|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্লেবয় পত্রিকাটি প্রকাশনা শুরু হয় ১৯৫৩ সালে । তার পর থেকে এই পত্রিকাতে পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে নগ্ন নারীদের ছবি প্রকাশিত হয়ে আসছে । বর্তমানে এটি একটি বিরাট কোম্পানি এবং ম্যাগাজিন ছাড়াও এরা ওয়েবসাইট এবং হোম ভিডিওর মাধ্যমে এরা ব্যবসা করছে । 
মূলত অল্পবয়সী অবিবাহিত পুরুষদের পছন্দের প্রতি দৃষ্টি রেখে প্লেবয়ের ম্যাগাজিন এবং ওয়েবসাইটে সুন্দরী মহিলাদের নগ্ন ছবি প্রকাশ করা হয় । তবে বিবাহিত এবং বেশী বয়সের পুরুষেরাও এর আকর্ষন এড়াতে পারেন না । সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় অথবা বিবস্ত্র হবার বিভিন্ন অবস্থায় মহিলাদের ছবি তোলা হয় । মহিলাদের উন্মুক্ত স্তন, নিতম্ব এবং যোনি স্পষ্ট ভাবে দেখালেও তা হার্ডকোর পর্নো পত্রিকাগুলির মতো জোর করে দেখানো হয় না বরং স্বাভাবিক ভাবে যতটুকু দেখা যায় তাই দেখানো হয় । 
প্লেবয়ের ছবিগুলি যৌনতা এবং শিল্পের সঠিক মিশেল । নারীশরীর যে কত সুন্দর হতে পারে তা একমাত্র প্লেবয়ের ছবিগুলি দেখলেই বোঝা যায় । প্লেবয়ের অধিকাংশ মহিলারাই ক্যামেরার সামনে অত্যন্ত সাবলীল এবং আত্মবিশ্বাসী ভাবে পোজ দেন । যদিও তাঁদের মধ্যে অনেকেই প্রফেশনাল মডেল নন । মডেলদের ছবি যে ব্যাকগ্রাউন্ডে তোলা হয় তার পিছনেও বহু ভাবনা চিন্তা থাকে এবং আলোর ব্যবহার থাকে যথাযথ । প্লেবয়ের ফটোগ্রাফাররাও খুব নামী এবং সুদক্ষ । প্লেবয়ের অনেক মডেলই যখন অন্য পত্রিকা বা ওয়েবসাইটের জন্য ছবি তুলেছেন তখন তা প্লেবয়ের মতো অত সুন্দর হয় নি । 
শৈল্পিক দিক থেকে প্লেবয়ের ছবিগুলি সুন্দর হলেও যৌনতার দিকটাকেও খেয়ালে রাখা হয় । মূলত পুরুষের মনে কামনা জাগিয়ে তোলার জন্যই যে ছবিগুলি তা মডেলদের এক্সপ্রেসন এবং ভঙ্গিমা দেখলেই বোঝা যায় । যুগের সাথে সাথে প্লেবয় মডেলদের স্টাইলও পালটেছে । 
প্লেবয়ের জন্য প্রফেশনাল মডেল ছাড়াও বহু অভিনেত্রী, খেলোয়াড়, সাংবাদিক, শিক্ষিকা, ছাত্রী এবং অফিসাররা নগ্নাবস্থায় পোজ দেন । তাঁদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত অথবা ইউনিভার্সিটির ছাত্রী । বড় বড় কোম্পানি যেমন ওয়াল মার্ট এবং ম্যাকডোনাল্ডসের মহিলা কর্মচারীদের জন্য প্লেবয় নানা নগ্ন ছবির সিরিজ করেছে । বিরাট কোম্পানি এনরন যখন বন্ধ হয়ে যায় তখন প্লেবয় এনরনের বেশ কিছু মহিলা কর্মচারীদের মডেলিঙের সুযোগ দিয়েছিল । এছাড়াও প্লেবয় বহু যমজ বোনের একসাথে ছবি প্রকাশিত করেছে । প্লেবয় যে কোথা থেকে এত সুন্দরী যমজ বোন যোগাড় করে তা এক আশ্চর্যের বিষয় । 
