![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তুমি আমায় কষ্ট দিয়ে যদি পাও সুখ,
তবে আরো কষ্ট দেও,
এই নেও তোমার জন্য,
খুলে দিলাম আমার শূন্য বুক !
তবে তোমার কাছে করি একটা মিনতী,
আরো অনুরোধ করি !
যদি পারো,
আমার জন্য
খোদার কাছে প্রাথনা করো,
যাতে তোমার দেয়া কষ্টগুলো আমি সইতে পারি ।
হাজারো বেদনার মাঝে,
সকাল,দুপুর,বিকেল,রোজ সাজে,
তোমার দেয়া কষ্ট ঘিরে,
যেন পাই বেদনার মাঝে সুখ আমি ফিরে ফিরে ।
জানি আমি জানি,
জানে আমার মন!
আমায় দুঃখ দিয়ে যতটা হবে তুমি খুশি,
তেমন আমি মরে গেলেও দুঃখ পাবে তুমিই বেশি ।
রেখ মনে পাতায় খোদিত সেই সকল স্মৃতি !
ভুলতে চাইলেও পারবেনা ভুলতে কোনোদিন,
যতই করো তুমি প্রেমের সমাপ্ত !
টাণো প্রেমের ইতি ।
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫২
ব্লগ মাস্টার বলেছেন: একদম ১০০% খাটি কথা বলছেন । আমার মনে হয় আপনি মাঝে মধ্যে কবিতা লিখলে ভালো হতো ।
২| ০৭ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আহা ----
বেশ বেশ-----
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪২
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ পরি আপু । মাঝে মাঝে আমার পরিদের দেশে যেতে মনে চায় । কিন্ত যাওয়ার নাই কোনো উপায় মানে ঠিকানা আর পথ
চেনা নাই । আপু তোমার কাছে কি পরিদের ঠিকানা বা পথ জানা আছে ?
৪| ০৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখগুলো মুক্তি পাক, সুন্দর হয়েছে
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: মনমুগ্ধ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু ।
৫| ০৭ ই জুন, ২০১৯ রাত ৮:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন:
বেদনাময় ভালো লাগা।
পোস্টে দ্বিতীয় লাইক ।
শুভকামনা জানবেন।
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই সাথে শুভকামনা রইল ।
৬| ০৮ ই জুন, ২০১৯ রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার প্রতিটা কবিতাই অন্যরকম হয় ।
২৬ শে জুন, ২০১৯ রাত ১:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: কি যে বলেন ভাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৯ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
মানুষের সম্পর্ক গাছের মতো; শক্ত গাছ টিকে থাকে ঝড়বাদল সহ্য করে।