নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

অপ্রত্যাশিত প্রত্যাশা

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩

কখনও কি আবার দেখা হবে
হঠাৎ করে?
হয়তবা যাব কোন জীবিকার কাজে
এখান থেকে অনেক দূরে।
আমি তখন অন্য আমি ঠিক যেন
চেনা যায়না,
মাঝে মাঝে নিজেই চমকি
দেখে ফেলে আয়না।
তুমি হয়ত কিছুক্ষন থাকবে থেমে
আমায় চিনে,
কাছ দিয়েই যাবে চলে অন্য কোথাও
কিজানি কি ভেবে তুমি আবার
পেছন ফিরে চাও।
কিন্তু সময়টা তখন থাকবে বড় বেখাপ্পা
সাথে তোমার একমাত্র সন্তান ও তার বাবা
আমি ঠিকই চিনবো তোমায় এক দেখাতেই
বদলে যাবে তুমিও অনেক
শুধু চাহনিটা রয়ে যাবে আগের মতই।
তারপর আবার একা,
সারাদিন বৃথা চেষ্টা কাজে ডুবে থাকার।
দিনান্তের কাছাকাছি কোন এক সময়ে
থাকব বসে,
জানিনা আমায় তখন কিভাবে পাবে
চুপটি করে এসে বসবে আমার পাশে।
আমি কিন্তু চমকাবো না
ঠিক যেন চোখের ভাষায় বুঝিয়ে দেব,
আরেকটু আগে এলে হতনা?
শুরু করবে তুমিই প্রথম।
'কেমন আছ, এখানে কেন?’
কি বলব আমি তখন খুজতে থাকব,
তোমায় ভুলতে দেশকে ছেড়ে এত্ত দূরে
কাজের মধ্যে সারাক্ষন থাকি ঘোরে
এইতো যাচ্ছিল সময় ছিলাম ভালো
কেমন আছি সে কথা জানার
সময় তোমার এখন হল!
মনের এসব বাচাল কথা শুনবেনা তুমি
মিথ্যে একটা হাসির ছলে বলব,
বেশ ভালই আছি আমি।
'তুমি কেমন, কত হল ছেলের বয়স?'
মুচকি হেসে বলবে তখন
সুখেই আছি, আগামীকাল তার জন্মদিন
হবে বছর দশ।
'ও, ছেলের জন্মদিন পালন করতেই
এখানে আসা?'
তুমি বলবে,
'আর বলোনা, ছেলের বাপটাও না
হয়েছে যা!'
আমি বলব,
'ভালোই হল, তোমায় আবার দেখতে পাব
ভাবিনি আগে।'
তুমি বলবে,
'এখনো কি আছ তেমন যেমনটি
ছিলে আগে?
উৎসুকিয়ে জিজ্ঞাসিবো কেমন ছিলাম?
যেন এড়িয়ে যেতে চাইবে।
আরও কিছু নাড়া দিয়ে একটু পর বলবে
'আমায় এবার যেতে হবে
কাউকে কিছু বলে আসিনি
তোমায় কিন্তু আসতে হবেই
আমার ছেলের জন্মদিনে।'
আমি যেন আবার হব নিশ্চুপ
কোনরকমে তোমায় বিদায় দিয়ে
অতীত সাগরে দিব ডুব।
তারপর শুধু ভাবতে থাকা
কত কথা কত গান
ডুবে থেকেই শ্বাস যাবে চলে
দেহ হবে নিষ্প্রাণ।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার চমৎকার নাম টা নজরে এলো ;

ব্লগে স্বাগতম!! আপনার ব্লগ জীবন আনন্দময় হোক ।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। একটু আগেই এখানে নিবন্ধিত হলাম। ব্লগ শব্দটার সাথে অনেক পরিচিতি থাকলেও এতদিন কেন যেন আগ্রহ পাইনি। অনেক আগে থেকেই মাঝে মাঝে এমনিতেই এখানটায় ঢুঁ মারতাম। আর নানান জনের নানান কথা পড়ে বেশ উৎফুল্ল লাগত তখন। আশা করছি এখন থেকে শত ব্যস্ততার মাঝে হলেও একটুকু সময় বের করে নিব ব্লগের জন্যে।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

মৌরি হক দোলা বলেছেন: অপ্রত্যাশিত প্রত্যাশা ভালো লাগল


হ্যাপি ব্লগিং :)

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে। অন্যের ভাল লাগাতে নিজেরও ভাল লাগে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগে আপনাকে স্বাগতম। শুভ হোক পথচলা। ব্লগিং এর খুটিনাটি জানতে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়লে উপকৃত হবেন। (ধন্যবাদ)

হ্যাপি ব্লগিং..........

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আপনার সাজেসটেড পোস্ট থেকে আসলেই কিছু নতুন জিনিস জানলাম। আমি প্রথমে মোবাইলের UC Browser থেকে লগিন করেছিলাম। ওটা থেকে মে বি ব্লগের সব অপশন ঠিকভাবে সাপোর্ট করেনা। তাই ফিরতি মন্তব্যের বদলে নতুন মন্তব্য হয়ে গিয়েছে। মোবাইল থেকে ব্লগ ব্যাবহার করার বেস্ট ব্রাউজার কোনটি জানালে উপকৃত হব।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করলে অনেক সাইটেই পুরো সুবিধা পাওয়া যায় না। 'সামহোয়্যারইন' ব্লগে লগইন করলেও সমস্যা হয়। মনে হয় 'Google Chrome' হয়তো ভাল হতে পারে। আমি মোবাইলে Chrome ব্যবহার করি। (ধন্যবাদ)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ধন্যবাদ। আমিও এখন ক্রোম থেকে ব্যাবহার করছি।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

এ.এস বাশার বলেছেন: অপ্রত্যাশিত প্রত্যাশা নামটা বেশ! লেখা বেশ মান সম্পন্ন সন্দেহ নেই। মন খুলে লিখতে থাকুন।
হ্যাপি ব্লগিং......

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: ব্লগে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.