ছবি প্রকাশনা ছাড়াও প্লেবয় তার মডেলদের নিয়ে প্রচুর হোম ভিডিও প্রকাশ করেছে । সুন্দর মিউজিকের সাথে যথাযথভাবে তোলা ভিডিওগুলি খুবই উঁচুদরের । এই ভিডিওগুলিতে নানাভাবে উলঙ্গ নারীশরীর দেখানো হয় কিন্তু কোন যৌনক্রিয়া দেখানো হয় না । ভিডিও গুলিতে অনেকসময় মডেলদের সাক্ষাৎকারের সাথে তাদের বাড়ির লোকেদের সাক্ষাৎকারও দেখানো হয় । 
আমেরিকার এক চতুর্থাংশ কলেজ ছাত্র প্লেবয় পত্রিকার গ্রাহক । পত্রিকাটিতে নগ্ন ছবি ছাড়াও নানা রকম বিষয়ের উপর লেখা প্রকাশিত হয় । অবশ্য প্লেবয়ের ওয়েবসাইটগুলিতে শুধুমাত্র ছবি এবং ভিডিও রাখা থাকে । 
প্লেবয় পত্রিকা এবং ওয়েবসাইটের ছবি এবং ভিডিওগুলি যে মূলত পুরুষদের হস্তমৈথুন করার জন্য উদ্দীপক হিসাবে ব্যবহৃত হয় সে বিষয়ে কোন সন্দেহ নেই । এবং সেদিক লক্ষ্য রেখেই এগুলিকে তোলা এবং প্রকাশ করা হয় । 
প্লেবয় পশ্চিমি সভ্যতার প্রতীক এবং নগ্ন নারীশরীর নিয়ে ব্যবসা করে । তাই বহু দেশে প্লেবয় নিষিদ্ধ । আবার অনেক লোকের বক্তব্য যে প্লেবয় মডেলদের শরীর অনেকটাই সিন্থেটিক তাদের মধ্যে প্রকৃত সৌন্দর্য খুব কম । কিন্তু ইন্টারনেটের প্রসারের সাথে প্লেবয়েরও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে । 
আরেক দিক থেকে বিচার করলে প্লেবয় নারীস্বাধীনতারও প্রতীক । কারন এখানে সব মহিলারাই স্বইচ্ছায় নিজেদের উলঙ্গ ছবি তোলেন । মেয়েদের শরীরের মালিক যে মেয়েরাই তাদের স্বামী, সমাজ অথবা ধর্ম নয় তা প্লেবয়ের জন্য পোজ দিয়ে তাঁরা প্রমান করেন । তাঁদের শরীর নিয়ে তাঁরা কি করবেন সেটা তাঁদের একান্ত ব্যক্তিগত ব্যাপার । তাঁদের অনেকরই বক্তব্য যে তাঁদের যদি দেখাবার মতো সুন্দর শরীর থাকে তাহলে তাঁরা তা অবশ্যই দেখাবেন তাকে আজীবন ঢেকে রাখার কোন মানে হয় না । 
মজার ব্যাপার হচ্ছে নগ্ন নারীশরীর নিয়ে ব্যবসা করলেও এই কম্পানির চেয়ারপার্সন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার একজন মহিলা । তাঁর নাম ক্রিস্টি হেফনার । এই মহিলা প্লেবয় পত্রিকার স্থাপক হিউজ হেফনারের মেয়ে । 
 ২৮ টি
    	২৮ টি    	 +২৬/-৫
    	+২৬/-৫  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:২০
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:২০
তাহের বলেছেন: দূঃখ কইরেন না ভাই, ব্লগে পাঁচ মিশালী লিখা আসবেই।
২|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:০০
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:০০
রানাকবির বলেছেন: চমৎকার সাবলীল লেখার জন্য ধন্যবাদ।
৩|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:১০
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:১০
মাসুদ রশিদ বলেছেন: "আরেক দিক থেকে বিচার করলে প্লেবয় নারীস্বাধীনতারও প্রতীক । কারন এখানে সব মহিলারাই স্বইচ্ছায় নিজেদের উলঙ্গ ছবি তোলেন ।"
এমন নারী স্বাধীনতার কথাই কি আমরা শুনতে পাই অহরহ? 
