![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসঙ্গে নির্বাচন করে ক্ষমতায় গেলে হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে বিএনপি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ’র মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউই তাদের নাম প্রকাশ করতে চান নি।
এরকমই একজন প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে জানান, বিএনপির দেওয়া এই প্রস্তাব পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে উপস্থাপন করা হয়েছে।
এরশাদের জন্য রাষ্ট্রপতি পদ ছাড়াও জাপাকে ৭০টি আসন ও সরকার গঠন করতে পারলে জাতীয় পার্টির ১০ জনকে মন্ত্রিসভায় স্থান দিতে চায় বিএনপি। এ ছাড়া অন্যান্য প্রশাসনিক পদেও আনুপাতিকহারে স্থান দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে হুসেইন মুহম্মদ এরশাদ যাদের নাম সুপারিশ করবেন তারাই মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বিএনপির সর্বোচ্চ হাই কমান্ডের সম্মতিক্রমে এই প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয় হুসেইন মুহম্মদ এরশাদকে।
বিএনপির এই প্রস্তাব সম্পর্কে হুসেইন মুহম্মদ এরশাদ কোনো তাৎক্ষণিক মন্তব্য করেন নি। তবে তিনি অন্য সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা বিষয়টি ভেবে দেখার জন্য বলেছেন। তারা এরশাদকে পরামর্শ দিয়েছেন, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে দলকে ঝুঁকিতে না ফেলতে।
রাজনীতিতে শেষ কথা নেই। তবুও মহাজোটের অন্যতম শরিক এই দলটি আর মহাজোটে থাকবে না বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আর মহাজোটে থাকতেও অনেক জটিলতা রয়েছে দলটির জন্য। কারণ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জাপার নেতাকর্মীদের সাপে-নেউলে সম্পর্ক বিরাজ করছে। এ অবস্থায় মহাজোটে থাকলেও ভালো ফল হবে বলে মনে করছেন না সিনিয়র নেতারা।
জাতীয় পার্টির মহাসচিবসহ বেশ কয়েকজন এমপি লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে। সে কারণে তৃণমূলের নেতাকর্মীরাই বেশি ক্ষুব্ধ। আর তৃণমূলের ক্ষোভ বুঝতে পেরেই মহাজোটে না থাকার পক্ষে বেশিরভাগ সিনিয়র নেতা।
মহাজোট বিরোধীদের মতামতকে শক্ত ভিত্তি দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন দিলেও দলের একটি বিশাল অংশ পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে হুসেইন মুহম্মদ এরশাদও নাকি আতঙ্কিত মহাজোটের বিষয় নিয়ে।
তবে আগেভাগেই মহাজোট ছেড়ে বিপদে পড়তে চান না সাবেক এই রাষ্ট্রপতি। তিনি মহাজোটে থেকেই দরকষাকষিটা করতে চান বলে জানা গেছে। আর তার পক্ষে দূতিয়ালি করছেন কাজী জাফর আহমদ।
সর্বশেষ জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়। আর এরশাদের অনুমতিক্রমেই সেই দাওয়াত দিতে গিয়েছিলেন কাজী জাফর আহমদ। সে সময়ে মিডিয়াকে বিষয়টি কাজী জাফর নিশ্চিত করেছিলেন।
এ বিষয়ে কাজী জাফর আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি জানান, রাজনীতিতে অনেক কিছুই ঘটতে যাচ্ছে। বিএনপির সঙ্গে দূতিয়ালী ও বিএনপির প্রস্তাব বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বাংলানিউজকে জানান, পার্টির চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে থাকেন। কাউকে এমন দায়িত্ব দিয়েছেন কি না আমার জানা নেই।
বিএনপির প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি জাপা মহাসচিব।
Click This Link
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
ক্যাচালবাজ বলেছেন: আরো অনেক কিছু দেখার আছে,অপেক্ষা করুন
২| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
ঢাকাবাসী বলেছেন: এরশাদ রাষ্ট্রপতি হলে খুব ভাল হয়। বর্তমান কেবিনেটের তূলনায় তিনি ফেরেশতা।
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫
ক্যাচালবাজ বলেছেন: এটা কি ক্ইলেন? ফেরেশতা !!
