নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সামুকে যারা গরম করে রাখছেন ( ৩ ) এবারের প্রসঙ্গ নারী ব্লগার

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১২


আমি এই পোস্টে সকল নতুন পুরান ব্লগারদের আমাদের সামু পরিবারের কিছু নারী ব্লগার দের পরিচয় করিয়ে দিমু।
তাই প্রথমে শুরু করলাম প্রিয় ব্লগার সোহানী আপুকে দিয়ে ।উপরে যে ছবিটা দেয়া হয়েছ ওটা সোহানী আপুর প্রোফাইল
পিকচার। ইনি অবশ্য সামুর সকল ব্লগারের নয়ন মণি।তবে সোহানী আপু খুব বিরক্ত হয়ে তার অনেক লিখাই ড্রাফটে নিয়ে গেছেন কারন সামুতে তার যে সকল ভাবনা শেয়ার করছেন, সে ভাবনা গুলো আপুর অনুমতি ছাড়া কপি না করার অনুরোধ করেছিলেন কিন্তু লেখা চোর আর চুর্নিরা আপুর লিখা চুরি করে একের পর এক প্রকাশ বা কপি পেস্ট করেই যাচ্ছিল দিনের পর দিন তাই অবস্থা বুঝেই ওই ড্রাফতের ব্যবস্থা নিছিলেন। তথ্যসূত্রঃ সোহানী আপুর প্রোফাইল। সোহানী
আপু ১০ বছর ৫ মাস কয়েক ঘন্টা ধরে ব্লগীং করছেন।আর এই সময়ের মধ্যে আপু প্রায় ১২৪টি পোস্ট করেছেন,যার সবগুলোই অসম
এবং হিট লিস্টে আছে।আপু আমার মন্তব্যেও বেশ এগিয়ে তিনি প্রায় ৮৩৪৩টি কমন্ট করেছেন আর কমেন্ট পেয়েছেন ৬২২৫টি।আপুর
বেশ অনুসারীও আছে আপুকে ৩১৭ জন ব্লগার অনুসরণ করছেন আর আপু ১৬৫ জন ব্লগারকে অনুসরণ করছেন।

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
প্রিয় আপু শায়মা তার গুণের কথা বর্নণা করে শেষ হবার নয়।তার ব্লগীং ষ্টাইল দেখেই বোঝা যায় তিনি মুহুর্তেই মানুষকে আপন করে নেন।
আপুর সাথে আমার প্রথম দেখা হয় আমার লেখা শ্যামা কবিতায় মন্তব্যের মধ্যে দিয়ে ।আমার এ কবিতায় আমার দেয়া প্রথম ছবিতা আপু সংসোধন করে নিজের
হাতে অনেক কষ্টে আঁকা পোস্টে মানানশই একটা ছবি দিলেন আর আমি সেটাকে পোস্টে শেয়ার করলাম।
ধন্যবাদ শায়মা আপু এবং কৃতজ্ঞতা জানাই আপনার মানবতাকে । প্রিয় শায়মা আপু সামুতে ৮ বছর ৪ মাস ধরে ব্লগীং করছেন।
আপুর অনুসারী আছে প্রায় ১৪৮৮ জন ব্লগার।আর আপু অনুসরণ করছেন ০ জন ব্লগারকে।স্পেশাল কথা হল আমার দেখা সামুতে
সেরা অনুসরীত থাকা প্রিয় শায়মা আপা।আপু পোস্ট করেছেন
সর্ব মোট ১৭৫টি যার সবগুলো লেখাই হিট লিস্টে ।আর আপু মন্তব্য করেছে ৫৪২৪৩টি তিনি অন্যের কাছ থেকে মন্তব্য পেয়েছেন ৫৩৩২২টি।

বিদ্রঃ আমার আগের পোস্টগুলোতে তিনজন করে ব্লগার নিলেও আমার এই পোস্টটি ব্যতিক্রম করলাম এই লেখায়
আমার প্রিয় দুজন নারী ব্লগারকে নিয়ে করলাম। আর এই ব্যতিক্রমটুকো করার জন্য আশা করি সহ ব্লগাররা মন খরাপ করবেন না।


মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

শামচুল হক বলেছেন: দুইজনকেই অভিনন্দন। আসলেই তারা দুইজন একটিভ ব্লগার।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

ব্লগ মাস্টার বলেছেন: সত্যি বলছি গর্ব করার ব্লগার । আরো অনেক নারী ব্লগার আছেন তাদেরকে নিয়েও ধীরে ধীরে লেখমু।