৪|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৩৭
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৩৭
স্বপ্ন-বয়ান বলেছেন: হে হে হে....
আফনে তো সেই মাপের প্লেবয়.... 
 
৫|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪০
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪০
লেখাজোকা শামীম বলেছেন: পৃথিবীর এমন একটা পুরুষ নাই যার নারী দেহ সম্পর্কে আগ্রহ নাই। সুতরাং প্লে বয় সম্পর্কে পুরুষেরই কৌতুহল থাকা স্বাভাবিক। এটাই তাদের ব্যবসার পুঁজি।
৬|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪১
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪১
দেশী পোলা বলেছেন: বাংলাদেশে যেখানে দেহব্যবসা আইনসিদ্ধ, সেখানে প্লেবয়ের নাম শুনে নাক শিটকানো কমেন্ট করা লোকের অভাব নেই দেখে হাসি পাচ্ছে।
 
৭|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪৮
২১ শে জুলাই, ২০০৯  রাত ১২:৪৮
পল্লী বাউল বলেছেন: ভালোই, তবে ১৮+ দেয়ার কোন হেতু খুঁজে পেলাম না।
  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১:২৮
২১ শে জুলাই, ২০০৯  রাত ১:২৮
তাহের বলেছেন: ভাই, কিছু বিষয় আছে যা, ১৮- দের না জানাই উত্তম।
৮|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১:০৯
২১ শে জুলাই, ২০০৯  রাত ১:০৯
আকাশ_পাগলা বলেছেন: হা হা হা হা, কী দিন আইল। অনেকে ভাবে, শরীর দেখানোর মত সুন্দর হইলে ঢাইকা রাখার দরকার কী ?? হা হা হা
ওর মুখে থুতু দেয়ার ক্ষমতা আমার থাকলে সেটাও আটকে রাখতাম না। দেখা হলে দিয়ে দিব।
৯|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১:১৪
২১ শে জুলাই, ২০০৯  রাত ১:১৪
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: 
আরেক দিক থেকে বিচার করলে প্লেবয় নারীস্বাধীনতারও প্রতীক । কারন এখানে সব মহিলারাই স্বইচ্ছায় নিজেদের উলঙ্গ ছবি তোলেন । মেয়েদের শরীরের মালিক যে মেয়েরাই তাদের স্বামী, সমাজ অথবা ধর্ম নয় তা প্লেবয়ের জন্য পোজ দিয়ে তাঁরা প্রমান করেন । তাঁদের শরীর নিয়ে তাঁরা কি করবেন সেটা তাঁদের একান্ত ব্যক্তিগত ব্যাপার । তাঁদের অনেকরই বক্তব্য যে তাঁদের যদি দেখাবার মতো সুন্দর শরীর থাকে তাহলে তাঁরা তা অবশ্যই দেখাবেন তাকে আজীবন ঢেকে রাখার কোন মানে হয় না 
অদ্ভুত যুক্তি। তাহলে নারীর স্বাধীনতা মানেই যৌন স্বাধীনতা!!!!!!!!! তাহলৈ তো মানুষের চেয়ে পশুরাই বেশী স্বাধীন।
১০|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১:১৭
২১ শে জুলাই, ২০০৯  রাত ১:১৭
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: 
দুঃখিত আমার ৯ নং কমেন্ট ভুলবসত এখানে দিয়েছি। মুছে দিলৈ কৃতজ্ঞ থাকব।
১১|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১:৪১
২১ শে জুলাই, ২০০৯  রাত ১:৪১
অন্যরকম বলেছেন: পড়িলাম! 
