![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঢাকার রাস্তা দেখে মনে প্রশ্ন আসলো, এই অবরোধ আর কতদিন চলবে ?
এই অবরোধ কার জন্য!
কোন সাহিত্য নয়, কোন আলোচনা নয়.....।
শুধু এই প্রশ্নটা করতে ইচ্ছে হলো তাই করলাম, কার কাছে জানিনা..
হয়তো নিজের কাছে
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
ক্যাচালবাজ বলেছেন: হা হা, ভালো বলেছেন! খারাপ হয় না!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭
পৃথিবীর আলো বলেছেন: অবরোধ চলুক। রাস্তায় জ্যাম কম। খারাপ কি? চলতে থাক.......
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
ক্যাচালবাজ বলেছেন: আমারও য্যামের সুবিধাটা চরম মনে হয়, কিন্তু দেশের ত বারোটা বেজে গেল !!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
পৃথিবীর আলো বলেছেন: @ লেখক বারটার পরই তো একটা, তারপর দুইটা। মানে চরম খারাপের পরই তো সব নতুন করে সৃষ্টি হয়।
(সুখবর তো আসবেই, আমরা সেদিনের অপেক্ষায়...............)
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
ক্যাচালবাজ বলেছেন: ভাই যার যায়, সেই জানে। এই যে এত মানুষ মরছে, তাদের স্বজনরাতো শেষ !
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: অবরোধে পুরা শীতকাল পার করে দিলেই ভালো আমার আর কষ্ট করে শীতের মধ্যে সাত সকালে উঠে স্কুল যেতে হবেনা।