নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
প্রাক-রেজিস্ট্রেশন করে আজ কোভিড-১৯ ভেকসিন দিতে গেলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ক্যাম্পে পৌঁছার পর অভ্যর্থনায় থাকা নার্স-মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। আমার হাতে থাকা কোভিড-১৯ টিকাদান কার্ডখানা নিয়ে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে লাগলেন। অন্য একজন নার্স-মেয়ে আমাকে চেয়ারে বসতে বললেন। মিনিট দুইয়েকের সময়ে টিকাদান কার্ডের একটি অংশ ফেরত দিয়ে টিকাদান বুথটি দেখিয়ে দিলেন। কক্ষে প্রবেশ করার পর হাসিমাখা সম্ভাষণের মাধ্যমে অন্য একজন নার্স-মেয়ে আমাকে একটি চেয়ারে বসালো এবং টিকার ইনজেকশন (covishield, serum, astrazeneca oxford) বাম বাহুর মাংসপেশিতে পুশ করে দিলো। অতঃপর, পাশের একটি রুমে বিশ্রামের জন্য বললো। কোন সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হলে তাদেরকে জানাতেও বললো। প্রায় আধা ঘন্টা বিছানায় শুয়ে-বসে বিশ্রাম নিচ্ছিলাম। এর মাঝে একজন নার্স-মেয়ে কিছুক্ষণ পরপর দুবার এসে খবর নিলো আমার কোন সমস্যা হচ্ছে কি না? আমার পাশাপাশি সিটে আরো কয়েকজন ভেকসিন গ্রহণকারীও বিশ্রামরত ছিলেন।
যারা ভেকসিনেশন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের কর্ম-তৎপরতা ও আচরণ খুবই ভালো ছিলো। ভেকসিন গ্রহণকারীর সাথে আলাপ-আলোচনা বা গল্পচ্ছলে কথা বলে মনের নেতিবাচক ভয়টিকে দূরে সরিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। ভেকসিন দেয়ার পর আমি তাদের সাথে ছবি তোলার প্রস্তাব দিলে উপস্থিত তিনজনের মধ্য থেকে দুজন নার্স-মেয়ে- মিতালী রানী কর্মকার (সিনিয়র স্টাফ নার্স) এবং অর্পণা রানী বাড়ৈ (সিনিয়র স্টাফ নার্স) আমার দুপাশে হাসিমুখে দাঁড়ালো এবং অন্যজন ছবি তুললো। তাদের সাথে আমাকেও দুআঙুল তুলে ভি-সাইন (আমরা করবো জয়) দেখাতে হলো।
ভেকসিন নেয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০/১১ ঘন্টা অতিবাহিত হলো। এ পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। আসুন, আমরা স্বপ্রণোদিত হয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীকে সার্থক করি। আমাদের দেশসহ পৃথিবী থেকে কোভিড-১৯ ভাইরাস তথা করোনাকে বিতারিত করি। শুভ কামনা সকলের প্রতি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: মাস্ক ছিলো কিন্তু বাঙালির মাস্ক মুখের থেকে নেমে গলায় মাফলার হয়ে গিয়েছিলো!! শুভ কামনা।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: আপনাকে দেখে তো এখন আমারই টিকা নিতে ইচ্ছা করছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০
কবীর হুমায়ূন বলেছেন: আমি মনে করি, নেয়া উচিৎ। শুভ কামনা সব সময়।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিকাদান কর্মসূচী সার্থক হোক
কামনা করি ।
.............................................................
আপনার কি মনে হয় সব টিকাদান কেন্দ্রে এই রকম
সহাস্য অভ্যর্থনা ও সুযোগ সুবিধা বিদ্যমান ???
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে, মনে করি, সকল টিকাদান ক্যাম্পে এমনটাই হওয়া উচিৎ। তাতে, যারা টিকা গ্রহণ করবেন, তারা একটি সুখস্মৃতি নিয়ে কথা বলতে পারবেন। শুভ কামনা।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৭
ডাব্বা বলেছেন: খুব ভালো করেছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১১
জিল্লুর রহমান রিফাত বলেছেন: গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দিখে আমার এখানেও এসে গেছে নিয়ে নেব দ্রুত।
কিন্তু এরা হ্যান্ড গ্লাভস পরে নেয় না কেন!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২
কবীর হুমায়ূন বলেছেন: আমাকে ইনজেকশন পুশ করার আগে উভয় নার্সই সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করে নিয়েছিলেনো; দেখেছি। হয়তো, হ্যাণ্ডগ্লাভস পড়ে সিরিঞ্জ ধরতে সমস্যা হতে পারে বা অন্য কোন কারনে। শুভ কামনা।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭
আমি সাজিদ বলেছেন: অভিনন্দন
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা। সুস্থ ও সাবধানে থাকুন।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩
এম. হাবীব বলেছেন: খুব ভালো করেছেন ; অভিনন্দন।
আমিও প্রাক-রেজিষ্ট্রেশন করেছি; অপেক্ষা করছি কখন সুযোগ পাওয়া যায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
কবীর হুমায়ূন বলেছেন: এখন মানুষ দলে দলে সুরক্ষা টিকার প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছে। শুভ কামনা। সুন্দর ও সুস্থ থাকুন।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৩
জিল্লুর রহমান রিফাত বলেছেন: নেবার ইচ্ছা ছিল কিন্ত ৪০ উর্ধ্ব হতে হবে।
সে জন্য নিতে পারছি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২
কবীর হুমায়ূন বলেছেন: ইয়াং মানুষ! নিশ্চয়ই শরীরে আল্লাহ প্রদত্ত সুরক্ষা সিস্টেম (Immunity system) আছে। আল্লাহ হেফাজত করুক। শুভ কামনা।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: শুভকামনা রইলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫২
কবীর হুমায়ূন বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
সুখবর। বিশ্রাম নেয়ার সময় আপনার মুখে মাস্ক দেখছি না।