নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

নাইরে সাথী দুঃখ ভাগের

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫


ছিল সেজন মোর প্রথমা সরলা,
ধ্বনিত্ব যেন হৃদয় হরনি কোকিলা!
ছিল যেন রূপপতি,
ক্রিয়া কৌশলা স্বর্গীয় দেবী,
তাই মন খুঁজে ফিরে মানবী !

ওগো মহালন সখী!
প্রতি পলয়ে যেন তোরেই দেখি।
হলাম জনম দুঃখী প্রেম ভিখারী,
ঘর হারিয়ে এখন পথে ঘুরে মরি।

নাইরে সাথী দুঃখ ভাগের,
চায় খোঁজ সকলে সুখের।

ফুলে মধু না থাকলে নাইরে ফুলের দাম,
যেমন দুঃখ না পাইলে যায়না বোঝা কষ্টের বিরাম।

আছেন জগৎ জুড়ে যত কবি মহাত্মা,
সবাই দুঃখে পরেই
সার্থক হয়েছেন !লেখেছেন সব,
ছ্যাকা খাওয়া কবিতা।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: বড় কষ্টের কবিতা অথচ আমার হাসি পাচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: পাশে সুরভি ভাবি আছে তো সেজন্যয় আপনার হাসি পাচ্ছে ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাশে সুরভি ভাবি আছে তো সেজন্যয় আপনার হাসি পাচ্ছে ।

না সুরভি এক গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে। বাসায় আমি একা।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

ব্লগ মাস্টার বলেছেন: ও আচ্ছা

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন:




এতো কেন আকুলতা তাকে কেন কাছে চাও
যে যায় ফেরেনা সে সব কিছু সয়ে নাও!!

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

ব্লগ মাস্টার বলেছেন: :-<

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.