![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির য়াহমদ ওয়েবসাইট: thekabirahmed.com প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম সিলেটে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল) থেকে মাধ্যমিক এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সিলেটের এমসি কলেজ থেকে সমাজবিজ্ঞানে। সাহিত্যকর্ম কবির য়াহমদ লেখালেখি শুরু করেন নব্বইয়ের দশকে। তার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৩ সালে সিলেটের আজকের সিলেট পত্রিকায়। পরবর্তীতে তিনি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় সংবাদপত্র, ম্যাগাজিন ও ব্লগে লেখালেখি করেছেন। ২০০৮ সালে তার প্রথম কবিতার বই ‘রাত আর ঘুমের কৃষ্ণপাঠ’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও কিছু কবিতার বই এবং কলাম সঙ্কলন প্রকাশ করেন: ১. রাত আর ঘুমের কৃষ্ণপাঠ (২০০৮, বনসাই প্রকাশন) ২. আমাদের ঈশ্বরের অ্যাপয়েনমেন্ট দরকার (উৎস প্রকাশন) ৩. নিরবচ্ছিন্ন পাখিসমূহ (বাঙলায়ন) ৪. জাগরণের পূর্বাপর (কলাম সঙ্কলন, অনুপ্রাণন প্রকাশন) ৫. আগুনজলে ভূকম্প (অনুপ্রাণন প্রকাশন) সাংবাদিকতা ও পেশাগত জীবন কবির য়াহমদ দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন। ১৯৯৬ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় কলাম লেখা শুরু করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাকাগজ নামক ম্যাগাজিনের বাংলাদেশ সমন্বয়ক ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে সিলেটটুডে টোয়েন্টিফোর অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বার্তা২৪.কম-এ অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করেছেন। মৌলভীবাজার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আইনিউজের শুরুর দিকে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লেখালেখি জীবনে কবির য়াহমদ বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: চ্যানেল আই অনলাইন, বার্তা২৪.কম, এনটিভি, সমকাল, আইনিউজ, বিডিডাইজেস্ট, অপরাজেয় বাংলা, জাগোনিউজ, সারাবাংলা, নিউজ২৪, বিডিনিউজ২৪.কম, বাংলানিউজ, খবরের কাগজ, সংবাদপ্রকাশ অনলাইন, জাগরণসহ আরও অনেক। সামাজিক ও রাজনৈতিক ভূমিকা ২০১৩ সালে তিনি গণজাগরণ মঞ্চ–এর সিলেট শাখার একজন সংগঠক ছিলেন। সিলেটের মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢাকাউত্তর মোহাম্মদপুর জামেয়া দ্বীনিয়া আস-আদুল উলূম রামধা মাদ্রাসার মজলিসে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবন কবির য়াহমদ এক দশকের মতো সময় একটি বিদেশি ব্যাংকে চাকরি করেছেন। তিনি ২০১১ সালে শ্রীলঙ্কা এবং ২০২৪ সালে ভারত ভ্রমণ করেছেন। কবির য়াহমদের পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আজিজ উদ্দিন চৌধুরী (সাবেক ভাইস চেয়ারম্যান)। মাতা মরুহুমা ফখরুন নেছা আজিজ। পিতা আজিজ উদ্দিন চৌধুরী ছিলেন সমাজসেবক, রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব। ২০১৯ সালের ১৪ জুন তিনি মারা যান। মাতা ফখরুন নেছা আজিজ ২০২১ সালের ২ নভেম্বর মৃত্যুবরণ করেন। সম্মাননা ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কবির য়াহমদকে ‘লেখক সম্মাননা’ প্রদান করা হয় অনুপ্রাণন সাহিত্য পত্রিকা ও প্রকাশনের পক্ষ থেকে।
