| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ মাস্টার
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

আজ নজরে একটা সংবাদ পরলো,সংবাদটি হলো;মাত্র সাত বছরের একটা বাচ্চা ইউটিউব থেকে ১৭৬ কোটি টাকা আয় করেছে।
বেশ অবাক বিষয়।ইউটিউবে বিবিন্ন ধরনের খেলনা দেখিয়ে এই সাত বছরের রায়ান নামের শিশুটি সবচেয়ে বেশি আয় করা তারকায় পরিণত হতে যাচ্ছে।ইউটিউব থেকে গত এই সাত বছরে রায়ান নামের শিশুটি আয় করেছেন ১৭৬ কোটি টাকা।অন্যদিকে ফোর্বস ম্যাগাজিন ধারণা করছেন যে জুন মাস নাগাদ রায়ান নামক শিশুটি ইউটিউব চ্যানেল 'রায়ান টয়'স রিভিউ' টপকে যাবে এখনকার ইউটিউবের সেরা তারকা জ্যাক পলকে।আয়কর বা এজেন্টদের ফি ছাড়া রায়ানের আয় গতবছরের তুলনায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।এনবিসি চ্যানেল রায়ানের কাছে জানতে চেয়েছিল, শিশুরা কেন তার ভিডিওগুলো দেখতে পছন্দ করে?রায়ানের উত্তর, ''কারণ আমি মজা করতে পারি।''
রায়ানের বাবা-মা ২০১৫ সালে ওই চ্যানেলটি তৈরি করে। এরপর এখানকার ভিডিওগুলো এ পর্যন্ত ২ হাজার ৬০০ কোটিবার দেখা হয়েছে । এসব চ্যানেলের ১ কোটি ৭৩ লাখ ফলোয়ার রয়েছে।'ফোর্বস' বলছে, ভিডিও শুরুর আগে যে বিজ্ঞাপন দেখানো হয়, তা থেকেই ২১ মিলিয়ন ডলার (৮০ টাকা ডলার হিসাবে ১৬৬ কোটি টাকা) আয় করেছে রায়ান।এই ভিডিওতে যেসব খেলনা বর্ণনা তুলে ধরা হয়, সেসব খেলনা খুব দ্রুত বিক্রি হয়ে যায়।
তথ্যসূত্র,,
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: আহারে! টাকাই আর টাকা ।শুনলেই মন ভরে যায় ।
২|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: আমারাই শুধু দূর্বল পারিনা আর অন্যরা কত সুন্দর কত কিছু তৈরি করতে পারে।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
হাবিব বলেছেন: কেমনে হইলাে.......?
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: কেমনে কি ।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওখান থেকে কয়েক কোটি টাকা আমাদের সম্পদ ছাড়া নেতাদের দিয়ে দেয়া হোক ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: বাজেট পাশ।
৫|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০
নতুন বলেছেন: এটা বাচ্চারা খুব দেখে...
আমার মেয়েও রায়ান ভিডিও দেখতে চায়।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
ব্লগ মাস্টার বলেছেন: আমার দেখার সৌভাগ্য এখনো হয়নি।
৬|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো শেয়ার।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনাকে । আচ্ছা আপনিতো কোনো ঠ্যঠামি করেন না তহলে আপনার নাম ঠ্যাঠা মফিজ কেন ?
৭|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
নতুন বলেছেন: আরেকটা বিষয় হলো এটা শুধুই ঐ বাচ্চার আয় না... মুল বিষয়টা তার বাবা মা এই ভিডিও গুলি বানায়... বাচ্চা কে দিয়ে ভিডিওতে খেলনা দেখায়... তারাও ভিডিওতে অংশগ্রহন করে...
তারা খুবই স্ববলিল এই ভিডিওতে তাই খুবই সাভাবিক লাগে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলেছেন আমি আবার ভাই এত কিছু ভাবি নাই । ভালো লাগল আপনার ফিরতি মন্তব্য।
৮|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
ব্লগার_প্রান্ত বলেছেন: আমারও খেলনাতে আগ্রহ আছে
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: তাই নাকি তাহলে শুরু করে দিন ।
৯|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: ওয়াও !!!!
গ্রেট পিচ্চি।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: লাইকু।
১০|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: আমরা পারি না কে বললো....
এদেশের ভিডিও বুস্ট না করলে উন্নত দেশে দেখা যায় না....
ওদেরগুলো ঠিকই দেখা যায়...
তাই তো এদেশের ইউটিউবারদের ভিউ কম....
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
ব্লগ মাস্টার বলেছেন: তাহলে বোঝা যাচ্ছে আমরাও পারি গ্রেড কমএন্ট । আছেন কেমন ? ![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি ইউটিউবে একবার দেখেছিলাম এর চাইতে ছোট পিচ্চি ব্যাপক সেলেব্রিটি। তার ইনকাম ও হেব্বি। তার মা তার নামে ইউটিউব, ইন্ট্রাগ্রাম, ফেসবুকে কাজ করেছিল। পরে পিচ্চি।।। বিশেষ কিছুনা। শুধু ভিডিও দেখতে কিউট। আর নানান পোশাক। এতেই লাইক কোটি। আর বাকিটা তো বলতেই হয়না।। টাকা আর টাকা