নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

কি করি আর লিটন ভাই হত যদি ভাইরা ভাই

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৫


তিনি সবাইকে নিয়ে লেখেন ভাই
কিন্তু তাকে নিয়ে লেখার কেহ নাই,
তিনি আমাদের ব্লগার প্রিতি ভাই
তাহার নাম কি করি আজ ভেবে না পাই।
শায়মা আপুর করা শাসনে
ব্লগে আসতে পায় ভয়,
কি জানি শায়মা আপু কখন আবার কি কড়া কথা তাকে কয়।
আরো ভাবিতে ভাবিতে আমি মরিয়া যাই,
সে এমনি এক দূরভাগা পুরুষ,
যে কিনা রম্য কবি লিটন ভাইয়ের শালীর মনটাই গলাতে পারে নাই,
সে দুঃখে লিটন ভাইও হল না তার ভাইরা ভাই।
আরো তার মনে কত ভয়
সে নাকি ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক;
আর সেই দ্বন্দ্বেতে নেই সে আছে এখন মাঝেই নাকি ঠিক।
জব্বর হত কিন্ত যদি হতো হাছাই
কি করি আর লিটন ভাই হত যদি ভাইরা ভাই।

অবশ্যই এটা একটা ফান কবিতা,বিন্দু মাত্র সন্দেহ নাই।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১০

কাওসার চৌধুরী বলেছেন:


হলে তো সোনায় সোহাগা!! দুজনই খুব ভাল বন্ধু।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার ভাই। কিন্তু হবেনা আর সেই দুঃখ রাখার জায়গা নাই কি করি;র। কারন লিটন ভাইয়ের শালীর নাকি আগেই
হয়ে গেছে B-)

২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কার সঙ্গে হলো? ;)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: হয় নাই,হওয়ার আগেই পেকাব। ;)

৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কন কি তাইলে কেমনে কি দুইজনের মাঝে লেগেছে দন্দফন্ড বুঝি :)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: বাহ! আফনিও দেহি ছন্দের তালোক। B-)

৪| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৮

লাবণ্য ২ বলেছেন: দারুন!

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ লাবণ্য আপু।

৫| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


উনি ব্লগের জন্মদিনের ছড়াকার।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: উনি মানুষকে খুশি রাখতে ভালোবাসেন।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঠাকুর ঘরে কে? রে?
আমি কলা খাইনা
ছড়া দেখে সুন্দেহ
তুমি কি সে ময়না? ;)

কেড়ে নিয়ে কি করির জানা
দাও কাটা ঘায় নুনের ছিটনা
না না হবে না, মানি না মানি না
কি করি ভায়া কই? কেন কিছু কয়না? :P

=p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃণ্ড ভাই। শুভ সকাল।
কি আর কইবো ?
আমি নিশ্চিত
ভাই খাইয়া হিট
নিশ্চয় আছে হইয়া ফিট
দাঁতে দাঁতে লাগছে মুখে গিট, :P

৭| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আয় হায় তলে তলে জল এতদুর ।অথচ আমরা জানিও না। হাহাহা বেশ মজার ছড়া হইছে।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ন্যবাদ ঠ্যঠা মফিজ ভাই । আপনাগো কিছু জানার দরকার নাই।

৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । :)

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় নীলপরি আপু। :)

৯| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর!! প্রস্তাবটাও বেশ। তবে এমনি এমনি হবেনা। আমাদের একটু খানাপিনার ব্যবস্থা না করলে বাঁধা হয়ে দাঁড়াবো। হি হি হি।

অনেক শুভ কামনা প্রিয় ভাইকে।

১১| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৩

নাইম রাজ বলেছেন: খুব ভালো হবে হিহিহি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.