নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

মায়াবিনী বশিকরন মন্ত্র

১৩ ই জুন, ২০১৯ রাত ৩:৩৬

কি এক অপরূপ মায়াবি চেহারার নারী,



এক নজরেই কেরেছে মন !

ছুঁয়েছে হৃদয় ।
যতই চাই ভুলিতে, আমি নাহি পারি,
যেদিকে তাকাই,
যেন সবদিকে ছবি দেখি তারি ।

তাইতো বলি,নাকে কেন
এত গোলাপের সৌরভ ?
মহান সৃৃষ্টের কাছে জানাই কৃতজ্ঞতা,
গড়েছেন এত রূপ তাকে !
করতেই হয় সে রূপের গৌরব ।

ভেজা ভেজা ভালোবাসার স্রোত,
জল তরঙ্গ তার দুটো ঠোঁট ।

চুলের খোপায় তাজা লাল গোলাপের কলি,
কি করে তাকে বলি ?
আমি হয়ে যাই তোমার শাহজাদা সেলিম,
আর তুমি আমার আনারকলি ।

কপালে তার একখানা চন্দ্র !
নাহ! এই নারী জানে বুঝি,
জানে কোনো মায়াবিনী বশিকরন মন্ত্র ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৪:০৭

রাকু হাসান বলেছেন:

৩/১০

২| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৩৬

হাবিব বলেছেন: এ এক কঠিন অসুখ দেখছি.........

৩| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাহ বাহ । সাধু, সাধু...

৪| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পরে দিন শুরু করলাম।

৫| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাধু চলিত তাছাড়া বানানের অবস্থাও ভালো না। আরও লিখে যান অবিরত। শুভকামনা

৬| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৭| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫২

নজসু বলেছেন:



সুন্দর প্রচেষ্টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.