নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

হ্যামিলনের গুজবওয়ালা এবং আমাদের স্বকীয়তা।

২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫৯


'নিরিক' শব্দটা শুনেননি এমন মানুষ বোধয় খুব কমই পাওয়া যাবে আমাদের আশেপাশে। আচ্ছা এটি কি খাটি বাংলা শব্দ? নাকি বিদেশি, তদ্ভব, সংস্কৃত? সে যাই হোকনা কেন, আমাদের সংস্কৃতির সাথে কিন্তু এই শব্দের খুব নিবিড় সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই। বিয়ে বাড়ির দাওয়াত থেকে শুরু করে সুন্নতে খতনা পর্যন্ত যাই বলুননা কেন, নিরিক বলে চেঁচিয়ে উঠা লোক থাকবেনা এটা অসম্ভব। সাধারনত দাওয়াত খেতে গিয়ে যিনি বা যারা গরুর গোসত (কখনও অন্য কোনো গোসতও হতে পারে) খেতে চান না তারাই নিরিক বলে ওয়েটার বা শাহীদারিতে থাকা লোকদের ডাক দেন। এই নিরিকেরও আবার শ্রেনীবিন্যাস করলে এদেরকে সর্বনিম্ন দু'ভাগে ভাগ করা যায়। ১. যারা সত্যি সত্যি কোন শারিরীক সমস্যার কারনে গরুর গোসত খেতে চান না। ২. যাদের কোন শারিরীক সমস্যা নাই কিন্তু তবুও হুদাই নিরিক বলে চিল্লাবে। ২য় শ্রেণীর লোকেরা নিরিক বললেও এরা গরু খাসি, মুরগি সবই খায়। কিন্তু তবুও দাওয়াতে গিয়ে এদের বিসমিল্লাহ বলার আগে নিরিক শব্দটা না বললেই নয়। কারন ওনারা আপনার আমার মত সাধারন কেউ না। উনারা সবসময়ই চায় যেন অন্যদের চাইতে কিভাবে একটু ডিফারেন্ট থাকা যায়। আর সে চেষ্টা বাস্তবায়নের জন্যেই এই ক্ষুদ্র প্রয়াস।

