![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশ জনগনের সেবক।
জনগনের প্রকৃত বন্ধু হওয়ার কথা।
আবার জনগনের ট্যাক্সের টাকায়
পুলিশের বেতন রেশন হয়।
তারপরেও কি আমাদের পুলিশ
সেবক হতে পেরেছে??
পেরেছে কি বন্ধু হতে????
উত্তর অবশ্যই না, তাইনা??
কিন্তু কেন?? কেন পুলিশ আজো
জনগনের আস্তা অর্জন করতে পারেনি??
দূষটা আসলে কার??
আসলে যে দলই ক্ষমতায় আসে তারাই
পুলিশকে রাজনৈতিক হাতিয়ার
হিসাবে ব্যাবহার করে। ক্ষমতায় টিকে
থাকার প্রধান টনিক এখন বাংলাদেশ পুলিশ।
এরা ক্ষমতায় এসে পুলিশকে দলীয় ক্যাডার
হিসেবে ব্যাবহার করে।
পুলিশের কমান্ডিং অফিসারদের বিভিন্ন
ভাবে প্রলোভন দিখিয়ে নিজেদের
অনুগত হতে বাধ্য করে।
যারা বাধ্য হচ্ছেনা তাদের বিভিন্ন
ভাবে হয়রানি করা হয়, কখনো কখনো
কর্ম ক্ষেত্রে তাদের নিষ্ক্রয়
করে রাখা হয় বা হচ্ছে।।।
আর জনগণ তাদের কাঙ্খিত সেবা
থেকে বঞ্চিত হচ্ছে।।
এই অপ্রত্যাশিত পরিস্তিতির দায় নেবে কে???
আমরা খালি চোখে বরাবরি পুলিশকেই দায়ী করে যাচ্ছি।।
আমার চোখে এসব কিছুর জন্যে
দায়ি আসলে পুলিশ নয়, দায়ি যারা পুলিশকে
পরিচালনা করে তারা।
যাদের কাছে পুলিশ জবাব দিহি করতে বাধ্য ।
এক কথায় বলতে গেলে সরকারই এই সবকিছুর
জন্যে দায়ি।
সরকার ইচ্ছে করলে পুলিশ কে পরিচ্ছন্ন করতে পারে, সরকার
ইচ্ছে করলেই পুলিশ হতে পারে জনগনের সেবক। হতে পারে
পুলিশই জনগনের আসল বন্ধু।। দেশে আসতে পারে শান্তি।
তাহলে সরকার কেন পুলিশ কে জনগনের সত্যিকারের বন্ধু হতে দিচ্ছেনা?? কেন ওরা আপনার আমার কথা ভাবছেনা???
বিশ্বস করুন সরকার আসলেই জনগনের কথা ভাবছেনা,
যদি ভাবত তাহলে পুলিশ কে নিজেদের নিজেদের স্বার্থে ব্যাবহার না করে ব্যাবহার করত জনগনের স্বার্থে।
আর এই সব কিছুর জন্যে আরো বেশি যারা যারা দায়ী তাদের কথা শুনলে জানিনা কি মনে করবেন তবুও বলছি, আমরা, আপনারা বা এদেশের জনগনই দায়ী।।।
কারন আমরাই দেশ পরিচালনার জন্যে কিছু স্বার্থপর আর অপদার্থ
দের ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের সরকার বানিয়ে দিচ্ছি।।
আসুন সচেতন হই যোগ্য ব্যাক্তিদের, যোগ্য দল কে ভোট দিয়ে দেশের ক্ষমতায় বসায় যার মাধ্যমে পুলিশ হবে জনগনের প্রকৃত বন্ধু।।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪
জিনিয়াস পাগল বলেছেন: শুধু আশায় বুক বাধলে হবেনা সচেতন হোন অন্যকেও সচেতন করুন।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩২
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে করাপটেড অদক্ষ অশিক্ষিত, অকর্মন্য লোভী ঘুষখোর
পু..শ হল বাংলাদিশী পুলি...।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অভাব, অভাবের কারণে পুলিশ জনগনের বন্ধু হতে পারেনি।আমি দেখেছি একজন পুলিশ কন্সটেবল দিনের পর দিন সংসার থাকার পরও ব্যচলার থাকে,কারণ আজকালকার বাজারে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন দিয়ে ঢাকা শহরে বাসা নিয়ে বউ বাচ্চা লালন করা স্বপ্ন মা্ত্র। ব্যচলর থাকাতেও কি শান্তি আছে তাদের, নেই। কারণ খুব বেশি দুরে নয় মিরপুর পুলিশ ফাঁড়ি গুলো ঘুরে আসলে দেখবেন কি রকম অমানবিক জীবন যাপন তারা করে, আমি এমনও দেখেছি যে সারা দিন খেটে মরে ঘুমাতে গিয়ে বালিস টুকু তারা পায়না, একজনকে বালিশ বানিয়ে তার উপর তারা মাথা রেখে ঘুমাতে আমি দেখেছি।
