![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ওই দেখা যায় সামুর ব্লগ
চল হগলে মিলে দেখি এক পলক।
কত হাজার লেখা ছাড়ছে তারা
পড়লেই গায়ের লোম হয় খাড়া।
জায়গায় জায়গায় থামতে কয়
ক্লান্ত হয়ে মন কয় দাঁড়া।
কিযে বলে কিযে কই
ব্লগ নয় যেন সামু আস্ত জ্যন্ত একখান বই ।
কত জনে লেখেন ভালো কত জনে করেন ছাগলামী
দেখলে মনে হয় হচ্ছে বুদ্ধি তাদের মাথায়,
আছে যত গন্ডগোল,
আছে যত ব্লগ পাগলামী ।
কবি হইল কেহ প্রেমে পইরা
কেহ আবার কবি হইল সেই প্রেম হারাইয়া ।
মন পুরে রুটি হয়
আগুন ছাড়া প্রেমের ছ্যাকা খাইয়া।
উৎসর্গঃ ব্লগ মডুদের
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
ব্লগ মাস্টার বলেছেন: কি কন ভাই এইটা ছড়া না এইটা মডুদের জাগ্রত করার হরেন বাঁশী।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
বাকপ্রবাস বলেছেন: ব্লগ মাষ্টার ব্লগ মাষ্টা লিখছ তুমি কি?
এই দেখনা তোমার জন্য গদা এনেছি
সকাল বিকাল গদাম হবে রাত্রি তেল মালিশ
ব্লগ মাষ্টার ঘুম যাবে আর পাবেনা বালিশ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক ঠিক
বাকপ্রবাস ওটা বুঝি মাতা জননীর পিক
মাশশাল্লা আল্লাহু তারে দীর্ঘজীবি করুক
বড় হয়ে সে মাতা পিতার মুখ উজ্জল করুক।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কি এখনো নিরাপদ হতে পারেননি ?
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০
ব্লগ মাস্টার বলেছেন: আজ লগীন করে পোস্ট দিতেই দেখি আমি সেভ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
সৈয়দ ইসলাম বলেছেন:
জুয়েল ভাই?
থুক্কু
জেনারেল জুয়েল ভাই! আপনি কবে সাধারণ হবেন?
কতেক বস্তা সমবেদনা
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
ব্লগ মাস্টার বলেছেন:
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:০২
ঠাকুরমাহমুদ বলেছেন: সমসাময়িক কিছু ঘটনা লিখুন - পড়ি !
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মহাদয় চেষ্টা করছি ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনি নতুন কিছু লেখা নিয়ে আসুন, আমরা পড়বো।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার আমি চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ ছড়া লিখেন তো...