![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
বউরানী মুখে লম্বা ঘোমটা টাণে
না দেখিয়া দেখার মোহ আনে,
মন উজার প্রাণে,
কেহ কেহ ফিসফিসিয়ে কথা বলে মুখ লাগিয়ে কানে ।
কতই সুন্দরি না দেখিয়া
যায় ভেসে কথার বাণে
আহা! পৌষ যেন ভরে যায় পিঠা চিরার ঘ্রাণে ।।
ষোল কি কুঁড়ি
হয় নারী যদি বুড়ি,
তবে যে আর ঠেকে না বিয়ের কুলো
থাকতে হয় পরে হয়ে আড়ী ।
চলে যুগের বড় কাল
দেখ নারী চন্দনা পান খেয়ে ঠোঁট করেছে লাল
কথার বাজে আর হাসির কৌশলে
কি সুন্দর টুম্মুর টুম্মুর নাঁচে তার দুটো গাল।
যতই দেখাও তুমি দেমাগ
আর করো তুমি রাগ অনুরাগ
হও যদি তুমি রাজ কন্যা
থাকে যদি শত লক্ষ জমিদারি
তবুও তুমি পুরুষেরতরে হও যদি নারী।
আসল ঠিকানা তোমার
একজন স্বামীরই ঘরবাড়ি।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা ।
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৬
রাজীব নুর বলেছেন: সহল ভাষায় নতুন বউ এর দারুন বনর্না করেছেন।