![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আমার পুরো হৃদয়ের অংশজুড়ে হয়েছে সম্প্রীতির তৈরি,
তার পুরো অংশের অংশিদার তুমি প্রেম কুমারী ।
প্রতি ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে হয় তোমার নতুন নতুন বাহানা,
তোমার চাই শুধু নিত্য নতুন গহনা ।
পরে থাকে সময়ের আকূলে পুরনো সব রটনা,
সামনে আসে নতুন নতুন ঘটনা !
তৈরি হয় নিত্য নতুন কবি চরণ রচনা
কি আসে আর যায় জাতগুষ্টির বঞ্চনা।
প্রতিদিনই ঘটে যায় তোমায় নিয়ে বুকের মাঝে নতুন নতুন কত কল্পনা,
যা কেহ জানেনা !
জানো হয়ত তুমি শুধু
তোমায় নিয়ে আমার কত হাজার হাজার আরাধনা ।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
ব্লগ মাস্টার বলেছেন: পাওয়া খুব কম বেলাতেই হয় ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: আপনি যদি সিরিয়াস হোন তাহলে ভাল কবিতা লিখতে পারবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২
ব্লগ মাস্টার বলেছেন: আপনার কথাটা মনে লাগল ।ভেবে দেখতে হবে আমার মত অকাজের লোক দিয়ে কিছু হয় কিনা। কৃতজ্ঞতা।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০
নজসু বলেছেন:
দারুণ লাগলো।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
私 বলেছেন: সুন্দর কবিতা।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
হাবিব বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন ভাই++
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
সূচরিতা সেন বলেছেন: সুন্দর হয়েছে মাস্টার দা।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতার মাঝে বাহানার খবর প্রকাশ। ভালো লাগল।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
নাইম রাজ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আরধনার তো শেষ নেই
তবুও তো তাকে পাওয়া হলো না ।