নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

মায়ের ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৫


সব কিছু বদল হয়েছে
শুধু শুধু কিছু রক্ত ঝরেছে ।
মনে পড়ে এখনও সুখতমা,
যাহা তোমার হস্থে রচিত,
কাব্য থেকে মহা কাব্যমা,
সেই,,
হৃদয় খঁচিত,
মহা বীরত্বের উপমা ।

সময় প্রবাহ নাতিশীতঞ্চ,
পৈবালে দাঁড়িয়ে,
রাখতে কাব্য বাক্যে,
অনন্ত সময় নিজেকে হারিয়ে ।

হতো রোমাঞ্চ,,
থাকত অতি সাধারন ভিড়-----------
লক্ষ লক্ষ কন্ঠ,
মনরঞ্জন করে তুলতো মঞ্চ।
থাকতো না গতিসীমা রোধ
ছিল শুধু বাঙলা ভাষাবাসীর জন্য জাগ্রত বিবেক বোধ।

হত শব্দ কখনও তুলতুল,
কখনও খসখসে
তুমিও ছিলে,
আমিও ছিলাম,সেই পাণ্ডুলীপির সতীর্থ,
যা ছিল হাজাও শব্দ মালায় অর্জিত
ছিল মোদের একটি দাবি আরতো কিছু নাই,
মায়ের ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: এই বইমেলাতে এবং বাংলা একাডেমি অনুবাদ বই এত কম করে কেন?
অনুবাদ যত বেশি হবে ভাষা তত উন্নত হবে।

সুন্দর কবিতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০১

ব্লগ মাস্টার বলেছেন: হু ঠিকিতো এত কম কেন ?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

কাওছার আজাদ বলেছেন: মারহাবা। দারুণ হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.