নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিকের কলাম

হাসান কাবীর

শখের বশে লেখা লেখি, পড়তে খুব ভালোবাসি তা যাই হোক

হাসান কাবীর › বিস্তারিত পোস্টঃ

অর্বাচীনের পংতিমালা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আমিতো নই বিখ্যাত কেউ, নইতো কেউকেটা
নইযে আমি রাজনিতীরই চতুর চালাক নেতা
নইকো ডাকসাইটে কোনো সরকারি আমলা
বেসরকারি কর্পোরেটের চৌকষ হোমরা চোমরা
মেধাহীন মগজ নিয়ে হইনি ডাক্তার
মেধার অভাব দেয়নি হতে আর্মি, ইঞ্জিনিয়ার
না পারলাম হতে তরুন সফল ব্যাবসায়ী
নৈতিকতার ঘোলা জলে হলাম ধরাশায়ী
হলাম নাতো জাতীয় দলের তারকা খেলোয়াড়
জুটলোনা তো খ্যাতি বড় মডেল অভিনেতার
কোনোদিনো হবনা নামী কবি সাহিত্যিক
লেখালেখির চেষ্টা বিফল, পাঠক বেরসিক
গানের সুরে তাল যে হারায় ছন্দে কাটে লয়
রঙ তুলির আচড় দিলে পিকাসো পায় ভয়
এসব কিছু না হলে নাকি জীবন নিরর্থক
সোসাইটিতে থাকেনা মান, অর্থ সমার্থক
সন্তানেরা বলে বাবা শান্ত, ভালো, সুশিল
গীন্নি বলে, অপদার্থ, মনটা তোমার কুটিল
মা চাইতো ফৌজি হব, বাবা বলত মানুষ
হলাম নাতো কিছুই আমি ওড়াই রং হীন ফানুস।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ ভালো লেগেছে, বেশ ছন্দময় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

হাসান কাবীর বলেছেন: জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম কয়েকটা লাইনে অন্তঃমিল ঠিক নেই । বাকীগুলো ঠিক অাছে । অার এই অদ্ভুত চিহ্নগুলো কেন দিয়েছেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

হাসান কাবীর বলেছেন: কবিতা বা ছড়া লেখার গতানুগতিক ব্যাকরন মেনে লেখা হয়নি, তা চাইনিও, পাঠ্যনন্দ তৈরী করাটাই ছিলো মুল উদ্দ্যেশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.