রাজনীতির দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে আইন কানুন নিময় মাঠ সব কিছু নিয়ন্ত্রণ করে এই কন্সটেবলরা,উপরে যারা কাদে তারকা নিয়ে হাটেন তারা শুধু টাকা আয়ের পথেই হাটেন। কিন্তু একটু নিয়ম কানুন জনগনের মধ্যে অভ্যস্থ ও তদারকি করার কাজ কিন্তু এই কন্সটেবলদের কিন্তু তারাই সবচেয়ে বেশি অমানবিক ভাবে বেচে আছে এই দেশে।
প্রতিযোগীতার বাজারে যখন মানুষটি তার সন্তানদের চাহিদার মুখে মুখ ফিরিয়ে নিতে হয় তখন তার বুকে জন্ম নেয় কষ্ট আর চিন্তায় জড়িয়ে যায় অপরাধ। এদের দিকে কারো নজর নেই, কারণ এরা সরকার হেলাতে পারেনা,গলাতে পারেনা কোন ক্ষমতা বানদের হৃদয়। সরকারের কাজে লাগে উপরস্থ তারকা বাহিত মানুষটির। তার উপর আছে সদস্য সংকট। দুই হাজার মানুষের জন্য একজন পুলিশ।ভেবে দেখুনতো এত গুলো মানুষের মধ্যে একজন লাঠি হাতে পুলিশ কতটা অসহায়।
এর পর আসুন ট্রাফিক পুলিশের কথা, সেই বেচারা সারাদিন রোদে পুড়ে ঘামে ঘেমে জেমে জটে দাড়িয়ে থাকে, যখন কোন গাড়িকে থামতে বলে তার সামনে দাড়ায় তখন তার গায়ের উপর গাড়ি উঠিয়ে দেয়া হয়, সবাই এই লোকটাকে মামা ডাকে। অবশ্যা এই মামা ভাগনে সম্পর্কটা ট্রাপিক পুলিশ নিজেরাই বানিয়েছে। তা না হলে ছোট বাচ্চাটির জন্য দুধ কেনা হবেনা হয়তো। তার উপর আছে ওদের পোষাক পরিচ্ছেদ। একজন কন্সটেবলের সাথে একজন সার্জেন্টের পোষাকের ব্যবধান অনেক। যে জীবনে পুলিশ দেখেনি সেও দেখে বলতে পারবে কার কত ক্ষমতা, যা উন্নত কোন দেশে দেখা যায়না, উন্নত দেশে গুলোর পুলিশ পদবি কিংবা কার ক্ষমতা কত কম বেশি তা বুঝতে হলে সারাদিন তাদের পিছে হেটে হেটে হয়রান হলেও বুঝা যাবেনা কার কি ক্ষমতা কে কোন পদের। সঙ্গত কারণে পুলিশ মানে ভয়ের বা সন্মানের সবার চোখে সকল পদের মান সমান।
যতদিন পর্যন্ত এই বাহীনির সকল সোযোগ সুবিধা নিশ্চিৎ করা না হবে ততদিন পর্যন্ত তারা দলের কিংবা সরকার তাবেদারী করবে আর উপরি কামাবে। জনগন হবে তাদের আক্রমণের শিকার।আর এর জন্য দায়ী রাজনীতির এবং অসচেতন সরকার।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
জিনিয়াস পাগল বলেছেন: আপনার কথায় সহমত পুষন করতে পারলাম না @ ঢাকাবাসী। আপনার প্রতি অনুরুধ আপনি আপনার নিচের কমেন্ট টি মনযোগ দিয়ে পড়েন দেখেন "" ডাইরেক্ট টু দ্যা হার "" ভাইয়া কিন্তু চরম বাস্তবতা তুলে ধরেছে।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
জিনিয়াস পাগল বলেছেন: আপনি পুলিশের জীবন যাপন হয়তো খুব কাছ থেকে দেখেছেন তাই এই চরম সত্যি গুলো উপলব্ধি করতে পেরেছেন। অসাধারন কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ @ ডাইরেক্ট টু দ্যা হার
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১
নুর ইসলাম রফিক বলেছেন: সেই আসাতেই বুক বাঁধলাম, পুলিশ হবে জনগনের প্রকৃত বন্ধু