নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ডক্তারদের যে ভুলের জন্য বছরে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪


২০১৬ সালের তথ্য অনুসারে বা গবেষকদের মতে ডক্তারদের হাতের লেখা খারাপের জন্য প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে ।
শুধু মাত্র হাতের লেখার কারণেই হাজার হাজার মানুষের ঘটছে মৃত্যু ।যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন আইওএম,তাদের চালানো এক গবেষণার প্রতিবেদন থেকে জানা যায়,যে প্রতি বছর সারা বিশ্বে অন্তত ৭ থেকে ৮ হাজারেরও বেশি রোগী মারা যায় কেবল মাত্র প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা না বুঝার কারণে।

সেই গবেষণা প্রতিবেদনে তারা বলেছেন যে, প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার পরিণাম এত মারাত্মক হতে পারে তা বোঝা যায়নি। ডাক্তাররা রোগীদের প্রতি যে সকল নির্দেশ দেন,সেগুলো রোগী বা তাদের স্বজনেরা বুঝতে ভুল করেন। যেই সকল ঔষুধ দিনে দুইবার খাওয়ার কথা ভুলে তা সপ্তাহে দুইবার খেয়ে বসেন বা সকালের ওষুধটি খান রাতে আর তার ফলেই ঘটে বিপদ।সেই গবেষণা অনুযায়ী প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ থেকে ১৬ লাখ রোগী অসুস্থ হন প্রেসক্রিপশন ঘটিত বিভ্রান্তির কারণে। আর সারা বিশ্বে ৭ থেকে ৮ হাজার মানুষ মারা যান প্রেসক্রিপশন বুঝতে না পেরে।আইওএম এর বক্তব্য মতে ডাক্তাররা এমন ভাবে লেখেন যে অনেক সময় তাদের ওষুধের দোকানের কর্মীরাও সেই লেখা বুঝতে পারেন না ।এমনও দেখা যায় যে অনেক সময়ে প্রেসক্রিপশনের লেখা বুঝতে ভুল করার কারনে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছেন সেলেক্স আর ওষুধের দোকানদার তাকে সেলেব্রেক্সা মনে করে রোগীকে ওষুধ দিয়ে দেন আর তার ফলে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়েন রোগী।

আমার দের দেশেও এরকম অবস্থা থেকে মনে হয় পিছিয়ে নয়,তাই আমাদের দেশের ডাক্তারদের উচিৎ হাতে না লিখে প্রেসক্রিপশন
কম্পিউটার বা ইলেক্ট্রনিক কোনো মেশিং এর সাহায্যে লেখা । তাহলে হয়ত রোগীদের ভুল হওয়ার সম্ভবনা কমবে বা রোগীর জন্য
বিষয়টা অনেক সহজ হবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: যে মানুষ গাছ কাটার ব্যবসা করে, তারও গাছের প্রতি সীমাহীন ভালোবাসা থাকে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

ব্লগ মাস্টার বলেছেন: এখন ডাক্তাররা হলেন পৃথিবীর সেরা কসাই ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: হাতের লেখার বিষয়ে আদালত থেকে নির্দেশনা আছে কিন্তু যেমন জনগণ সেই-রক রাষ্ট্র তাই আর কিছু হয় না

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৪

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলেছেন ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো লাগল আপনাকে ইদানিং পোস্ট দিতে দেখে। নিয়মিত হন । :)

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ । দেখি পারি কি না নিয়মিত হওয়ার ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১১

মেমননীয় বলেছেন: আপনি একটা সফটওয়ার তৈরী করেন,
যেটা সকল কসাই ব্যবহার করতে বাধ্য থাকবে।

তাহলে প্রিন্টেড প্রেসক্রিপশন সবাই পড়তে পারবে এবং কেউ আর মারা যাবেনা!

আপনি কি সফটওয়ার বানাতে পারেন?

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৭

ব্লগ মাস্টার বলেছেন: এখন এই ডিজিটাল যুগে লেখালেখি আর প্রিন্টারে সফটারে কোনো অভাব নাই । শুধু একটু টাইপ করতে পরিশ্রম যা হয় ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

সোহানী বলেছেন: ভাইরে ডাক্তারদের উপরে এভাবে কেন ক্ষেপে আছেন? বিপদেতো ওই কষাইরাই আপনার জীবন বাচাঁবে জীবন বাজি রেখে। আপনি কি জানেন দেশে একজন ডাক্তারের বিপরীতে কতজন রোগী? এর পরিসংখ্যান দেখলে মাথা ঘুরে যাবে। তারপরও ওরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। খুব কাছ থেকে ওদের জীবন দেখলে বুঝতে পারবেন খুব অল্প কিছুই টাকার জন্য দৈাড়ায়, বেশীর ভা্গই আপনার আমার জন্য কষ্ট করে। যদি কখনো সুযোগ হয় সরকারী হাসপাতালে একদিন কাটায়ে আসবেন।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৩

ব্লগ মাস্টার বলেছেন: আপু সব কিছু উদ্ধেগের বিষয় । সরকার ভালো উদ্ধেগ নেয়না বলেই ডাক্তারদের এত দৌড় আর সাধারন রোগী বা মানুষের মৃত্যু ।
কয়েক মাস আগে এক সরকারি হাসপাতালে আমার এক বন্ধুর মাকে জীবিত অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যেয়ে মৃত্যু নিয়ে বাসায়
ফিরেছি। তখনই আমার ভালো অভিজ্ঞতা হয়েছে আপু ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৫৫

সুপারডুপার বলেছেন: বাংলাদেশে তো ২০১৭ -থেকে easypres.comব্যবহার করে Electronic prescribing (e-prescribing or e-Rx) চালু হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.