটি বহন করতে আমার মেরুদণ্ড ভেঙ্গে যায়নি।

"উনি এই পোস্টে পিপড়ার মতো"..... এটা কেমন কথা? আমি তো আপনাকে অনেক রেসপেক্ট করি। আপনি জার্মানির মতো একটি সভ্য দেশে এত বছর থেকে আছেন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক। আপনার কাছ থেকে আরো পরিণত কথা-বার্তা আমি প্রত্যাশা করি। (ধন্যবাদ)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:০৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই। বাদ দেন ভাই ।থাকুক যে জেগে ঘুমাইতে চায় তার ঘুম নন্ষ্ট করে আর লাভ কি।

১৪| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:




যুতসই গবেষণা । ব্লগ গরম থাকুক শীতের সকালে টাটকা চায়ের মত...

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:১১

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় উপযোগী কমেন্টের জন্য ।

১৫| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! ত্রিরত্নের বাহারী উপস্থাপনায় মুগ্ধ :)

কাওসার ভায়া তো ভিনি ভিডি ভিগি- এলেন লিখলেন জয় করলেন :)
প্রিয় দা সিনিয়র খায়রুল আহসান- ব্যক্তিগত জীবনেও অতি সজ্জন, বিনয়ী
কবিতার মাঝে প্রেম, স্বপ্ন, দ্রোহ লয়ে লিখে যায় সেলিম আনোয়ার ভাই - - -

দারুন সিরিজ চলুক :)

+++

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয়।
কেউ ফিরবেন না খালি হাতে । একটু নজর রাইখেন আর দোআ কইরেন আমার জন্য।

১৬| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সিগন্যাস বলেছেন: বাহ আজকে আরো তিনজন প্রতিভাবানকেকে নিয়ে লিখেছেন।চালিয়ে যান।খুবই আগ্রহ নিয়ে পড়ছি

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগ মাস্টার বলেছেন: সাথে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ।

১৭| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো কবিতা লিখিনা । #:-S

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

ব্লগ মাস্টার বলেছেন: কেন ভাই বাদ দিয়ে দিছেন,তাহলে আমাদের হবে কি ?

১৮| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরও তিনজন জনপ্রিয় ব্লগার! তাঁদের পদচারণায় ব্লগ মুখরিত থাকুক সারা বছর!

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: অনেক শুভ কামনা ভাই।

১৯| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাদেরকে সালাম জানাই।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় হোসেন ভাই।

২০| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তিনজনের লেখাই আমার ভালো লাগে তাদের মার্জিত এবং পরিশীলিত লেখার ভঙ্গির জন্য | অনেক অনেক শুভেচ্ছা এই তিন শ্রদ্ধেয়কে |

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।তাদের মার্জিত এবং পরিশীলিত লেখার ভঙ্গির জন্য আমিও মুগ্ধ।

২১| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নাজিম সৌরভ বলেছেন: এই তিনজনের মাঝে সবচেয়ে কম সময়ের মাঝে কাওসার ভাই ব্লগে জনপ্রিয়তা পেয়েছেন । কথাটা উনার পরিচিতিতে আসতে পারতো ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ব্লগ মাস্টার বলেছেন: প্রিয় কাওসার ভাইয়ের প্রতিটা লেখা আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ প্রিয় সৌরম ভাই।

২২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৪১

কাইকর বলেছেন: হুম খুব ভাল লাগলো দেখে। এদের প্রতি শ্রদ্ধা।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাইকর ভাই।

২৩| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লিষ্টের তিন জন গুণী ব্লগার। খাইরুল আহসান স্যারের প্রতি আমার ব্যক্তিগত আলাদা শ্রদ্ধাও আছে।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।

২৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: তিন জনের জন্যই শুভকামনা।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাই।

২৫| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:৪১

অর্থনীতিবিদ বলেছেন: আরো তিন জন গুণী ও সম্মানিত ব্লগারকে তুলে ধরলেন। আপনার এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাই।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও ধন্যবাদ অর্থনীতিবিদ ভাই।

২৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: আপনার প্রচেষ্টা ভালো লেগেছে। অব্যাহত থাকুক এই কামনা করি।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ হিরণ ভাই।

২৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১:৪৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ। এই ধারাবাহিকটা খুব আগ্রহ নিয়ে পড়ছি। দারুন সব লেখকদের জানছি। নিজেও কি সব ডিগ্রী টিগ্রী আর শিশুপালনের তোড়ে অনেকদিন কলম থেকে দূরে ছিলাম। আবার শুরু করে মনের ভেতর খুব আনন্দ লাগছে। বহুদিন দিন পর ধাক্কা দিয়ে একটা বদ্ধ জানালা খুলে দমকা বাতাসে শ্বাস নেয়ার মত ভালো লাগা কাজ করছে। লেখালেখির এই ঘরটুকুর তাই সবাইকে ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্য শুভ কামনা থাকল। জলে ওঠুক নতুন কোনো আলোর ভূবন নিয়ে আপনার লেখাগুলো ।সেই প্রত্যাসা ।

২৮| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দুই জন হাই প্রোফাইল ব্লগারের সঙ্গে নিজের নাম দেখে খুব ভালো লাগছে। আমার কবিতা কেমন হয় পাঠক বলতে পারবেন। আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই এই অধমকে নিয়ে পোস্ট দেবার জন্য। তবে যাদের অনেকে যোগ‍্যতা ব্লগকে অনেক সমৃদ্ধ করেছেন করার সামর্থ্য রাখেন তাদের নিয়ে পোস্ট দেয়া উচিত।