যেকোনো মবে অতি-উৎসাহী থাকে সর্বোচ্চ ৮/১০ জন, অংশ হয়ত নেয় জনাপঞ্চাশেক। কিন্তু এর বদনাম হয় সংগঠনের। প্রভাব পড়ে সারাদেশে। আর মবে বিক্ষুব্ধ হয়ে ওঠে বাইরে থাকা হাজার হাজার মানুষ। তারা হয়ত সাময়িক ক্ষমতাহীন, কিন্তু প্রবল আক্রোশে অপেক্ষা করতে থাকে সময়ের।
চিরদিন কারো সময় সমান যায় না। বছর দিন আগে যে বিএনপি-জামায়াত ছিল ক্ষমতাহীন, তারা এখন ক্ষমতার শীর্ষে। এর প্রকাশ তারা সারাদেশে রেখে চলেছে। তারা প্রত্যেকেই একেকটা বেসরকারি বাহিনী। ফলে সারাদেশে মব ছড়িয়ে পড়েছে।
ঢাকায় কিংস পার্টি এনসিপির মব দৃশ্যমান এবং স্বীকৃত। কিন্তু ঢাকার বাইরে তারা মূলত সংখ্যালঘু। ঢাকায় বিএনপির নেতাকর্মীরা মবে এনসিপির সহায়ক শক্তি হলেও ঢাকার বাইরে সারাদেশে তারাই কেন্দ্রীয় চরিত্রে।
মবকে একপ্রকার জাতীয় উপাদান বানিয়ে দিয়ে এনসিপি এই মুহূর্তে মব থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছে। এতেই সামনে চলে আসছে মবে বিএনপির বিভিন্ন সংগঠনের আগ্রহ। এভাবে চলতে থাকলে এই বদনাম একা বিএনপিকেই বয়ে বেড়াতে হবে। ক্ষমতা পাওয়ার আগেই তারা ক্ষমতাসীন রূপে নিজেদের জাহির করতে তাদের অনেকের আগ্রহ এখন মবে। ফলে এনসিপির মব ক্রমে বিস্মৃত হতে চলেছে, এর দায় গিয়ে পড়তে যাচ্ছে বিএনপির ওপরই।
জামায়াত-শিবির এক্ষেত্রে নিয়ন্ত্রিত। তাদের কেউ কেউ কোথাও থাকলেও তার নাম সামনে আসে না। তারা কৌশলে অন্যকে সামনে ঠেলে দেয়। ফলে মবের বদনাম যতটা এনসিপি ও বিএনপির, বদনাম অর্ধেকও নাই জামায়াতের। তারা ‘খেলে কম, খেলায় বেশি’।
গতকাল সাবেক সিইসি কেএম নুরুল হুদার ওপর যে মব চালানো হলো, এটা এনসিপি করেনি, জামায়াত করেনি; করেছে স্বেচ্ছাসেবক দল। যদিও সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব ওখানে জড়িত নয়, তবু এই দলের নেতাকর্মীরা অনলাইনে এর সমর্থন দিয়ে এই মবকে সাংগঠনিক সিদ্ধান্তে পরিণত করে চলেছে। এগুলো অভব্য চিন্তা, অশিষ্ট আচরণ এবং অপরিপক্ব রাজনীতির নমুনা।
নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হলেও এই কমিশনকে স্বাধীন ভাবার পেছনে বিবিধ সীমাবদ্ধতা রয়েছে। তারা ক্ষমতার অধিকারী হলেও সরকারের বাইরে যেতে পারে না। বর্তমান নাসিরউদ্দিনের কমিশন কি ইউনূস সরকারের সিদ্ধান্তের বাইরে টু-শব্দটি করতে পারছে? পারছে না। তারা কি পারবে সরকারকে অগ্রাহ্য করে কোন সিদ্ধান্ত নিতে? পারবে না। অথচ নির্বাচন কমিশনের কাজে সহায়তার সাংবিধানিক দায়িত্ব সরকারের।
কেএম নুরুল হুদার কমিশন স্বাভাবিকভাবে তৎকালীন সরকারের অপ্রত্যক্ষ নির্দেশনার কাজ করেছে। বিএনপির সময়েও একই ঘটনাও ঘটেছিল। আগামীতেও এভাবে চলবে হয়ত। তার মানে কি সময়ের-শক্তিমানেরা এভাবে মব চালাবে ক্ষমতার বাইরে থাকা মানুষদের ওপর?
