![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌতুক,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই
আজকে আমি নারী সমাজ নিয়ে কথা বলব । আজকের নারী সমাজ নানা কারনে নানা সময়ে নানা মতের কারনে অবহেলিত এবং লাঞ্ছিত । কেন আজ তারা লাঞ্ছিত আপনাদের কাছে আমার একান্ত প্রশ্ন । আমাদের এই পুরুষ শাসিত সমাজে আমার মনে হই কোনও দিনই নারীর কল্যাণ ও নারীর অধিকার নির্মাণ হিসেবে গড়ে উঠবে । কিন্তু আমি স্বপ্ন দেখি একদিন না একদিন নারীর অধিকার প্রতিষঠা হবেই হবে । আজকের এই সমাজে আজকের মানবতা লাঞ্ছিত । আজ কে যেখানে সেখানে মেয়েরা ইভটিজিং ,যৌতুক ,বাল্যবিবাহ এর শিকার হচ্ছে । কতই না আমাদের অধঃপতন আজ । কোথাই আমাদের বিবেক , কোথাই আমাদের মনুষ্যত্ব ...? আর কোথাই গেল আমাদের সমাজের সমাজনেতা ও সমাজপতিরা । এই য আমাদের পুরুষ শাসিত সমাজ ??? তাই আবার আর এক বার করে জেগে ওঠো ওগো আমাদের তরুন সমাজ ।
©somewhere in net ltd.