![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চলার পথে,যে শব্দেরা-
নির্বাক হয়ে ছিলো,
তুমি এলে শব্দেরা সব,
সুর খুজে পেলো।
যদি প্রশ্ন করা হয়, কভু কখোনো-
কতটুকু পেয়েছি আমি?
উত্তর একটাই রয়েছে সাজানো,
জনক,জননীর পরে আছো যে তুমি।
পথহারা পথিক ছিলাম-
উদাস ,বাউন্ডুলে,
হাত এসে ধরলে তুমি,
বাধলে বেড়াজালে।
ভুল,ভ্রান্তি,যন্ত্রনা-করি আমি যত,
সয়ে যাও হাসিমুখে সব অবিরত।
আলোয় জীবন ভরিয়ে দিয়ে-
আনলে দুটি ফুল,
অস্থির মন স্থিত হোলো,
সুখে হুলুস্থুল।
সৃষ্টিকর্তার দয়া আর-
অপার করুনা ছায়ায়,
কাটছে সময় কান্নাহাসির,
এ জগত মায়ায়।
করুনাময়ের কাছে দুহাত-
তুলি প্রতি প্রভাতে,
সুখেদুখে বাকিটা সময়,
কাটে যেনো একসাথে।
স্বত্বঃসংরক্ষিত
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
হাসান কাবীর বলেছেন: THANK YOU.
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: সদা একসাথে থাকুন হাসি আর আনন্দ নিয়ে। শুভ কামনা।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০
হাসান কাবীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
blackant বলেছেন: GOOD ; MAY LOVE be LONG LIVE.