নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা-লেখিতে আসক্ত এক মানব। বড় লেখক ও সাংবাদিক হওয়ার সপ্ন দেখি।

কবির আহমেদ (কবির)

ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে; সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়া অন্যায়ের প্রতিবাদকারী।

কবির আহমেদ (কবির) › বিস্তারিত পোস্টঃ

শরীর-ই কি মেয়েদের নিয়তি !

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

স্কুলে একটি মেয়ের একদিন ঋতুস্রাব হয়। শিক্ষক ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছেন, হঠাৎ মেয়েটি টের পেল একটা কিছু হচ্ছে। বিব্রতকর অবস্থাটির যখন লিমিট পার হয়ে যায় তখন তার পাজামার উপর থেকেই রক্ত দেখা যাচ্ছে ! অন্য একটি মেয়ের কথা বলছি। মেয়েটির বয়স ছিল ১৪। গ্রামের বাড়ি যাচ্ছে, হঠাৎ বাসে প্রথমবারের মত ঋতুস্রাব ঘটে গেল! ভীষণ ভয় আর কেঁদে ফেলার মত অস্বস্তিততা নিয়ে সে চুপচাপ গাড়িতে বসে ছিল। মেয়েটির মা'কে কিছু না বললেও মা ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। তিনি তার ওড়না দিয়ে মেয়েটিকে ঢেকে রাখার চেষ্টা করলেন। সকলের সামনে কেমন যেন লজ্জায় মরে যাবার মত একটা তিক্ত অভিজ্ঞতা হল। এটি মনে হলে এখনও তার শরীর কেঁপে উঠে !
প্রতিটি মেয়ের এমন অসংখ্য ঘটনা থাকে। সব কথা বললেও এরকম অসংখ্য কথা মেয়েরা বলতে পারে না। কাউকে কিছু না জানিয়ে নিজের কথা নিজেকে বলার এমন আজব নিয়ম শিখে ফেলে তারা! একটি ব্যাপার আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। যে বিষয়টি নিয়ে মেয়েদের গর্ব করার কথা ছিল যে, আমরাই সন্তানদের গর্ভে ধারণ করি ! সেই বিষয়টি কিনা তাদের লজ্জায় মেরে ফেলে! ফার্মেসীতে পুরুষের মাঝে একটি মেয়ে বলতে পারে না, সে ন্যাপকিন কিনতে এসেছে। সে অপেক্ষা করে কখন মানুষ কমবে। দোকানের আশে পাশে কেউ থাকলে তারা যখন জানে সে এই জিনিস কিনতে এসেছে তখন কেমন করে যেন তাকায়!
মাসিকের মতো সাধারণ একটি ব্যাপারকে আমরা খুব নিষিদ্ধ মনে করি। আমাদের দেশের অনেক মেয়েদের রমজানে একটা সময় এসে বিব্রত হতে হয়। যেন কেউ বুঝতে না পারে ! রোজা রাখতে না পেরেও সারাদিন না খেয়ে থাকে এরকম অনেকেই আছে। তারপরেও মেয়েটিকে আমরা ছাড় দেই না। কী নেতিবাচক একটি কাজ আমরা দিনের পর দিন করে যাচ্ছি ভাবা যায়? আমরা মনে করি, ব্যাপারগুলো একেবারেই মেয়েদের, ছেলেদের না জানলেও চলবে। মেয়ের মা/বোন হয়তো একদিন মেয়েকে গোপনে ডেকে বুঝিয়ে দিবে, তাতেই হয়ে যাবে। আসলে বিষয়টি এমন না। আপনার ছেলে কিংবা ভাইকেও এই ব্যাপারটি বোঝাতে হবে। অন্যথায় তারা এই নিয়ে আড়ালে কথা বলবে এবং তারাই আশে পাশের কোন মেয়েকে বিব্রত করতে ছাড়বে না। তাকে জানাতে হবে, দেখো একটি মেয়েকে মা হবার জন্য কত কষ্ট করে যেতে হয়। কোন মেয়ের পিরিয়ড হয়েছে এটা জেনে যদি তোমার বন্ধুরা হাসাহাসি করে তাহলে তুমি তাদের জানিয়ে দিবে তাদের মা/বোনদেরও মাসের একটি সময় এরকম হয়।
মানসিক দিক দিয়ে কেউই নারী হয়ে জন্ম নেয় না। একরাশ লজ্জা আর সংকীর্ণতা দিয়ে আমরা একটি মানুষকে নারী বানিয়ে ফেলি।
শরীর-ই যেন তার নিয়তি !

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: লোকে কি বলবে, এইসব কথা ভেবে আপনার কথা গুলো অনেক আলোচনা বা ব্লগে পোস্ট দিতে চায় নাহ। তবে মেয়েদের বিষয়ে তাদের উচিত সবার আগে সচেতনতা সৃস্টি করা। ধন্যবাদ পোস্টের জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

কবির আহমেদ (কবির) বলেছেন: ইতিবাচক মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মাসিক, স্বপ্নদোষ প্রাকৃতিক। মাসিক মানে মা হবার যোগ্যতা। স্বপ্নদোষ মানে বাবা হবার যোগ্যতা।এসব ক্ষেত্রে গোপনীয়তা কৈশোরে ভুল পথে নিয়ে যায়।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

কবির আহমেদ (কবির) বলেছেন: ছেলে-মেয়েরা যেন এসব ব্যাপারে বিব্রতকর অবস্থায় না পড়ে সে কারনে আমাদেরকে একটু বেশিই সচেতন থাকা উচিত। ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


তুখোড় ইন্জিনিয়ারিং ব্যাপার স্যাপার, মেয়ের একান্ত নিজস্ব ব্যাপারের সাথে জড়িত কিছুকে টেনেটুনে ব্লগে আনতেই হচ্ছে?

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

কবির আহমেদ (কবির) বলেছেন: ব্লগে আনার ফলে কিছু মানুষের যদি সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে সেটা মন্দ কি!

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

কবির আহমেদ (কবির) বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

Imran Ansani বলেছেন: কথা গুলো খুব ভালো লেগেছে। এই ব্যাপারে আমিও লিখছিলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে :)

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮

কবির আহমেদ (কবির) বলেছেন: ইতিবাচক মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৮

অর্থনীতিবিদ বলেছেন: মেয়েদের এই বিষয়টা আসলেই বিব্রতকর তাদের জন্য। কিন্তু তাদেরকে সহ আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার। এখানে লজ্জা বা সংকোচের কিছু নেই। কিন্তু বিষয়টাকে আমরা অনেক হেয় ভাবে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.