![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
প্রিয় সামুর ব্লগার ভাই ও বোনেরা সবাইকে এক যোগে সালাম জানাচ্ছি আসসালামুআলাইকুম আশা করি সকলের শরীর স্বাস্থ্য খোদার রহমতে ভালই আছে ! তবে শীত আসার সাথে অনেকের শরীর স্বাস্থ্য সামান্য খারাপও হতে পারে,এমন অবস্থায় চিন্তার কারন নেই সময়ের
সাথে সাথে সব মানিয়ে বা ঠিক হয়ে যাবে ।
পর সংবাদ ছোটবেলা থেকেই আমার রাজনীতি করার বা এমপি হওয়ার খুবই সখ ছিল কিন্তু আর্থিক অবস্থা ও জনপ্রিয়টার অবস্থা খুব খারাপ হওয়ায় মুখ খুলে কখনো কাউকে বলতে পারিনী সে কথা তবে এবারও বলতাম না এ কথা,আজ রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আমি
এবার একাদশ সংসদ নির্বাচনে পাশ করে শুধু এমপিই না সাথে সাথে বাংলাদেশ সোশাল পলিটিক্স ব্লগ মন্ত্রণালয়ের ব্লগ মন্ত্রীর দায়িত্ব পেয়েছি,মানে আমি ব্লগ মন্ত্রী হয়েছি।
তাই সকালে ঘুম থেকে উঠেই তরিগড়ি করে আগেই আপনাদের সাথে স্বপ্নে মন্ত্রী হওয়ার বিষয়টা শেয়ার করছি । যাই হোক আমার এখন এমপি হওয়া ঠেকায় আর কে ? পুরো দেশের লোক আমায় না চিনলেও সামুর সন্মানী মহাদয় ব্লগারেরাতো আমায় চিনেন তাই আপনেরা শুধু সাপোট সহযোগীতা ও প্রচারনা এবং ভোট দিলেই কিন্তু আমি পাশ ও এমপি এবং অত্যপর মন্ত্রী ।
আমি কথা দিচ্ছি আমাকে যদি আপনেরা করান পাশ,আমি ধরে ধরে সকল ব্লগারদের একটা করে ধরিয়ে দিবো,যা আপনার ভবিষৎকে
নিরাপদ দিবে ।অন্তত দুটো আলু ভর্তা আর ডাল ভাজি আর পরটা খেয়ে বাঁচতে পারবেন । এর পর কথায় কথায় ব্লগারদের হত্যা
হুমকি সহ বিভিন্ন সময়সাময়িক যে সকল ব্লগারগণ হত্যা ও নির্যাতন হয়েছেন তাদের সঠিক বিচার পাইয়ে দিবো । ব্লগারগণর আর রইবে
না কোনো চিন্তা সকল ব্লগারগণকে মুক্ত মতামত প্রকাশে উম্মক্ত ও নিশ্চয়তা প্রদান করবো ।
এই একটা সুযোগ যাচ্ছে আমাদের দেশে এখন শুধু আমিই না চাইলে যে কোনো যোগ্য অযোগ্য এমন কি কলাগাছ,বটগাছ,আমগাছ,কাঠালগাছ,আতা,পেয়ারা,লেবু,কমলাগাছেরাও এমপি মন্ত্রী হইতে পারবেন । থাকা চাই শুধু কিছুটা আমার মত
চাপার শক্তি।আর কিছু থাকুক আর না থাকুক অন্তত চাপায় বেশ শক্তি থাকতে হবে তাহলেই আপনি নিশ্চিত এমপি পরে মন্ত্রী হয়ে যাবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
ব্লগ মাস্টার বলেছেন: সব চাহিদা মিটাবে
২| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
পল্লব কুমার বলেছেন: সবাই সুযোগ সন্ধানী ভাই। যে যেমনে পারতেছে কাজে লাগাইতেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
ব্লগ মাস্টার বলেছেন: সেটাই দেখছি।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
এই ব্লগে মন্ত্রী হবার মতো লোক আছেন চাঁদ গাজী, খায়রুল আহসান, শায়মাসহ আরো বেশ কয়েকজন।
মন্ত্রী হয়ে ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে যেন অবস্থান নিবেন।
আবার উনার মতো যেন বলেন না- সহনীয় মাত্রায় ঘুষ খান।
কোন মাত্রা-ফাত্রা নয়। এই সব অনাচার বন্ধ হোক।
আপনার জন্য শুভ কামনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
ব্লগ মাস্টার বলেছেন: তারা এ বছর দাঁড়াবেন না।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগের কেউ একজন মন্ত্রি হলে বেশ হতো।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
ব্লগ মাস্টার বলেছেন: অন্তত নজরদারি থেকে বাঁচতাম।
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
নীল আকাশ বলেছেন: আপনার লেখা পড়ে আমার মনেও তো কুহু কুহু ডাকছে......
পারলে রানিং বাসে উঠে পড়ুন। ফুটবল মাঠে সবাই তো গোলকীপার ছাড়াই গোল দিতে চায়, আপনি বাদ যাবেন কেন
কয়দিন থেকে কত তামাশা দেখছি, আপনি কি আর দোষ করলেন?
শুভ কামনা রইল!
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২
ব্লগ মাস্টার বলেছেন: শুভ কামনা ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আগে বলুন রাজনীতি কেন করবেন?
দেশের জন্য? তাই তো?
রাজনীতিতে না নেমেও দেশের জন্য কাজ করা যায়।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ব্লগ মাস্টার বলেছেন: হেইটা বুঝে কয়জনা বলুন।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
পদ্মপুকুর বলেছেন: এক কালে এই দেশে মাস্টারদের সম্মান বেশি ছিলো, তখন রাজনীতিবিদরা মাস্টারদের কাছে যেতো। বঙ্গবন্ধু নিজেই পরামর্শের জন্য প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে গিয়েছেন।
এখনকার দিনেও রাজনীতিবিদদের সম্মান বেড়েছে, তা বলা যাচ্ছে না, কিন্তু মাস্টারদের সম্মান কমেছে সে বিষয়ে নিসন্দেহ। এখন উপাচার্যরাও স্থানীয় নেতৃবৃন্দের দপ্তরে হত্যে দিয়ে পড়ে থাকে...
অগত্যা তাই ব্লগমাস্টার রাজনীতিতে নামতে চাচ্ছে, এমপি হতে চাচ্ছে। কি আর করা! সমর্থন দিলাম!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: নাগো ভাইয়ু কলঙ্কিত রাজনীতিতে আমি নাই । যে রাজনীতি নীতি নাই সে রাজনীতিতে আমি কেমনে যাই ।তাই ভেবে চিনতে ডিসিশন নিছি আমি কোনো রাজনীতি করমু না। আপনাগো পাশে থেকে মাস্তারগিরি করমু হেইটাই ভালো।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: কতদিবে আপনি ম্যাসেজে জানায়েন। তারপর চিন্তা করে দেখমুনে