নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

মুখোশ

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭




সে যখন কাঁদে, আমি হাসি অট্টহাসি;
সে যখন হাসে, বুকেতে যন্ত্রণা বাড়ে।
সে বিদায় নেয় যদি, আমি খুশি হই;
সে যখন খুশি হয়, হতাশায় পুড়ি।
তবুও সে এলে, হাত বাড়াই সহাস্যে,
দাঁত খুলে হাসি আশ্চর্যজনকভাবে।
নিখুঁত মুখোশে ঢাকি মুখের আদল,
নিজেকে আড়াল করি কতোই না ছলে!

মুখোশের অন্তরালে নিজেকে লুকিয়ে
অতিশয় বুদ্ধিমান ভেবে খুশি হই।
একদিন ঝরে যাবে সকল আড়াল,
কুসুমের মতো সূর্য শীত সকালের
কুয়াশা যেমন কাটে তাপের ছোঁয়ায়,
মুখোশও খুলে যাবে কালের প্রভাবে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৩

মরুর ধুলি বলেছেন: আমরা সবাই মুখোশ পড়ে আছি।
কারোটা দেখা যায় আর কারোটা অপ্রকাশিত।
ভাল লাগল আপনার মুখোশ উন্মোচন।

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার লিখেছেন। ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.