নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

দিকশূন্যপুরের অভিযাত্রী

কেউ জানেনা আমি কত বাচাল। কারন মনের কথাগুলো কেউ শুনতে পায়না।

দিকশূন্যপুরের অভিযাত্রী › বিস্তারিত পোস্টঃ

রূপক

২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪


চারিদিকে হাহাকার
রাজপথ পানিপথ আকাশপথ সবখানে
মৃত্যুর হুংকার।
কেউ ভালবাসেনা
সরকারি, বিরোধী, নির্দলীয়, সবাই দূর থেকে দূরে
কারও কাছে কেউ আসেনা।
বাতাসে দূষিত গ্যাস, উনুনে নিভু ছাই
নির্মল আনন্দ বিলাসের ছিটেফোঁটাও
অবশিষ্ট নাই।
বৃদ্ধরা আরও বড় হয়, নবীনেরা পান করে মৃত্যু পেয়ালা
ফোয়ারা শুকিয়ে যায়, তৃষ্ণা বাড়তে থাকে
কয়েক ফোটা রক্তে হয়ে যায় আবার তাজা।
সিলিঙে ফিলিং ঝুলিয়ে, মরা কাঠে শুয়ে শুয়ে
নিউরনে পিষ্ট করে মারে লাখো হাজার প্রান
অপেরা-অর্কেস্ট্রা, ইউটিউব-ফেসবুক জুড়ে
মিথ্যে ভালবাসার গান।
ক্ষনিকের মোহ অন্য গ্রহের দিন পুঞ্জিকায়
কখন বাজবে এলার্ম সেই অপেক্ষায়
জেগে জেগে ঘুমিয়ে থেকে, আলো থেকে দূরে
অন্ধকার পথে এক রাক্ষসীর পাহারায়।
বাম হাতে ঠোট আর ডান হাতে চোখ নিয়ে
বসে বসে কেটে যায় দিন মাস বছর
রেডিও, টিভি, পত্রিকা থেকে দূরে সরে গিয়েও
আসতে থাকে খবরের পর খবর।
বাগানটায় আগের মত আর পানি দেয়া হয়না
অবজ্ঞার ফুল ফুটে তবু কেউ দেখেনা
কাচের কলির ফুল ফুটবে বলে সবাই
অপেক্ষা করতে যেন কারও তর সয়না।
এতকিছুর মাঝেও হঠাৎ হঠাৎ
আলোর ঝলক এসে পরে নোংরা উঠোনে
অগোছালো, এলোমেলো ময়লা আবর্জনাও
চিকচিক করে উঠে
তাতেই লোভী হয় চোখ, পাপি হয় মন
যাখুশি তাই করে দেহ
ছুটে যায়, দৌড়ায়, চুপ করে বসে থাকে
তারপর শেষ হয় একটি অধ্যায়।
শুধু ভিন্ন পথ বেয়ে কয়েক ফুটা জল
চোখ থেকে দুরে নেমে যায়।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৮

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: আহ! ধন্য হলাম।

২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৮

নীল আকাশ বলেছেন: অসাধারন লিখেছেন।
এভাবেই কষ্টে কষ্টে, পাওয়া না পাওয়ার বেদনা বুকে চেপে রেখে, শুন্য হাতে বিদায় নিতে হবে এই জরাজীর্ণ পৃথিবী থেকে।
ভাল থাকুন, শুভ রাত্রী।

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৩৫

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। আপনিও ভাল থাকুন। শুভ সকাল। দিনটা মঙ্গল হোক।

৩| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৮

নীল আকাশ বলেছেন: আপনিও ভাল থাকুন। আপনার জন্যও নিরন্তর শুভ কামনা রইল।
মাঝখানে মনে হয় বেশ কিছুদিন দেখলাম না আপনাকে!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.