![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
শোন কবিতা আজ অনেক কষ্টে তোমায় বলছি,
ভাবতে পারো অনেক কষ্ট,
যে কষ্টের সীমা নেই বা সীমাহীন কষ্ট !
শুধু তোমার মায়ায় পরে মনের টাণে যতটা সময় করেছি নষ্ট,
তবু তোমার কাছে মেনেছি হার বা আমি ব্যার্থ,
যে তোমায় বুঝতে পারিনি,
তাই হয়ত তোমাকে সাজাতে চেয়েও সাজানো গোছানো হয়নি !
শুধু শুধু না পাওয়ার ব্যাথা,
যদি আমি চোখের জলকে কালি করে, চাইতাম লিখতে কোনো অচেনা জীবনী বা কারো কাব্য জীবন!
তবুও সেটা হত লেখার মতন।
না সেটা আমি চাইনি !
আমি চেয়েছিলাম তোমায় নিয়ে নতুন করে সাজাতে,
কিন্তু কোথায় তুমি আর কোথায় আমি ?
পারিনি মিলাতে !
আসলে আমি যে কবিতার ব্যার্থ কবি !
তাই শুধু শুধু আমি আঁকি স্বপ্ন ছবি ।
০১ লা মে, ২০১৯ রাত ১২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। অনেকদিন পরে দেখলাম।
২| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৭
অর্পিতা মন্ডল বলেছেন: সুন্দর কবিতা।
০১ লা মে, ২০১৯ রাত ১২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৬
গুলশান কিবরীয়া বলেছেন: না, বেশ সফল কবি আপনি। ভালো লেগেছে কবিতা।
০১ লা মে, ২০১৯ রাত ১২:১৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ কবিতা+