![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
দেখেছি স্বপ্ন মালতী,
চাঁদনি বিশানা !
সারি সারি গাছের ছাঁয়া,
হেমন্ত দুলে নতুন স্বপ্ন মায়া ।
রাত জাগা জোঁঁনাক করেছে খেলা,
নিশি রাতে বসেছে প্রেম সুভাসের মেলা !
মন রাঙ্গানো কল্পনা,
এইতো শুরু প্রেম মহনের সৃষ্টি,
ওগো হৃদয়ের বসন্তী,
করেছ একি তুমি !
জানিনে কখন কি করে ?
আমার হৃদয় ডাকাতি ।
তুমি আমার নিরুপমা,
তুমি আমার অনুপমা
তুমি আমার শত জনমের প্রিয়তমা,
তুমি যে আমার সেই আল্পনা ।
২| ২৮ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বিশ্বে প্রায় ২০% মানুষ একাকিত্বে ভোগে
৩| ২৮ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৯ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে প্রায় ২০% মানুষ একাকিত্বে ভোগে