নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
মাহে রমজান হলো অবসান মুসলিম ঘরে ঘরে,
ঈদের খুশির আনন্দধারা সকলের অন্তরে।
আঁধার সিন্ধু পাড়ি দিলো এলো সোনালী চাঁদের আভা,
উৎসব নামে মাঠে ময়দানে হৃদয়ে জাগছে কাবা।
ওরে মুসলিম! উদার অসীম ওই হেলালের তলে,
জমায়েত হও মানুষের তরে, এসো মিলি দলে দলে।
পরস্পরের দুঃখ-বেদনা আজ নেবো ভাগ করে,
মিলনের গানে সেবা-প্রীতি-দানে এই মানুষের তরে।
নিঃস্বেরে দেবো সঞ্চিত ধন- যাকাত-ফিতরা যত,
ঐক্যে মিলবো শান্তির তরে সুখে র'বো অবিরত।
ধনী ও গরীবে ব্যবধান তুলে, করবো না অবহেলা,
পাড়া-প্রতিবেশী সকলের সাথে কাটাবো রে সারাবেলা।
সারাজাহানের মুসলিম যতো একে অপরের ভাই,
ঈদগাহে এসে জামাতে মিলবো এইটুকু শুধু চাই।
ঐক্যবদ্ধে ধ্বংস করবো সকল অত্যাচারী,
ইসলাম হলো মানুষের তরে, এই কথা হোক জারি।
মৃত্যুকে কোন ভয় নয় আর, হাতিয়ার নাও হাতে,
হও আগুয়ান হে মুসলমান! জীবনের সংঘাতে।
ফিলিস্তিনের মুসলমানেরা অত্যাচারিত আজ,
ঈদগাহে এসে লাশ হয়ে যায়, কোথায় রাখবো লাজ?
ঈদ উৎসবে গাইবো সকলে সাম্যের জয়গান,
বুলন্দ স্বরে আওয়াজ তোলহে- আল্লাহ সুমহান।
১৩/০৫/২০২১
মিরপুর, ঢাকা।
২| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: করোনা মহামারী এখনও তার থাবা বিস্তার করে রেখেছে। কেড়ে নিচ্ছে বহু প্রাণ। আমাদের জন্মভূমিতে এখন সে ভয়াবহ রূপ নিয়ে বিরাজমান। সতর্কতার বিকল্প নেই। বেঁচে থাকলে ঈদ আরও আসবে জীবনে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
৩| ১৫ ই মে, ২০২১ রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা। যথোপযুক্ত দিনে এটা প্রকাশিত হলো।
পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মুবারক!
৪| ১৫ ই মে, ২০২১ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২১ রাত ২:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ঈদ মোবারক ।