![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত জন কতকিছু বললো, তবু লাখো কণ্ঠে জাতীয় সংগীতের রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস কর্তৃপক্ষ, এর মানে কি?!
যারা বিপরীত কথা বলেছিলেন তাদের জবাব কি?
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
হেডস্যার বলেছেন:
তাদের আবার জবাব কি !!
ছাগলের ৩ বাচ্চা, দুইটা খায় একটা লাফায়।
ওরা ৩ নাম্বারটা....
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১
ক্যাচালবাজ বলেছেন: স্ক্রীন শটটার জন্য ধন্যবাদ...
৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯
দালাল০০৭০০৭ বলেছেন: sundor
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২
ক্যাচালবাজ বলেছেন: ধন্যবাদ......
৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
েপালাপান বলেছেন: Click This Link
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯
ক্যাচালবাজ বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য..........
৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬
ভেজাল মানুষ বলেছেন: ওদের ওয়েব সাইডে তো কিছু পেলাম না
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০
ক্যাচালবাজ বলেছেন: উপরের েপালাপান এর লিংকটা দেখুন.....
৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কনগ্রাচুলেশন!
কিন্তু সবাইকে খোচা মারারতো দরকার নাই। তাদের জানতে চাওয়া ছিল ৯০ কোটি টাকা খরচের পরও সাহারা গ্রুপের নাম দেখে অনুভুত কষ্ট থেকেই!
তারাও নিশ্ছয়ই খুশী হবে এখণ।
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৩
ক্যাচালবাজ বলেছেন: কয়েকটি পোস্ট দেখেছিলাম একেবারে সিদ্ধান্ত সূচক, যাদের কথা ছিল কিছুই হয়নি....।তাদের কথা বলছি...........।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
কলাবাগান১ বলেছেন: আর এই অনুস্টানকে প্রশ্নবিদ্ধ করতে জামাতি-রাজাকার রা দলবদ্ধ হয়ে ব্লগে নেমেছিল। তাদের কাছে, কিছু নেতিবাচক কাজ টা এত বড় হয়ে উঠল (পতাকা মাড়ানোর ছবি) যে, আসল উদ্দেশ্য টা তখন গৌন হয়ে গিয়েছিল।কতজন সেখানে টাকার জন্য গিয়েছিল, নাকি জাতীয় সংগীত ভালবেসে গিয়েছিল??
এই ওয়াশিংটন ডিসিতে প্রায় শতাধিক লোক এই অনুস্টানে যোগ দেয়, তার মধ্যে কি একজন ও আছে যে টাকার জন্য এসেছিল? আমার জানা মতে কেউ না।
রাজাকার আর তাদের বংশধরদের গায়ে লাগে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এসব শব্দগুলি, তাই উঠেপড়ে লাগে এই সব শব্দ কে প্রশ্নবিদ্ধ করতে
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫
ক্যাচালবাজ বলেছেন: কয়েকজনের পোস্ট ছিল একেবারে সিদ্ধান্ত সুচক, যেন সব শেষ হয়ে গেছে, সময়ও চলে গেছে, তাদের মতামত জানতে চাইছিলাম
৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২
আরজু পনি বলেছেন:
আমি সময় টিভিতে দেখেছি
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫
ক্যাচালবাজ বলেছেন: ধন্যবাদ...........এখন আমরা সবাই জেনেছি
৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
মামুন রশিদ বলেছেন: গুড নিউজ ।
১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
ক্যাচালবাজ বলেছেন: জাতীয় ভাবেই গুড নিউজ!!
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২
ক্যাচালবাজ বলেছেন: প্রথম আলোর ব্রেকিং নিউজ এ দেখাচ্ছে..............., যারা লিংক চাইবেন তাদের জন্য..।