নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টির নিরিখ

০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৪


মাটির এই পৃথিবীতে,
চলছে দৃষ্টির নিরিখে বহু আবেগের ফুলঝুড়ি!
জীব জগতের প্রতিটা জীব চলছে সেই আবেগের অনুকূলে,
যেখানে এসে জীবনের গতিপথ থেমে গেছে !

কালের নিদারুন সাক্ষীপটে,
তারা নিজেরাই নিজেদের কর্মের সাক্ষী,
সময় কোনো সুইচের কাছে হার মেনে যায়নি
যাইনি সময়ের গতিপথ থেমে ।

সময় কিছু বাক্সর মাঝে হারিেয়ে গেছে
কিন্তু কখনো বাক্সে বন্দি হয়নি,
এটাই তার সবচেয়ে বড় গুন,
সে চলার পথে কখনো ক্লান্ত হয়নি,
চিরতরে হারিয়ে সময়ের বসত ভিটা বাড়ি
দিয়েছে বহু পথ পারি ।

কলমের কালি মিশ্রণে কাগজের প্রতিটা অক্ষর মুছে যেতে পারে,
কাগজের প্রতিটা লেখা ছিড়ে যাবে হয়ত ঠিকি একদিন,
কিন্তু সময়ের মাঝে বন্দি হয়ে থাকা প্রতিটা স্মৃতির বসবাস
দীর্ঘ কাল করিবে জীবন আধারের কারাবাস।

প্রকাশ ৫-৭-২০১৮ রোজ বূহঃপতি বার ।
ঢাকা,
লেখা শুরু ০১-৭-২০১৮ আর শেষ ৫-৭-২০১৮ইং সকাল ৬:৪৪

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০০

সনেট কবি বলেছেন: কবিতা খুব ভাল হয়েছে।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১১

ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল স্যার । আজ একটু সকাল সকালই আসলাম স্যার ব্লগে । কাল রাতে ব্লগে সময় দিতে পারি নাই ।অনেক কমেন্ট জমা
হয়ে গেছে ।আসছি স্যার। আচ্ছা স্যার আপনাকে স্যার না বলে আঙ্কেল বা চাচা অথবা কাকা বললে আপনার কোনো আপত্তি আছে ?

২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫১

Tulona বলেছেন: বক্স শব্দটা বেখাপ্পা লাগছে! বাক্স দিতে পারতেন।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ,আপনার কথামত আপডেট করে দিয়েছি।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে ++

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আলো ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ লাবণ্য আপু।

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভ রাত্রী।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ লাগলো কালের বাঁধন। সত্যিইতো তাঁকে বান্দিবেন কেমনে??

লাইকও দিলাম।

অনেক ভালো লাগা ও শুভ কামনা প্রিয় মাস্টার ভাইকে।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই।শুভ কামনা।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো হয়েছে ++
শুভকামনা

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ভাই। শুভকামনা থাকল।

৮| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

সিগন্যাস বলেছেন: নেন প্লাস নেন

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় সিগন্যাস ভাই।

১০| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

জোকস বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।




০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ জোকস। শুভকামনা।

১১| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।শুভকামনা থাকল।

১২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার লেখার হাত ভালো আছে।আপনি ব্লগে আরোএকটু পরিশ্রম করলে একদিন অনেক ভালো কিছু করতে পারবেন।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ঠ্যঠা মফিজ ভাই।শুভকামনা থাকল। দোআ করবেন ভাই।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।শুভকামনা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.