![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
খুব ছোট বেলা একবার দেখেছিলাম,ওটাই এই দীর্ঘ ত্রিশ বছরে প্রথম এবং হয়ত হতে পারে,আমার সাথে তার শেষ দেখা ।
দেখা মাত্রই তার ওপরে আমি খুব বিরক্ত হয়েছিলাম ।তখন বুঝিনি সেই বিরক্তই সারাটা জীবন আমার জন্য একটা অভিশাপ হয়ে
থাকবে । যেদিন প্রথম তাকে দেখেছিলাম তখনকার সে চেহারাটা আজও আমার মনে গেথে রয়েছে । কিন্তু কেন ? আমিতো ছোট
ছিলাম,সেও ছোট ছিল । আমিও তাকে ভালোবাসি বলে বলিনি,সেও আমাকে বলেনি,তাহলে এই মনে রাখা কেন বা মনে পরা কেন ?
তাছাড়াও তখন আমাদের যে বয়স ছিল সেটা ভালোবাসার কথা বোঝার বয়স ছিল না ।কেন তাকে আজও মনে পড়ছে,কেন তাকে
ভুলতে চেয়েও ভুলতে পারছি না,এসব ভেবে ভেবে অনেকবার আমি আমার নিজের ওপরেও রেগে গেছি,কিন্তু ফলাফল শূণ্যের
কোটায় । আমার কাছে মনে হচ্ছে আসলে ভালোবাসার কোনো বয়স সীমা বাঁধা নেই ।প্রেম ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে কত
বড় বড় কাহিনী যে রচনা হয়েছে তার কোনো হিসেব নেই । এই ভালোবাসার মায়ায় কত রাজা বাদশারা হারিয়েছেন তাদের
রাজ সিংহাসন,হয়েছেন বনবাসী,হয়েছেন পথের ভিখারি ।আর আমিতো অতি সামান্য একজন মানুষ ।আর সেজন্যই অনেক
আগেই আমি কারো মায়াবী ভালোবাসার শিকার হয়ে গেছি ।
ছবি: গুগুল ।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮
ব্লগ মাস্টার বলেছেন: আমার সিংহাসন থাকলে আমিও সেটা ত্যাগ করে দিতাম মায়াবীদের টাণে না হলে জনগণের টাণে।
২| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভালো নয়। ভালো যদি বাসতেই হয় মানুষকে ভালোবাসুন। কোনো একক নারীকে দরকার নাই ভালোবাসার।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা তাই নাকি তাহলেতো সুরভি ভাবী কে বলতে হবে ঘটনা খুলে ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১০
সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা, রাজীব নুরের মন্তব্যের প্রতিমন্তব্যে হেসে ফেললাম, গুড ওয়ান!
পোস্টটাও ভালোই।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা তাই নাকি তাহলেতো সুরভি ভাবী কে বলতে হবে ঘটনা খুলে ।
না মানে ইয়ে-----
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা ! থাক এইবারের মতো ভাবীর কাছে কইলামনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
ইংরেজ রাজা ৮ম এডওয়ার্ড ভালোবাসার জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন। আপনার কি অবস্হা?