![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
থেমে নেই পৃথিবী,
থেমে নেই জীবন,
ওই নেই মৃত্যু !
শুধু মাঝে মাঝে বন্ধ হয় হৃদপিণ্ডু ।
থেমে নেই মেঘ,
থেমে নেই সূর্যের কিরণ,
দিন রাতে চাদে আলোর অবতরন!
সর্ব কূল নিঃস্ব,থেমে মিথ্যে বিবরন ।
থেমে নেই দুঃখের সাগর
তারই মাঝে সুখের আবরন ।
থাকবে থাকবে খাতায় স্মৃতির ছবি,
শুধু নিবে অবসর কবি ।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
কিরমানী লিটন বলেছেন: চমৎকার বলেছেন - ভালো লাগলো....
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি লিটন ভাই ।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর ভালো লেগেছে আমার কাছে ।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।