নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

হায়রে আমার একুশের গান

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪


একুশকে ঘীরে হয়েছে কত গল্প রচনা,হয়েছে কত কবিতা,
হয়েছে সুরের ছঁন্দে কত গান !
একুশের প্রতিটা শব্দে গেঁথে আছে যেন,
ভাষা সৈনিকদের জাগ্রত বিপ্লবী প্রাণ ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো, ধরে যখন দেয় টাণ,
মনে হয় বুকের পাজর ভেদ করে বেরিয়ে আছে প্রাণ !

হায়রে আমার একুশের গল্প,
হায়রে আমার একুশের কবিতা,
হায়রে আমার একুশের ছড়া,
হায়রে আমার একুশের গান ।

আমার একুশকে তোমরা আর হত্যা করো না,
একুশ তারিখে বাজিয়ে,হিন্দি,ইংলিশ গান !
আর অপমান করো না,আমার ভাষা শহিদদের,
ভাষা দিবসে,ইংলিশ নেচে গেয়ে,বেসুরায় দিয়ে টাণ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর প্রতিবাদের ইতিহাস কতদিন মনে রাখা যায়?

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ স্যার ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: সুশোভন লেখা।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.