১২|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ৩:২২
২১ শে জুলাই, ২০০৯  রাত ৩:২২
হীরক রাজা বলেছেন: আমি প্লে-বয় পত্রিকার Online Edition এর নিয়মিত গ্রাহক ।
১৩|  ২১ শে জুলাই, ২০০৯  সকাল ৯:১২
২১ শে জুলাই, ২০০৯  সকাল ৯:১২
ডুমরু বলেছেন: Online Edition-এর লিংক চাই
১৪|  ২১ শে জুলাই, ২০০৯  সকাল ১০:০০
২১ শে জুলাই, ২০০৯  সকাল ১০:০০
বর্ণান্ধ বলেছেন: +++++
১৫|  ২১ শে জুলাই, ২০০৯  সকাল ১১:৪৪
২১ শে জুলাই, ২০০৯  সকাল ১১:৪৪
অলস ছেলে বলেছেন: বাইনধা পিটান। জাহান্নামের কীট সবগুলান। তয় আপনার লেখা তন্দুরুস্ত হৈছে।
১৬|  ২১ শে জুলাই, ২০০৯  দুপুর ১:১৮
২১ শে জুলাই, ২০০৯  দুপুর ১:১৮
বাবুই বলেছেন: কিচ্ছু কমুনা।
১৭|  ২১ শে জুলাই, ২০০৯  দুপুর ১:২৭
২১ শে জুলাই, ২০০৯  দুপুর ১:২৭
শারফুদ্দীন হোছাইন বলেছেন: 
প্লে বয়ে রসময় গুপ্তের চটি থাকে ? 
১৮|  ২১ শে জুলাই, ২০০৯  বিকাল ৩:১৮
২১ শে জুলাই, ২০০৯  বিকাল ৩:১৮
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: ধন্যবাদ, 
ভাল লেখা প্লেবয় সম্পর্কে জানা গেল।
১৯|  ২১ শে জুলাই, ২০০৯  রাত ১০:১৮
২১ শে জুলাই, ২০০৯  রাত ১০:১৮
তায়েফ আহমাদ বলেছেন: অনেক জ্ঞানিত হইলাম!
২০|  ১৮ ই আগস্ট, ২০০৯  বিকাল ৪:০৩
১৮ ই আগস্ট, ২০০৯  বিকাল ৪:০৩
আরিফ নাওগাঁ বলেছেন: ভাল লিখছেন...
২১|  ১৮ ই আগস্ট, ২০০৯  বিকাল ৪:১১
১৮ ই আগস্ট, ২০০৯  বিকাল ৪:১১
নকীবুল বারী বলেছেন: ফ্রি প্লেবয় ডাউনলোডের লিংক চাই...............++++
২২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯  বিকাল ৩:৫১
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯  বিকাল ৩:৫১
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: তাহলে নারীর স্বাধীনতা মানেই যৌন স্বাধীনতা!!!!!!!!! তাহলৈ তো মানুষের চেয়ে পশুরাই বেশী স্বাধীন।
২৩|  ১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ৮:১৫
১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ৮:১৫
টানজিমা বলেছেন: জানার কোন শেষ নাই.........
জানতে গিয়ে তাল না হারাই........
http://www.playboy.com/
২৪|  ২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:২৩
২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:২৩
কপালপোড়া বলেছেন: আপনে তো ভাই আসলেই প্লেবয় ।
২৫|  ২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:২৮
২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:২৮
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: অচলীল।  তবে প্রিয়তে।
 তবে প্রিয়তে।
২৬|  ২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:৩৫
২৩ শে জুলাই, ২০১০  দুপুর ১২:৩৫
যোগী বলেছেন: লেখার ধরনটা বেশ চমৎকার। +++
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০০৯  রাত ১১:৫৬
২০ শে জুলাই, ২০০৯  রাত ১১:৫৬
নিলআকাশেরদুঃখ বলেছেন: দুনিয়াতে লেখার মত আর কিছু ছিল না ?