এবার একটু ভিন্ন একটা টপিক নিয়ে কথা বলি। আমরা যখন অনেক ছোট ছিলাম, আইমিন সেই পিচ্চিকালের কথা বলছি। তখন আমাদের সবার মাঝে একটা প্রবনতা ছিল। আমরা কেউই চাইতাম না আমাদের কোন কিছু অন্য কারও সাথে যেন হুবহু মিলে না যায়। জামা, খেলনা, জুতা, ফিতা যাই হোকনা কেন আমরা সবকিছু চাইতাম ইউনিক। কখনও যদি এমন হল যে নিজের একটা কিছু অন্যের সাথে মিলে গেল তাহলেই মনটা খারাপ হত। আর পিচ্ছিকালের মন খারাপ মানে তো কানে হেডফোন গুজে আরিজিত সিং এর গান শুনা নয়। ভ্যা ভ্যা করে কান্না করে দিতাম। (আমার খেলনার মত কেন ওর খেলনা হল! আর খেলতাম না!)
উপরের নিরিক আর পিচ্চিকালের গল্পদুটোর মধ্যে কি কোন মিল খুঁজে পেয়েছেন? মোরাল অব দ্যা স্টোরি কিন্তু একটা আছে! এখানে ছোটকালের পিচ্চি আর বড়কালের নিরিক উভয়ই অন্যদের চাইতে একটু ডিফারেন্ট থাকতে চাইছে। এবং এটাই হচ্ছে মানুষের কতগুলো সহজাত প্রকৃতির মধ্যে একটি। সে তার পছন্দ ও ইচ্ছা অনুযায়ী তার চাওয়া ও আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করবে। সেকারনেই জমজ ভাই বোনেরও একেক জনের একেক রকম ইচ্ছা ও অভিব্যক্তি থাকতে দেখা যায়।
কিন্তু আমার মনেহয় দিনদিন আমরা আমাদের স্ব-স্ব ইচ্ছা পোষন ও সেটা প্রকাশে অধিকাংশরাই সফল না। আমাদের সাথে থাকা ২য় কিংবা ৩য় ব্যাক্তিটি আমাদের চিন্তার উপর ব্যপক প্রভাব বিস্তার করছে। এই প্রভাব এতটাই শক্তিশালী হচ্ছে যে প্রায়শই আমাদের সবল কোন মতামতও অপরপক্ষের প্রভাবে দুর্বল হয়ে যাচ্ছে, অথবা সেটা মোড় নিচ্ছে সম্পূর্ণ ভিন্ন কোন দিকে। অর্থাৎ আমরা আমাদের সঠিক অভিব্যক্তি প্রকাশ না করে প্রকাশিত করছি প্রভাবিত অভিব্যক্তি।
এরকমটা ঘটার পেছনে বর্তমানে অন্যতম কারন হচ্ছে সোশাল মিডিয়া। কিংবা আরও সহজ করে বলতে গেলে ফেসবুক। অতীতে যেখানে একটা ছোটখাটো খবরের রেশও থেকে যেত অনেকদিন, সেখানে বর্তমানে বড় বড় গুরুত্বপূর্ণ খবরগুলোও দুদিন না যেতেই মানুষ ভুলে যাচ্ছে। কারন আগের খবরের চাইতে রসালো খবরে নিউজফিড প্রতিনিয়তই আপডেট হচ্ছেই। একটার পর একটা খবর কিংবা ঘটনা ভাইরাল হচ্ছে। আর এসব ভাইরাল করছি আমরাই। কারন আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা দিনদিন হারিয়ে ফেলছি। একটা লিখা, ছবি, কিংবা ভিডিও দেখামাত্র সেটা ভালভাবে যাচাই তো দূরে থাক, অনেক সময় পুরো লিখা না পড়ে, পুরো ভিডিও না দেখেই শেয়ার করে দেয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। যাচাই শব্দটা বলা যাবে যদি ব্যক্তিটি সেই বিষয়ে আগ্রহ বোধ করেন। কিন্তু বিন্দুমাত্র আগ্রহ না থাকার পরও শুধুমাত্র লোহমোর্ষ, চাঞ্চল্যকর ভেবে, কিছু না ভেবেচিন্তেই একটা খবর হুট করে আমরা নিজেদের টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। আর সেটা মুহূর্তেই ভাইরাল হচ্ছে। এখানে শুধু একজন সিঙ্গেল মানুষকে দোষ দিলেও ভুল হবে। সংবাদপত্রের পেইজ গুলো থেকেও যখন প্রতিনিয়ত অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় ও অপেশাদারি পোস্ট দেখি তখন সত্যিই খারাপ লাগে। আমাদের দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির জন্যে আমরা নিজেরাও কম দায়ী না! আমাদের নিজস্বতা বলতে আজ কিছু নেই। একটা কিছু পেলেই হল। ওমনি ওটাকে টিপে, চিপে, ফুলিয়ে, তেতো করা না পর্যন্ত আমাদের ক্ষান্ত নেই। ছেলে মেয়ে আবাল বৃদ্ধ প্রায় সবার মাঝেই আমি এই প্রবনতা লক্ষ্য করেছি। আর কোন একটা বিষয়ে সোশাল মিডিয়ায় যখন ওরা মন্তব্য প্রকাশ করে, তখন প্রায় সকল মন্তব্য একই ধরনের হয়। যেন মন্তব্যের ঘরে হ্যামিলনের বাশিওয়ালা এসেছিল, আর সবাই সেই বাসির সুরের পেছনেই দৌড়িয়েছে। আমি এমনও দেখেছি (উউদাহরণ) যে কেউ একজন প্রশ্ন করল দ্রুত সময়ে ওজন কমাতে চাই, কি করনীয়। এর মাঝে একজন মন্তব্য করেছে বেশি বেশি ব্যায়াম করুন। আরেকজন লিখল, বেশি বেশি ব্যায়াম করুন (১) আরেকজন বেশি বেশি ব্যায়াম করুন (২) এভাবে সিরিয়াল কখনও কখনও ১০ এরও অধিক হয়ে যায়। ভাবাযায় আমাদের আচরণ কতটা শিশুসুলভে পরিনত হচ্ছে দিনকে দিন? অথচ এখানে মন্তব্যকারী একটু ভেবে চিন্তে অন্যদের চেয়ে আলাদা তার নিজস্ব একটা মতামত প্রকাশ করতে পারতেন। হাটে ঘাটে গনপিটুনিগুলিতেও আমাদের নিজস্ব অভিব্যক্তি আমরা প্রকাশ করতে পারছিনা। আমরা কেবল হ্যামিলনের বাশিওয়ালার পেছনেই পরে থাকি। আর হই হই করে উঠি। নিজের মনের কথা এখন আর আমরা মুখ ফুটে বলিনা। কেউ প্রথমে একটা কথা বলে দিলেই হল। ওটা কি মানব, নাকি তার প্রতিবাদ করে নিজস্ব মতামত দিব সেই সময় আমাদের আজ নেই।
কিন্তু ভাবতে অবাক লাগে, আমরাই সবাই ছোট থাকতে নিজেকে ইউনিক রাখতে চাইতাম সবসময়। দাওয়াতে গিয়ে নিরিক নিরিক বলে চিল্লাতাম। আবার খাবার বেলায় সব খেয়ে সাবাড় করে দিতাম। ঠিক এই সময়ে আমাদের নিরিক বাছাই করে চলাফেরাটা সত্যিই খুব জরুরি হয়ে পড়েছে। নইলে হ্যামিলনের নষ্ট বাশির সুর আমাদের নিয়ে নিক্ষিপ্ত করবে এক অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের জগতে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ! গণতন্ত্র কোমায়! স্বৈরাচারিতা বলতেও সুশীল সমাজ ভয় পায় বলে আধিপত্যবাদী শাসন!
আমজনতা নিব্বাক!
এমন অবরুদ্ধ বাস্তবতায় যা ঘটছে এমনই বুঝি হবার কথা। হয়েছেও অতীতে।
গুজব ডালপালা মেলে! মানুষ স্বকীয়তার প্রকাশেও দ্বিধান্বিত থাকে, ফলে সময়ের সাথে
শক্তি আর জোয়ারের অনুকুলে পাল ধরে রাখতে চায়.. মূলক সেই নিরাপত্তাহীনতা থেকেই!