আমি নবীশ কবি। মনের গহীনে থেকে কবিতা লিখি।
আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ব্লগ মাস্টার বলেছেন: বলেন কি ভাই,শুভ কামনা থাকল।

২৯| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হচ্ছে পর্ব গুলো।আগামী পর্বের অপেক্ষায় রইলাম।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

৩০| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন: মাস্টার সাহেব, আমি বিল্কোল আনন্দিত হইলাম এমন পর্বে। আপনার এ কর্মগুলোই আমায় বেশি আকর্ষিত করে।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ব্লগ মাস্টার বলেছেন: অনেক কৃতজ্ঞতা উৎসাহ জনিত মন্তব্যে ।সৈয়দ ভাইকে আন্তরিক ধন্যবাদ।

৩১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:২১

সনেট কবি বলেছেন: অবশেষে বেশ উপভোগ্য হলো

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগ মাস্টার বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ স্যার ।

৩২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৬

শামচুল হক বলেছেন: তিনজনই আমার প্রিয় লেখক। ধন্যবাদ আপনাকে এমন একটি পোষ্ট দেয়ার জন্য।

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও ধন্যবাদ হক ভাই।

৩৩| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:০৩

সোহানী বলেছেন: খুব প্রিয় তিনজনকে একসাথে এনেছেন এবং সংক্ষেপে তাদেরকে তুলে ধরেছেন। অনেক অনেক ভালোলাগা। আমার খুব ভালো লাগছে যে সামুতে অনেক চমৎকার ব্লগাররা আসছেন যারা অন্যের ব্যাপারে রেসপেক্টেড। অামি বরাবরেই বলি রেসপেক্ট বিষয়ট সব বিষয়েই খুব জরুরী।

এবার তিনগুনীকে নিয়ে কিছু কথা।

শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই: উপরে সবাই এক বাক্যে আপনার কথাটি স্বীকার করেছেন। তাই নতুন কিছু যোগ করার নেই। শুধু বলবো এমন প্রানখোলা ভালো মানুষ আজকাল খুব কম। ব্যাক্তিগত সূত্রে উনার পেশার অনেকের সাথেই সম্পর্ক আছে কিন্তু সবার সাথে উনাকে ঠিক মেলাতে পারি না। উনি একজন সত্যিকারের সজ্জন ব্যাক্তি।

সেলিম আনোয়ার ভাই: একজন শয়নে স্বপনে সত্যিকারের কবি। প্রেম রাজনীতি খেলা সব কিছুতেই উনার অসাধারন পদচারনা। দীর্ঘদিন একসাথে ব্লগিং করছি, কখনই কোন নেগেটিভ মনোভাব পাইনি। সত্যিকারের একজন পজিটিভ ব্যাক্তিত্ব।

কাওসার চৌধুরী ভাই: উপরে বিদ্রোহী ভাই যা বলেছেন এর উপর কৎতা নেই। হাঁ, সত্যিই উনি এলেন আর জয় করে নিলেন পাঠক হ্রদয়। শুধু াবষয় ভিত্তিক লিখা দিয়ে নয় অন্যান্য ব্লগারের প্রতি শ্রদ্ধাশীল উনাকে অন্য মাত্রায় নিয়ে গেছে ব্লগে।

সাথে আছি সিরিজটির........... অনেক ভালো থাকুন।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় সোহানী আপু। আপনার সুন্দর কমেন্ট এবং আমাকে অনুসরণ করে যাওয়া,সব মিলিয়ে আমি অনুপেরিত ও মুগ্ধতা
হোলাম। শুভ কামনা থাকল।

৩৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: দুইজন স্বনামধন্য সহব্লগারের সাথে আমার নামটাও যুক্ত করেছেন, আমাকে সম্মানিত করার এ সদিচ্ছার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।
আমি মূলতঃ নিজের আনন্দে লিখে থাকি। সে লেখায় পাঠকেরা যদি আনন্দ পেয়ে থাকেন, তা আমার জন্য এক বড় পাওয়া। তবে সামুকে ঠিক "গরম করে রাখা"র মত কিছু এ যাবত লিখতে পেরেছি কিনা, সে ব্যাপারে আমি অন্ততঃ নিশ্চিত নই, সেটা পাঠকেরাই ভাল বলতে পারবেন।
আমার জানামতে এ ব্লগে নতুন পুরনো মিলে অনেক প্রথিতযশা ব্লগার রয়েছেন, যাদের লেখা অত্যন্ত জনপ্রিয়। সেগুলো প্রকাশ হওয়া মাত্রই পাঠক লুফে নেন। আমি ওনাদের ধারে কাছেও এখনো যেতে পারিনি। গড়ে যদি ২০ জন পাঠক আমার লেখা পাঠ করেন এবং পাঠ করে কিছু মন্তব্য করে যান, তাতেই আমি তৃপ্ত থাকি।
যেসব সহৃদয় পাঠক উপরে আমার সম্বন্ধে প্রশংসাসূচক এবং শ্রদ্ধাপূর্ণ মন্তব্য করে গেছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা আমাকে নিরন্তর আনন্দ দেয়, প্রাণিত করে। সবাই ভাল থাকুন, সব সময়।
শুভকামনা---

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান স্যার,আপনার প্রতিটা লেখা পাঠক হৃদয় শিহরন যোগায় একই ভাবে পাঠক বেশ মুগ্ধ আপনার
লেখা পড়ে।অফুন্ত সুন্দর এরকম একটা কমেন্টর আশায় ছিলাম । সুন্দর কমেন্টটির জন্য অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.