![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
মোরা সকলেই রাজা,
তবে কে যে প্রজা ?
দেশ দেশান্তর,
পথে আর প্রান্তর !
ভোগের বিলাসিটা,
লোভ লালসায় ভরা মোদের সোনার যৌবন!
কত খুজলাম পেলাম না তবু সাট রাজার ধন ।
হাতেখড়ি করিয়ে নিচ্ছি শিখিয়ে,
কি করে করতে হয় দেশ নির্যাতন,
কিছুটা থাকলেও আয়ত্বে,
পরে ভুলে যায় সব কিছু মোর ভালো মন ।
হয়না ফয়দা দিয়া কাওকে চোরামন,
পারেনা সে লুটতে পরের ধন !
মাঠে বলদ আছে,নাইরে হাল,
চলছে যেন এ এক নগ্ন মহাকাল ।
হ্যাপী নিউইয়ার ।শুভনববর্ষ ।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: আহা! ভাই আপনার মন্তব্যেই সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেল । সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই । শুভকামনা রইল ।
২| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:৩৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর লিখেন আপনি । ভালো লাগল কবিতা ।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:৩১
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লিখেছেন। শুভ নববর্ষ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আকতার ভাইয়া ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সুর দিয়ে দিলে কবিতাটা চমৎকার গান হয়ে যাবে।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০২
ব্লগ মাস্টার বলেছেন: যদি আপনি গাইতে চান তাহলে আমি দিবো সুর আর সাথে সুরভি ভাবি আপনাকে দিবে তাল ।
৫| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: কবিতায় দর্শন আছে।
ভাল লেগেছে।
আপনাকেও শুভকামনা।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪
ব্লগ মাস্টার বলেছেন: একটু আশিবাদ কইরেন বিজন দাদু ।
৬| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপি ।
৭| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা সেরকম বিদ্রহ ভাব হয়েছে ভালো লাগল ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৮| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:০২
(লাইলাবানু) বলেছেন: ভালো লাগল ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপি ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল ।
এই সময়ে মাঠে বলদ থাকাও কম কথা নয়
দেশেতো এখন বলদের আকাল চলছে বলে শুনা যায়
মানুষের কাধে জোয়াল বেধে লাঙল বাওয়ার চিত্রও খনেক দেখা যায় ।
নববর্ষের শুভেচ্ছা রইল