আজ নুরুল হুদা আক্রান্ত হয়েছেন, কাল নাসিরউদ্দিন কি এর বাইরে থাকার চিন্তা করতে পারবেন? পারবেন না। একটা ভয় কাজ করবেই। নাসির-কমিশনের কাজে কি সবাই সন্তুষ্ট হয়ে যাবে? এটা সম্ভব না। কেউ সবাইকে সন্তুষ্ট করতে পারে না। পক্ষবিশেষের অসন্তোষ থেকেই যাবে।
নির্বাচন কমিশন সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান। এই পদাধিকারীদের বিরুদ্ধে মামলা-হামলা আগে এভাবে ছিল না। এখন শুরু হয়ে গেছে। দুপুরে থানায় মামলা আর সন্ধ্যায় মব আক্রমণ দিয়ে যে নজির স্থাপিত হলো দেশে, এর ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে।
নুরুল হুদাকে দিয়ে সাংবিধানিক পদাধিকারীদের ওপর হামলার যে নজির স্থাপন হলো, ভবিষ্যতে অন্য সাংবিধানিক পদাধিকারীদের জন্যে উদ্বেগের।
যেভাবেই থাকুক বিচার ব্যবস্থা। আদালতে কেউ তার ভাষায় অবিচারের শিকার হলে তার লোকেরা কি বিচারক ও বিচারপতিদের বাসায় আক্রমণ করবে? বাসা ঘেরাও করে তার ওপর হামলে পড়বে? এসব কি হয়? নিয়মিতভাবে হয়নি; তবে জেনে রাখুন কেএন নুরুল হুদাকে দিয়ে আপনারা শুরু করে দিলেন।
গত দশ মাসে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মবের শিকার হয়েছেন। মবে অনেকের জীবনও গেছে। ব্যক্তিবিশেষ ও দলের প্রতি প্রবল আক্রোশে হয়ত অনেকেই হয় এর প্রতিবাদ করতে পারেননি, কিন্তু যখন সাংবিধানিক সাবেক পদাধিকারীরা আক্রান্ত হতে শুরু করেছেন, তখন এর ভবিষ্যৎ প্রভাব কিন্তু আছেই। হয়ত অজ্ঞতায় জানেন না অনেক কিছু, তবু জেনে রাখুন সাংবিধানিক পদাধিকারীরা এমন কিছু রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে থাকেন, যা অবসরের পরেও রাষ্ট্র দিয়ে থাকে। কেএম নুরুল হুদারা সেই পদের লোক ছিলেন।
সাবেক সিইসির বিরুদ্ধে মব-লাঞ্ছনার পর সরকারের পক্ষ থেকে এর আইনি প্রতিবিধানের কথা বলা হয়েছে। অতীতের অভিজ্ঞতা বলে এটা তাদের আরেক ‘কথার কথা’। তবু দেখুন, মবকে প্রশ্রয় দেওয়ার সরকারকেই এই মবের বিরুদ্ধে বলতে হয়েছে। কেন বলেছে জানেন? বলতে বাধ্য হয়েছে। এই বাধ্যবাধকতা কীসের, এটা বুঝতে পারার কথা না মব-সমর্থকদের।
আপনারা যদি ২২ উপদেষ্টা আর এক প্রধান উপদেষ্টার ২৩ জনকেই সরকার ভাবেন, তবে হয়ত আংশিক ভাবছেন। এধরনের অনির্বাচিতের ক্ষমতা ও নিয়ন্ত্রক কেন্দ্র একাধিক থাকে। এরা চুপ থাকে। এখনো চুপ আছে। এই চুপ থাকা মানে ‘গণঘুমে’ থাকা নয়। আপনি হয়ত বলবেন ‘গণঘুমে’, কিন্তু আমার বিবেচনা সতত ইতিবাচক বলে, আমি ভাবছি অন্য ভাবে।
এভাবে কি তবে চলতে থাকবে? প্রশ্নটা করাই যায়। উত্তর মিলবে কবে জানি না, তবে নিশ্চিত করে বলতেও পারি—এভাবে আসলে চলবে না!
ছোট্ট করে বলি—কেএম নুরুল হুদা আক্রান্ত হওয়ার পরের অভিঘাত সামলানো কঠিন হয়ে যেতে পারে!
#কবিরয়াহমদ
২৩ জুন ২০২৫
২| ২৩ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৬
রিফাত হোসেন বলেছেন: পারস্যের রাজপুত্র বলেছেন: মবের দরকার আছে।
মবের ধাওয়া না খেলে হাসিনা পালাইতো?
মব শব্দটার মাধ্যমে প্রথমআলো গং জুলাই এর ছাত্রজনতার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করছে।
জুলাই আন্দলনের পরে এনসিপি নাম না দিয়ে "মব জাস্টিস পার্টি" (এমজেপি) নাম দিলে জনগন লুফে নিত।
দেশের বিচার, প্রশাষন পঁচে গেছে। তাই এখন মব জাস্টিসের দরকার হয়।
এটার দায় **** শেখ হাসিনার। সে অনেক সময় পেয়েছিল দেশকে সঠিক উচ্চতায় নেওয়ার।
৩| ২৩ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
এম ডি মুসা বলেছেন: আওয়ামীলীগ এর আচরণ তোমার ভেতরে হলে তুমি ভালো কিভাবে?
৪| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: দেশে আইন আছে।
মব যারা করছে তারা শুয়োরের বাচ্চা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৮
পারস্যের রাজপুত্র বলেছেন: মবের দরকার আছে।
মবের ধাওয়া না খেলে হাসিনা পালাইতো?
মব শব্দটার মাধ্যমে প্রথমআলো গং জুলাই এর ছাত্রজনতার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করছে।
জুলাই আন্দলনের পরে এনসিপি নাম না দিয়ে "মব জাস্টিস পার্টি" (এমজেপি) নাম দিলে জনগন লুফে নিত।
দেশের বিচার, প্রশাষন পঁচে গেছে। তাই এখন মব জাস্টিসের দরকার হয়।