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬
আনমনা 007 বলেছেন: মুলার সাইজ বেশ বড় মনে হচ্ছে.........................
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
ক্যাচালবাজ বলেছেন: হা হা
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
বিডি আইডল বলেছেন: টয়েলটনিউজ২৪ আজকে আইটি জয়ের কোন স্ট্যাটাস আ্পডেট ছাপে নাই? ভাইয়ার নাকি আইজকা পাতলা পায়খানা হইছে
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
ক্যাচালবাজ বলেছেন: টয়লেটের খবর আপনি জানলেন কেমনে?
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
নষ্ট ছেলে বলেছেন: আওয়ামী লীগের অবস্থা যেই লেজে গোবরে বিএনপি একা নির্বাচন করলেই বিশাল ব্যবধানে জিতবে। অবশ্য সেটা যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়।
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮
ক্যাচালবাজ বলেছেন: তবু এরশাদরেই রাষ্ট্রপতি বানাইতে চায়.
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: জানিনা এই হযবরল রাজনীতির শেষ পরিনতি কি হয় ।।
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
ক্যাচালবাজ বলেছেন: এই জাতীয় পরিনতি হবে আর কি!
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
বিডি আমিনুর বলেছেন: কাকু তো পুরা ফর্মে আছে !
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
ক্যাচালবাজ বলেছেন: তা আর বলতে,ফর্ম মানে সেই রকম ফর্ম !!
৮| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
মোহাম্মদ আনোয়ার বলেছেন: কিন্তু সমস্যা হচ্ছে, মহাজোট ত্যগ করলেইতো তাকে আবার স্বৈরাচার বলা হবে !!!!! ????
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬
ক্যাচালবাজ বলেছেন: যে বলবে বলুক, আপনি না বললেই হলো
৯| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
মোহাম্মদ আনোয়ার বলেছেন: তবে সত্যি কথা হচ্ছে, দেশের জন্য যদি সত্যিকার অর্থে কেউ কাজ করে থাকেন, তবে তিনিই করেছেন
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫
ক্যাচালবাজ বলেছেন: আপনি তো দেখি ছোড কাগু!
১০| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
মাইন রানা বলেছেন: এই দেশে উল্লেখযোগ্য ৪ জনের (মুজিব, জিয়া, খালেদা, হাসিনা) আমল এর মধ্যে সবচেয়ে বেশী উন্নয়ন ও দেশ ভাল ছিল এরশাদের আমলে।
তাঁর ব্যাক্তিগত অনেক অপকর্ম আছে কিন্তু তুলনামূলকভাবে তাঁর আমলে দেশ ভাল ছিল।
কিন্তু তাঁর বোকামি দলীয় ব্যার্থতার কারণে জাতীয় পার্টি আজ অতলে
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬
ক্যাচালবাজ বলেছেন: আপনি তো দেখি মাইঝ্যা কাগু!
১১| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬
স্বাধীকার বলেছেন:
বাইনচোতনিউজ২৪.কম এর খবর!!!!!!!!!!!
তাও আবার কেউ এর সত্যতা স্বীকার করেনি!!!
আম্লীগ/যাত্রাপাটি আগামী কোরবানীর আগেই এরশাদকে হাটে তুলে দরদাম হাকাচ্ছে, দেখা যাক বিএনপি কি দাম করে, তারপর এরশাদের ফাইনাল দাম করবে আম্লীগ------বাজারে এরকম কত গরুর দালাল দেখেছি!!!
মনগড়া অনুমানভিত্তিক এরকম সঙ-বাদ প্রদানে বাইনচোতনিউজ২৪.কম এর ধারে কাছে কেউ নেই।
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
ক্যাচালবাজ বলেছেন: বাইনচোতনিউজ২৪.কম!
আম্লীগ/যাত্রাপাটি !!
সঙ-বাদ !!!
এরপরে
বিএনপি !!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০
বেলাল তামজীদ বলেছেন: আমার ২০ বছর বয়সে অনেক কিছু দেখলাম।জানি না ভবিষ্যতে আরও কি কি নাটক দেখতে হবে।