২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

গরল বলেছেন: আরও দু-তিনজন ছিল, নাম বলে পক্ষপাতিত্ত্ব করতে চাই না, :P

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

ব্লগ মাস্টার বলেছেন: নাম দিয়ে দিলে এবং তাদের লিঙ্ক দিলে ভালো হবে আমি তাদের নিয়ে পোস্ট দিমু।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দু'জনই জনপ্রিয়তার তুঙ্গে। তাঁরা সামুর প্রাণভোমরা। তাঁদের ছাড়া সামুকে কল্পনাই করা যায় না। কিন্তু ইদানীং শায়মাপুর কোন খোঁজখবর পাচ্ছি না। তাঁর আপডেট জানান।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

ব্লগ মাস্টার বলেছেন: দু'জনই জনপ্রিয়তার তুঙ্গে। তাঁরা সামুর প্রাণভোমরা। তাঁদের ছাড়া সামুকে কল্পনাই করা যায় না। কিন্তু ইদানীং শায়মাপুর কোন খোঁজখবর পাচ্ছি না। তাঁর আপডেট জানান। সেটা কি আর বলতে।

আপডেট শায়মা আপু নিজেই এসে বলে যাবে সময় হলে হাতে। ধন্যবাদ সম্রাট ভাই।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট দিয়েছেন মাস্টারজি!

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: সব আপনাদের দোয়ায় স্যার।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

রোকনুজ্জামান খান বলেছেন: সোহানী আপু এবং সায়মা আপু দুজনাই আমাদের প্রিয় ব্লগার ।
তাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

ব্লগ মাস্টার বলেছেন: তাদের পক্ষ থেকে আপনার জন্যও রইল অনেক শুভ কামনা ।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক ।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় হোসেন ভাই।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দুজন হ্যাভিওয়েট ব্লগার । কিন্তু বিনয়ী। তারা দারুন সব পোস্ট করে থাকেন। আর তাদের কমেন্ট মাতিয়ে রাখে সামহুয়ারেইন ব্লগ।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলেছেন প্রিয় সেলিম ভাই ।সহমত।

৮| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

সামুকে গরম করা দুই নারী ব্লগারের ব্যপারে জেনে খুব ভালো লাগলো। ;)


দুই আপুর জন্য শুভ কামনা রইলো। !:#P

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর ভা। শুভকামনা থাকল।

৯| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

সিগন্যাস বলেছেন: মাত্র দুজন ব্লগার নিয়ে লিখেছেন?

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

ব্লগ মাস্টার বলেছেন: আগামীতে আরো আসবে ।ধন্যবাদ প্রিয় সিগন্যাস, শুভকামনা থাকল।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাস্টার ভাই,

প্রথমেই অভিনন্দন জানাই দুই গুনিব্লগারকে। তবে আমার দৃষ্টিতে মাস্টার ভাই নারীব্লগার হিসাবে বা দেখে গুনি মানুষ বা ব্লগার হিসাবেই দেখবো। আর একারনেই বোধহয় সম্মানীয় দুজন আপনার আজকের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। অন্তরের শ্রদ্ধা দুই আপুকে
ধন্যবাদ আপনার এহেন প্রচেষ্টার জন্য।

অনেক শুভকামনা আপনাকে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই ।

১১| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

হযবরলঃ বলেছেন: সামু ব্লগকে যারা গরম রেখেছেন .............হাঃ হাঃ হাঃ



০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হযবরল।

১২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

তারেক_মাহমুদ বলেছেন: দুইজন তুমুল জনপ্রিয় ব্লগার, ওনারা এত বছর পরম নিষ্ঠার সাথে ব্লগিং করে আসছেন। উনাদের পোষ্ট এবং কমেন্ট থেকে অনুমান করা যায় তারা সুন্দর মনের মানুষ।
মাস্টার ভাইকে ধন্যবাদ উনাদের নিয়ে লেখার জন্য।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকল তারেক ভাই।

১৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ্তিনজনের এক আকাশ শুভ কামনা।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা।

১৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুজনেই সুপার হেভীওয়েট ব্লগার!
দুজনেইর ভক্ত অগনন
দুজনকেই শুভেচ্ছা :)

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

১৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: চেনা বকরী বলেছেন:


রাজীব নুর বলেছেন: আমার নির্ঝন্ঝাট লাদির জন্য এক আকাশ শুভ কামনা

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫১

ব্লগ মাস্টার বলেছেন: আপনি এসব ছেড়ে ভালো কিছু করুন আপনাকে নিয়েও এরকম একটা পোস্ট দিমু প্লীজ।