গাছের গোড়ায় পচন ধরেছে! ডালপালা ছেটে কি আর মুক্তি হবে?
ওষুধ দিতে হবে গোড়ায়!

পোষ্টে +++

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫০

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: সুন্দর বল্রছেন। তবে গোড়ায় পচন ধরে যখন সম্পূর্ণ গাছটাই পচন ধরতে থাকে তখন ডালপালাগুলোই একমাত্র ভতসা। সেগুলো কেটে অন্য কোথায় ভাল মাটিতবপুতে পুতে দিলেও অনেক সময় সেখান থেকে আবার বিশাল গাছের জন্ম হয়। আমাদের সমাজ সত্যিই আজ এক ভয়াবহ অবস্থায় আছে। কিন্তু সমাজের অধিকাংশরাই সেটা ঠিকভাবে বুঝতে পারছেনা। খুব শীঘ্রই এ সমাজের মানুষের রাতের ঘুম হারাম হবে। এবং তার জন্যে দায়ী থাকবে এই সমাজেরই লোকজন।

২| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০১

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনাকে দেখলাম। কেমন আছেন আপনি?
সর্ব অঙ্গে ব্যাথা, তো ঔষধ দেব কোথা!
দেশ এবং দেশের জনগন যে যার মতো চলছে! কে কার কথা শুনে!

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫১

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: হুম ভাই, আপনাকেও অনেকদিন পর দেখছি। বাইরে যতটা ভাল আছি দেশে থাকলে বোধয় এতটা ভাল থাকতে পারতাম না। চারিদিকে এত কষ্ট আর সহ্য হচ্ছেনা!

৩| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কেমন আছেন?

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: শুভ সকাল। ভাল থাকার চেষ্টা করছি ভাই। আপনি কেমন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.