নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বিড়াল কমেডি

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩


দুজনের মাঝে বেশ জমে উঠেছে ভালোবাসা । ইতি মধ্যে কনের টাইগার ভাই দেখে ফেলেছেন
সে কি রাগে ফায়ার হয়ে যাচ্ছেন এই ধরলেন বলে
ওই দাঁড়া আমি আইতেছি,তোর এতবড় সাহস তুই আমার বইনের লগে লাইন মারছর।

তোরে আইজকা মাইরাহলছি তুই আর বইনের লগে লাইন মারছর। ওয়া ভিসুম ভিসুম !
লড়াই শেষে দুইটারে নিয়া গেল বাপের কাছে ।বাপেতো ঘটনা শোনার পর যেমন দেখতে সিংহের মত তেমনি রাগে ধরপর


ভাই বসিয়া বিচার দিচ্ছে বাপে কাছে ।

বাপে সব শোনার পর গভীর চিন্তায় পরে গেলেন । কি করবেন ভাবতাছেন ! এক পর্যায় বাপে বললেন ঠিক আছে ওদের দুইজনকে
দুই ঘরে আটকাইয়া রাখো কাইল ওগো বিচার করমু। তোমাদের মায়ের লগে একটু বুইঝ্ঝা দেহি উনি কি বলেন ?

মায়ে বিস্তারিত শুনে মহা আনন্দ পেলেন যেন খুশিতে পুলকিত হলেন ।মায়ে বাপেরে কইলেন এক কাম করুন ওদেরতো বিয়ের
বয়স হয়েছে দুইজনকে বিয়ে করিয়ে দিন।

কনে আর বর দুইজনকেই সেরকম ভাবে সাজানো হল !

দুই পক্ষ থেকে দুইজন করে চারজন সাক্ষী রেখে তাদের বিয়ে পড়ানো হল।
কিন্তু প্যাচ লাগল বাসর ঘরে !

বিউটিসিয়ানরা তাদের এত আটা ময়দা দিয়ে ম্যাকাপ ফ্যাকাপ করছেন যার কারনে দুজনের চেহারাই সাদা ফকফকা হয়ে গেছে আর এর জন্য কেও কাওকে চিনতে পারছেন না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ;)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দাড়াঁও
দেখাচ্ছি মজাটা !!!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫১

ব্লগ মাস্টার বলেছেন: আসল প্যাচ লাগছে বাসর ঘরে ;)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮

মাহমুদুর রহমান বলেছেন: বিড়াল খুব স্নেহশীল একটা প্রানী।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

ব্লগ মাস্টার বলেছেন: আবার এই বিড়ালই খুব ভয়ংকর পেতনী। ;)

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৫

আশফিকুর রহমান অণু বলেছেন: ভালো লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ অনু ভাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

কাল্পনিক_জীবন বলেছেন: অনেক ভাল লাগল। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জাহিদ হাসান বলেছেন:

B-) :`>

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: আহারে ওদের দেখলে হিংসে হয় । ওরাও কি লাভ ম্যারেজ করছে ? ;)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো । ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.