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো লাগল।দুইজনকেই অভিনন্দন ।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

ব্লগ মাস্টার বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকল।

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা ভালো কাজ চালিয়ে যাচছেন আপনি ভাই।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


এই ২ ব্লগার ব্লগের প্রানমনি; এঁদের নিয়ে লেখা এই পোষ্টটি আমি কিভাবে যেন মিস করেছিলাম।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৩

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা এবং ধন্যবাদ প্রিয় ব্লগার।

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সিরিয়াসলী কোন দুসংবাদ দিতে চেয়েছিলেন?

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৪

ব্লগ মাস্টার বলেছেন: সেতো আপনার না জানার কথা না। তবে সামুর এ ধরনের আচরনে অনেক কিছুই পরিস্কর।

২০| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৮

আরইউ বলেছেন: এই ধরণের পোস্টের আমি কোন মানে খুঁজে পাইনা - কোন নতুনত্ব নেই! অবশ্য এ ধরণের পোস্ট ব্লগে পরিচিত হওয়ার জন্য বেশ কাজের।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

ব্লগ মাস্টার বলেছেন: আমিও আপনার ব্লগিং এর কুনো মান ধান বুঝিনা ২বছরে মাত্র ৪টা পুষ্ট বুঝিনা সারা বছর কি গালফ্রেন্ড নিয়ে কাটাইয়া দেন।

২১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

টারজান০০০০৭ বলেছেন: পোস্টের শিরোনামটা জানি কেমুন কেমুন লাগে ! ট্যাবলয়েডের ভাষা মনে হয় ! "গরম" এর জায়গায় "সরব" বা "প্রাণবন্ত" লাগাইলে ভালো হইত ! :(

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৬

ব্লগ মাস্টার বলেছেন: ট্যাবলেড কি কালার হয় মানে ট্যাবলেডের রঙ কি আর আপনি দৈনিক কতগুলো ট্যাবলেট মারেন ? /:)

২২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় আপু শায়মা তার গুণের কথা বর্নণা করে শেষ হবার নয়।তার ব্লগীং ষ্টাইল দেখেই বোঝা যায় তিনি মুহুর্তেই মানুষকে আপন করে নেন। শায়মা সম্পর্কে প্রথম সত্যি এটাই I আমি যখন প্রথম ব্লগে এলাম তার মাস খানেকের মধ্যেই আমাকে নিয়ে একটা কবিতা লেখা শায়মার I একজন নতুন ব্লগারের জন্য সেটা যে কতা উৎসাহের সেটা বলে বোঝানো খুবই কঠিন I ঠিক তেমনি আরেক প্রিয় ব্লগার সোহানি, তার লেখায় করা আমার প্রথম প্রথম কিছু কমেন্টের উত্তরে এতো আন্তরিকতা নিয়ে উনি প্রতি মন্তব্য করলেন ! সেই থেকেই আমার এক প্রিয় ব্লগারের নাম সোহানি I এ'দুই প্রিয় ব্লগারকে নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ I

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নাইম ভাই।

২৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৯

ফ্লাডিং বলেছেন: কিরে মাষ্টার তোর খবর কি তুইতো দেখছি চাঁদগাজীর ভক্ত হইয়া যাইতেছর ঘটনা কিরে তোকেও কিছু খাওয়াইছে ।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

ব্লগ মাস্টার বলেছেন: আপনি যেই হন কাজগুলো ভালো করছেন না।

২৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৩

টারজান০০০০৭ বলেছেন: ট্যাবলেড কি কালার হয় মানে ট্যাবলেডের রঙ কি আর আপনি দৈনিক কতগুলো ট্যাবলেট মারেন ? /:)

আমার মেশিন পত্তর ঠিকই আছে , আফনের লাগিলে খবর দিয়েন !
ঘটি ডোবে না নামে তালপুকুর !! ব্লগারের মন্তব্যই বুঝিতে পারেন না , আবার নাম লৈছেন ব্লগ মাস্টার ! হাহ !

মন্তব্য বুঝিতে না পারিলে মুছিয়া দিয়েন ! ইহাতেও বুদ্ধির পরিচয় পাওয়া যাইবে !

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

ব্লগ মাস্টার বলেছেন: আমার যে বুদ্ধি নাইকো ভাই আমারে একটু বুদ্ধি ধার দিবেন। #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.