![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কেউ আমার কথা জানেনা,
কেউ আমায় শোনেনা,,
কেউ আমায় বুঝেনা,,,
কেউ আমায় দেখেনা,,,,।
আমি ভাই বড় হতভাগা,
আছি হয়ে অবহেলা,
ব্লগে আছি হয়ে রোগা,
আমি মনে হয় অনেক বড় বোকা,
তাই খাচ্ছি বারে বারে ধোকা,,
বিধি খেলছ তুমি আমায় নিয়ে এ কোন খেলা !
যায়না লেখা আমার ডানে বামে,
জানিনা লেখা আমার কোন কামে !
হয়ত আমার লেখায় থাকতে পারে বানান ভুল,
জানিনা কবে ফুটবে সঠিক বানানের সিগ্ধ গন্ধের ফুল !
হয়ত আসবে কোনো সময় আমার সুদিন,
তাইতো করি দোয়া রোজ ফজরে,
লেখা আমার যেন,
পরে কারো নজরে !
ব্লগিং করছি আমি পাঁচ কি সারে পাঁচ বছর,
মনে হয় এইত সেদিন শুরু হলো লিখতে আমার ব্লগে লেখার আসর ।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: দোআ কইরেন ভাই ।
২| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৬
নজসু বলেছেন:
আমি মনে করি যারা ব্লগিং করে তারা দিনে দিনে মোটা হয়ে যান।
কারণ ব্লগের নেশায় সারাদিন রাম চেয়ারের সাথে ব্লগাররা সুপার গ্লুর মতো আটকে থাকেন।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: হেহেহে,আপনার কথা শুনে সুজন ভাই হাসতে হাসতে আমার পেট ব্যথা হওয়ার উপক্রম !
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৬
নজসু বলেছেন:
তবে লেখাটা অনেক সুন্দর লাগলো।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সুজন ভাই ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে ধন্যবাদ । কেমন আছেন ?
৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
কবিতা হতে হবে শ্বাশত, সবার মনে কথা, পাঠকের মনের কথা
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলছেন,স্যার !
৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮
নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর । সুসাহিত্যই পাঠক প্রিয় হয়।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলছেন ভাই । তবে একেক জনের একেক ভাবনা ।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
(লাইলাবানু) বলেছেন: সুন্দর লিখেছেন ।
২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩৪
শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপসেট হবেননা। লিখা চালিয়ে যান। প্যাশন থাকলে কোনো না কোনো সময় আপনিও সবার পরিচিত মুখ হয়ে উঠবেন।