![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আহা! যদি পারতেম লিখতে কবিতা
তবে যে তোমায় কাগজ বানিয়ে হৃদয় ক্ষরণ রক্তে কালি করে
দিতেম মহা প্রেম কাব্য তোমার নামে বুকের বিল বোর্ডে টাণিয়ে,
যা থাকত অতি নিরঞ্জন পারত না নিতে কেউ ছিনিয়ে ।
আমি হোলাম নীরব রাত্রী বেলা জেগে চলা অভিযাত্রী !
আছি অপেক্ষায় মিটি মিটি,
কখন হবে তোমার প্রলাভ ?
করবো তোমার সাথে নতুন একটি মহা প্রেম সংলাপ ।
বিন্দু বিন্দু করে স্মৃতির পাতায় লুকিয়ে রাখা,
আছে কত যে বর্ণ বসবাস,
সব যে মিলিত শক্তি,
আর অজানা প্রেম পূর্বাভাস ।
যত লালিত প্রেম রূপ,
সবই এখন আমার কাছে শুধু,
প্রেম রাজ্যের,
বেদনাময় মুকট স্বরূপ।
তুমিতো যদি হও রানি,
তবে রাজা হয়ে করবো তুরূপ ।
তুমি যে আমার দীর্ঘ সাধনা,
তুমি যে রঙের বহুরূপ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: জী ঠিক বলেছেন প্রিয় সনেটের গুরু ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে কাব্যময় ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১১
সনেট কবি বলেছেন: প্রেম খুব ভাল জিনিস যদিও অনেক সময় তা’ আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়।