নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

বন্ধুগন কহে...

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

"বন্ধুগন কহে..."
_______________________________

আমাদিগকে মাঝ দরিয়ায়
নিষ্ঠুর ভাবে নিক্ষেপ করিয়া কেমনে পারিলে ভাই
দেখিতে ঠিক বাবুদের বেশে
গিয়াছ চলে সূর্যোদয়ের দেশে
কেবল যাইবার আগে একটিবার বিদায় লইবার
প্রয়োজন বোধ করনাই।
এখন তো আছ দেখি খুব মউজ মাস্তিতে
বন্ধুদের স্মৃতি কেমন করিয়া পারিলে ভুলিতে
খোজ খবর টাকা পয়সার কিচ্ছু চাইনা ভাই
শুধু মাস শেষে তোমার মানিবেগের অংকের হিসাব জানিতে চাই।
লাখের কোটা পার হইয়াছে বুঝি?
তোমার নাম সবে মিলে সুইস ব্যাংকে খুজি
ধার দেনা চাহিয়া তোমায় লজ্জা নাহি দিব
তোমার জন্যে জমাইয়া রাখিয়াছি ভালবাসা অতীব।
মাঝে মাঝে দেখি খুব ভাব ধরিয়া
ফেসবুকেতে দাও ছবি ছাড়িয়া
কখনও আবার আশেপাশেতে প্রজাপতি দেখিতে পাই
পরবাসে গিয়া সবই পাইলা
আমার কিছুই নাই।
ছেকা খাওয়া কন্ঠে কেউ আবার বলে
হারাইয়াছি আগ্রহ  এই ভার্চুয়ালে
তোমার সাথে কথা কহিবার অভিপ্রায় আমার নাই।
আমিও তাই করিয়াছি পন
বন্ধু আমার যক্ষের ধন
মাতৃভূমিতে ফিরিয়াই কেবল
তাহার বক্ষে নিজ বক্ষ মিলাইতে চাই।
অনেকে আছে সংসারী বেশে
জীবন খেলায় মেতেছে পরম আবেশে
কপোত কপোতি মিলিয়া তারা সুখেই আছে ভাই।
আমিও তাদের চির জীবন এমনি দেখিতে চাই।
বেশির ভাগই চাপা অভিমানে
নিজেরে সরাইয়া লইয়াছে অতি গোপনে
ওরা ওরা কিজানি কিসের মিলনে
পার করিতেছে দিনকাল
আমার কথা মনে করিবার সময় নেই ওদের আর।
সবাই যার যার আসনে বসিয়া
রঙ্গিন চশমা চোখে লাগাইয়া
আমারে দেখিতেছে তাই।
সত্যিকারের এই সাদাকালো জীবন
কারোর বোধগম্য হয়নাই।
আমার মন আবার তাই বলিয়া
একরাশ দুঃখ আর অভিযোগ তুলিয়া
গোমরা হইবার নয়,
খোজখবরের অনিয়মেও বুঝি
ভালবাসা থাকে সবসময়
এই বিশ্বাসেই জীবনখানা চলিতেছে  হাসিময়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০

রাজীব নুর বলেছেন: ভালো।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: রাজীব ভাই, ধন্যবাদ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই, ধন্যবাদ।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.