নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কর্মব্যস্ততার মধ্যে একটু সময় পেলে কিছু একটা লিখি।

কবির সরদার

কবির সরদার › বিস্তারিত পোস্টঃ

মায়াকান্না

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৫

ছবিঃ নেট

দরদ উৎলে উঠছে! আহ্! নির্যাতিতদের জন্য কি দরদ! মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিমানের পর বিমান পাঠিয়ে কথিত আফগান নির্যাতিতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। অথচ আফগান দখলের পর একটাও নির্যাতনের খবর, চিত্র বা ভিডিও প্রকাশ করতে পারেনি তারা।

অপরদিকে একটু পিছনে তাকাই, রোহিঙ্গা নির্যাতনের লোমহরর্ষক ঘটনা দেখেছে সারা বিশ্ব। কেউ একটা নৌকা নিয়েও এগিয়ে আসেনি! অথচ বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের জনঘনত্বপূর্ণ একটা দরিদ্র দেশ একাই আশ্রয় দিয়েছে ১২ লক্ষ প্রকৃত নির্যাতিত উদ্বাস্তুদের। যাদের প্রায় প্রত্যেকেরই বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বা সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে এবং বেশিরভাগ রোহিঙ্গাদেরই নিকট আত্মীয় খুন/জখম হয়েছে। এরা কোন রকমে জীবনটা নিয়ে পালিয়ে এসেছে।

তোমরা মানবতা বলতে এখন কি বোঝাতে চাচ্ছ? আমরা কিছু বুঝিনা, না? এবার মায়াকান্না রাখ, যার যার পথে সে সে হাঁট।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

ইমরান আশফাক বলেছেন: সহমত, সম্পূর্নভাবে।

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৬

কবির সরদার বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫২

শূন্য সারমর্ম বলেছেন: আফগান দখলের নির্যাতনের খবর, চিত্র বা ভিডিও নিয়ে পোস্ট দিন,আলোচিত পোস্টে আসে কিনা দেখি।

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৭

কবির সরদার বলেছেন: এরকম কিছু পেলে আপনি দিন, দেখি।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত

২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৩৬

কবির সরদার বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: সঠিক উপলব্ধি। সহমত আপনার আবেগীয় বক্তব্যর সাথে। বিশ্বের ধনী দেশেগুলো এমন মায়াকান্না না করে পৃথিবীজুড়ে নির্যাতিতদের পাশে দাঁড়ানো উচিৎ, যা তারা করেনা।

২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৮

কবির সরদার বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০৪

বিটপি বলেছেন: প্লেনে গাদাগাদি করে আমেরিকায় যাওয়া আফগানদেরকে আমেরিকা পত্রপাঠ ঊগান্ডায় পাঠিয়ে দিয়েছে। এত বড় দেশে জায়গা হলনা মাত্র ৫১ জন অসহায় আফগানের।

২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২১

কবির সরদার বলেছেন: বিমান বন্দরের ভির কমে যাবে।

৬| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



পাশ করার জন্য কখনো ফাঁস-করা প্রশ্ন সংগ্রহ করেছিলেন? এখন চাকুরী করছেন, নাকি চাকুরী নেই?

২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৬

কবির সরদার বলেছেন: কখনো পাশ করি নাই। ফেল করতে করতে একধরনের সার্টিফিকেট পেয়েছিলাম। চাকুরী করি আর নাই করি বিদেশের মাটিতে পরে থেকে তাদের দান-খয়রাতে গাঞ্জা খেয়ে কারো দালালি করতে ভালো লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.