নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যাচাল পছন্দ করবো কিন ভাবছি.............

ক্যাচালবাজ

নিজেরে হারায়ে খুঁজি..................।

ক্যাচালবাজ › বিস্তারিত পোস্টঃ

সরকার এই অমানবিক ঘটনা ঘটিয়েছে:মির্জা ফখরুল X(X আপনি কি কন?

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

রাজধানীর শনির আখড়ায় যাত্রীবোঝাই একটি বাসে আগুন দিয়ে আটজন নিরীহ যাত্রীকে দগ্ধ করার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, বিএনপি ও ১৮ দলের আন্দোলনকে দমনের জন্য সরকার এই অমানবিক পন্থা অবলম্বন করছে।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা এবং জড়িত দুষ্কৃতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল এই আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার জন্য বর্তমান সরকার নানামুখী অমানবিক পন্থা অবলম্বন করেছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আধুনিক মারণাস্ত্রে সজ্জিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোকে দিয়ে দেশে খুন, গুম, হামলা ও অগ্নিসংযোগের তাণ্ডব শুরু করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী অস্ত্রধারীরা বিরোধী নেতা-কর্মীদের বাড়িতে আক্রমণ করে ভাঙচুর, লুটপাট, পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিরোধী নেতা-কর্মীদের হত্যার জন্য নির্বিচারে গুলি করার অবাধ অধিকার দেওয়া হয়েছে সরকারের পেটোয়া বাহিনীগুলোকে। তারা হরতালে প্রতিদিন বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে। এজেন্টদের দিয়ে সারা দেশে বাড়িঘর ও যানবাহনে আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে এক নারকীয় পরিবেশ সৃষ্টি করেছে।

মির্জা ফখরুল বলেন, শনির আখড়ায় বাসে আগুন লাগিয়ে যেভাবে আটজন নিরীহ যাত্রীকে দগ্ধ করা হয়েছে, তা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। অতীতে শেরাটন হোটেলের সামনে যাত্রীবাহী বাসে যেভাবে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ হত্যা করা হয়েছিল, গতকাল শনির আখড়ায় বাসে আগুন দেওয়ার ধরন হুবহু মিলে যায়।

তিনি বলেন, জনগণের আন্দোলন দমন এবং বিভ্রান্ত করার জন্য গুলি করে হত্যা, পুড়িয়ে মারা, টর্চার করে বিকলাঙ্গ করা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মতো অমানবিক পথ থেকে সরে না এলে সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

হেডস্যার বলেছেন:
দুই দলের সব কয়টা নেতা নেত্রীরে একসাথে বাইন্ধা বাসে ভইরা আগুন লাগাইয়া দিলে বুঝত....কেমন মজা।

রাজায় রাজায় যুদ্ধ, আর প্রান যায় উলুখাগড়ার।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

ক্যাচালবাজ বলেছেন: ভাই বাসে চড়ে যাতায়ত করি, এইসব দেখলে কেমন লাগে??

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রাতুল রেজা বলেছেন: এইগুলারে বস্তায় বাইন্দা আগুন দেয়া দরকার X(

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

ক্যাচালবাজ বলেছেন: pablic dhorte parle ki kore ke jane!

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

জহির উদদীন বলেছেন: কয়েকটি প্রশ্নঃ

- এক এলাকা বা র‍্যুটের বাস এই হরতালের মধ্যে কীভাবে এবং কেন সম্পূর্ণ বিপরীত এলাকায় যাচ্ছে?
- নাটকীয় ভাবে সেই বাসগুলোতেই কেন অগ্নিসংযোগ ঘটছে?
- সারা শহরে এত হাজার হাজার পুলিশ-র‍্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থালে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন?
- হাজার হাজার পুলিশের একজনও যে অগ্নিসংযোগের ঘটনাস্থলে থাকতে পারছে না, সেখানে বলা কওয়া ছাড়া রাশি রাশি সাংবাদিক, তাদের ক্যামেরাম্যান আর গাড়ি কী করে থাকছে?
- বিএনপি নেতাকর্মীদেরকে পারলে পাতাল থেকেও খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু অগ্নিসংযোগকারী একজনকেও কেন পুলিশ ধরতে পারে না?

আওয়ামী লীগকে সমর্থন করে যারা এখনও বুদ্ধি ও বিবেক বিসর্জন দেননি, তারা উপরের প্রশ্নগুলোর মর্ম ও তাদের উত্তর বুঝবেন।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

ক্যাচালবাজ বলেছেন: আপনি হইলেন মার্কা মারা পাবলিক, বাইরে যাইতে পারবেন না, যাই হউক আপনার ব্যাখ্যা হবে একরকম

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

হারকিউলিস বলেছেন: ঘটনা সত্য। গতকাল বাসে আগুন দিসে হাম্বালীগের পোলাপাইন। ৮ জন পুরছে সেই আগুনে।


বাই ডিফল্ট বিরোধী দল দায়ী।


১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

ক্যাচালবাজ বলেছেন: বলা কঠিন, কোনঝোপে কে কোপ মারে!


৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি ও ছাগুরা এরকমই বলে।
বলে ....

মালালার ঘটনা সাজানো ....

বিডিআরের হত্যা সাজানো .. নিজেরাই করেছে।

৭১ এ বুদ্ধিজিবী হত্যা সাজানো .. ভারতের সাহায্যে ..

লাদেন হত্যাও সাজানো ...

৯-১১ র ঘটনা আমরিকান্দের সাজানো ....

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা আম্লিগের সাজানো ..

সুধু সায়েদির চান্দে যাওয়ার ঘটনা সত্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.