![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।
আজকে চল ভালবাসি।
সকাল বেলা ঘুম থেকে জেগেই
জানলা দিয়ে জোড়া শালিক দেখলাম
কোনটা ছেলে শালিক আর কোনটা মেয়ে শালিক
কিছুই বুঝতে পারিনি।
শুধু ওদের ভালবাসাটা বুঝেছি
একজন যে কত কাতর ভাবে আরেকজনের সাথে
খুনসুটি করছিল তা তুমি দেখতে যদি!
আজকে চল ভালবাসি।
নাশতা করে গলির মোড়টা পাড় হতেই
কোত্থেকে যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে
এসে বলল,
'এই গোলাপ টা কিনবেন? এই গোলাপ টা কিনবেন?'
ওর দিকে তাকাতেই বড় মায়া হল মনে
মুখটা ভালবাসায় ভরা
লাল পাপড়িতে ভালবাসা বিলাচ্ছে সবার মাঝে
ওর কাছ থেকে একটি গোলাপ কিনেছি,
আজকে চল ভালবাসি।
ভরদুপুরে ভুনা খিচুরি আর চ্যাপা
শুটকির ভুনা করেছি
একা একা খেতে আর কত ভাললাগে বল,
তরকারি তে অনেক ঝাল হলে
কিংবা খেতে গিয়ে হঠাৎ বিষম খেলেও
পানির গ্লাসটি এগিয়ে দেবার মত কেউ নেই।
কষ্ট হয় ভাবছ?
তা একটু হয় বৈকি।
তাও যদি এসে একবার বলতে,
আজকে চল ভালবাসি।
রাতে যখন ডাইরির সাথে কথা বলি
ডাইরির প্রতিটি পাতাও তোমাকে চিনে ফেলেছে
আমার চেয়ে ওরা তোমার কথাই বলে বেশি
উঁহু, তোমাকে খুশি করার জন্যে না,
একদম পুরোপুরি সত্যি বলছি।
আজকে চল ভালবাসি।
কত সাধ, আরাধনা, প্রার্থনা জমিয়ে রেখেছি
তোমার তরে
একদিন তোমার শরীর ছুব,
তোমার চুলে মাথা লুকাবো
নিজ হাতে তোমার ললাটে
টিপ পরিয়ে দিব।
বছরে মাত্র একবার হওয়া গ্রামের মেলায়
তোমায় নিয়ে যাব।
লাল আলতা, কাচের চুরি, রঙিন চুলের ফিতা
সব কিনে দেব।
ভাবছ বুঝি খুব লোভ দেখাচ্ছি?
মনের এসব সুপ্ত বাসনা
শতভাগ খাটি।
শুধু আজকে চল ভালবাসি।।
সারাদিন অনেক খুজেছি তোমাকে
সকালের রোদ, দুপুরের হঠাৎ বৃষ্টি, ফুচকার ভ্যানের সামনে, লাইব্রেরি তে,
তোমার খুজে মাথা উঁচু করে হেটেছি
যদি ছাদে দেখতে পাই এই ভেবে
কোথাও ছিলেনা তুমি।
বলতো কোথায় তুমি, কোথায়?
কেউ একজন যে তোমায় কাতর হয়ে খুজছে
জনোনা বুঝি, কষ্টটা বুঝনা বুঝি।
চলনা আজকে একটু ভালবাসি।।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আবেগ ছাড়া শব্দ বের করা কষ্টকর হয়ে যায় আমার! মন্তব্য টি ভাল লেগেছে। ধন্যবাদ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: পাঠকের ভাল লাগাতেই লেখক ধন্য হয়।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: রাজীব ভাই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: কবিতায় খুব আবেগ আছে, খুব আবেগ দিয়ে লিখেছেন।
++++