নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যাচাল পছন্দ করবো কিন ভাবছি.............

ক্যাচালবাজ

নিজেরে হারায়ে খুঁজি..................।

ক্যাচালবাজ › বিস্তারিত পোস্টঃ

বৃহস্পতিবারও হরতাল দিচ্ছে জামায়াত :-/

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২











ঢাকা: বৃহস্পতিবারও হরতাল দিচ্ছে জামায়াত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর জামায়াত এই হরতাল ডাকার ‌প্রস্তুতি নিচ্ছে।



বুধবার হরতাল চলাকালে যে কোন সময় বিবৃতি দিয়ে জামায়াত এ হরতালের ঘোষণা দেবে বলে জানিয়েছে দলীয় সূত্র।



আর এই হরতাল ঘোষিত হলে চলতি সপ্তাহে জামায়াতের হরতাল টানা চতুর্থ দিনে গড়াবে।



এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আদর্শিক নেতা গোলাম আযমের রায় ঘোষণার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। ওই দিন রায়ে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেওয়া হলে প্রতিবাদে পরদিন মঙ্গলবারও হরতাল ডাকে তারা।



এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বুধবার দেওয়ার ঘোষণা দিলে টানা তৃতীয় দিনের মতো বুধবারও হরতাল ডাকে তারা। একই সঙ্গে জানিয়ে দেয়, মুজাহিদের বিরুদ্ধে ফাঁসি বা অন্য কোন কঠোর রায় হলে বৃহস্পতিবারও হরতাল দেওয়া হবে।



এরকম পরিস্থিতিতে বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মুজাহিদের ফাঁসির আদেশ দিলে বৃহস্পতিবারও হরতাল ডাকার প্রস্তুতি নেয় জামায়াত।



এর ফলে টানা চার দিন হরতালের ফাঁদ তৈরি হয়।







মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

শেরশাহ০০৭ বলেছেন: dise to

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১১

ক্যাচালবাজ বলেছেন: Ah, Dia Dise! Ami nicher link ta dekhe share korlam.


Click This Link

২| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: হরতাল প্রত্যাখ্যান করছি। ঘরে ঘরে উৎসব করুন। আমি মাংস কিনতে যাচ্ছি।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

ক্যাচালবাজ বলেছেন: মাংস খাইয়া হরতাল প্রত্যাখ্যান !

৩| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

খেক খেক বলেছেন: হরতাল প্রত্যাখ্যান করছি। ঘরে ঘরে উৎসব করুন। আমি বোনের বাসায় যাচ্ছি পার্টি করতে

৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

মিত্রাক্ষর বলেছেন: মাগনা পাইসে! দেশটারে ১২টা বাজাই দিলো।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪

নিষ্‌কর্মা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! হরতাল হয়ে মুনাফা খোর ব্যবসায়ীদের যন্ত্রণায় ভোগা আমাদের যন্ত্রণা আরো বাড়বে। ঐ মুনাফাখোরগুলা তো চার দিনের লস বাকি দিনগুলোতে ভাগ করে নিয়ে উচ্চ মূল্যে আমাদের কাছে জিনিস বেচবে।

জয় বেবসায়ী বান্ধব রাজাকারদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.