নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির এপিটাফ

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

তারপর আর জানিনা কি হবে
মাতবে কি মধুর লগনে নক্ষত্র উৎসবে
যখন থাকব আমি জীবন থেকে দূরে
নিকষ আধারে খুজবেকি সোনালিতে আমারে।

তখন বুঝবে কি আমার অদৃশ্য অস্তিত্ব
সাদা কালো সর্বদা তোমাতেই অনুরক্ত
চাইলেই তখন তোমায় পারবনা ছুয়ে দিতে
তুমিওকি করবে ভুল চেষ্টা স্পর্শে সমাধিতে।

যখন কোলাহল ভুলে নিরালায় যাবে
ভুল করে হলেও কি তখন আমাতে হারাবে
অতীত কিছু মায়ার ছলে ঝাপ্সা হলে আখি
তোমার একফোঁটা জলের তরে আমি সমুদ্র রাখি।

কখনও যদি একান্তে আসতে চাও আমার কাছে
মনেরেখো তোমার বৃষ্টি চাঁদ জোছনা আছে
উহাদের সাথে সঙ্গোপনে করে নিও সখ্য
পার যদি পাঠিও তবে নীল রঙা কিছু দুঃখ।

তারপর আর জানবনা কি হবে
শুধু তোমার দেয়া দুঃখরাই মনে রবে
অনন্ত কাল একলা একার হবে অবসান
সুখেরা সেথায় নগণ্য, দুঃখরা পাহার সমান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.