| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ মাস্টার
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

তোমার মেঘও বরণ কেশ চুলের ঢেউ,
যা দেখেছি আমি,
দেখেনি হয়ত অন্য কেউ !
অনামিকা প্রেম গন্ধে ভরা ওই চুল
যার কারনে কোটি মানুষের ভিড়েও,
ওগো তোমায় চিনতে হবেনা কারো ভুল ।
ওগো আমি হবো মৌমাছি,
তুমি কি হবে আমার মধু আহরনের ফুল ?
করবো তোমায় দিয়ে
মধু লঙ্কা ভালোবাসার চাক !
যার হবেনা কোনো শরীক,
পাবেনা আর অন্য কেউ তার ভাগ !
থাকবে শুধু তোমার আমার ভালোবাসা ঝাঁকেঝাঁক ।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার আশিবার্দ কবুল হোক সেই প্রাথনা থাকল।
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ঢাকা শহরে অনেকেই সুন্দরবনের নাম করে ভুয়া মধু বিক্রয় করে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
ব্লগ মাস্টার বলেছেন: নকলে ভিড়ে আসল হারিয়ে যাচ্ছে । আহা! মধু কেনার আগে যদি অনুবিক্ষন যন্ত্র দিয়ে পরীক্ষা করার ব্যবস্থা থাকতো তাহলে চেনা যেত কোনটা আসল আর কোনটা ভুয়া। ![]()
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্লগার প্রান্ত কী বলছেন শিনলেন তো! ![]()
কবিতায় প্লাস+++
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
ব্লগ মাস্টার বলেছেন: সেইকি বলতে হয় সৈয়দ ভাই। ![]()
৪|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: চুলের রাজ্যে হারিয়ে যাওয়া.... ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
ব্লগ মাস্টার বলেছেন: সে কি মুগ্ধটা আজই প্রথম নজরে পরলো ।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
![]()
নাহ কবেই
![]()
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা তাই বুঝি ?
৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সনেট কবি বলেছেন: বেশ
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার ।
৭|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: আহা----
কি আবেগ !!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
ব্লগ মাস্টার বলেছেন: ছুটছে মন
করে হনপন।
৮|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ প্রেমের আবেগ ফুটে উঠেছে। ![]()
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
ব্লগ মাস্টার বলেছেন: তাই নাকি মামা ?
৯|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
পক্ষবাদী বলেছেন: অন্যবধ্য হয়েছে ।তবে যারা দেশকে যদি সত্যিই ভালোবাসেন তারা অবশ্যয়ই আশা করি নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্রে যেয়ে নৌকার প্রতীকে নির্বিগ্নে ভোট দিবেন। আর এটাই সত্যিকার অর্থে উচিৎ ।ভুল করবেন না আর দেশকে দেশের পাশে সকলের
থাকা উচিৎ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
ব্লগ মাস্টার বলেছেন: সেটাতো অবশ্যয়ই।
১০|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বেশ বেশ ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
১১|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
হাবিব বলেছেন: বেশ.....
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনায় ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ঝাকে ঝাক ভালোবাসা থাক।।।