| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার কাপুরুষোচিত দায় স্বীকার করে নিলাম।
সারি সারি লাশ বিহবল চোখে ধিক্কার জানায়-
দেখেও দেখি না
দিনযাপনের গন্ধে লাশের গন্ধ চাপা দেই,
দায় স্বীকার করে নিলাম।
কংক্রীট, ইট কিংবা পাথরে গেঁথে থাকে না
দ্বিতীয় কারও প্রিয়জন (আমার তো কেউ নয়ই) ;
স্বজাতির জুতার তলায় আর লালায়িত শ্বদন্তে বিদ্ধ থাকে
সস্তা প্রানগুলো।
মৌলিকের চেয়েও তুচ্ছ অধিকারহীন বিব্রত জনপদে
নির্বিকার থাকি-
আমি আমার দায় নির্লজ্জভাবে স্বীকার করলাম।
আমার অতীত অথবা ভবিষ্যতের
মহাপরিকল্পনায়ও তারা নেই,
আমার দায় স্বীকারেও বিবেকে বাঁধে না-
কারো কিছু যায় আসে না, নিজের তো নয়ই।
বুকের ভিতর তুলোর মতো
দীর্ঘশ্বাস ওড়ে,
আলোছায়ায়- সারা বেলায়
দীর্ঘশ্বাস ওড়ে।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
২|
১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৫
প্রিন্স হেক্টর বলেছেন: ভালাইছে। গেলাস ভইরা পেলাস দিলাম। পুত্তুম পেলাস
অট: আমারে চিনছুইন নাকি পেপু?
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২
লক্ষী পেঁচা বলেছেন: ধন্যবাদ। না, চিনি নাই ![]()
৩|
১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৭
স্বপনবাজ বলেছেন: অনেক দিন পর ব্লগে!
পোষ্টে ভালো লাগা
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩
লক্ষী পেঁচা বলেছেন: ধন্যবাদ ![]()
৪|
১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন:
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
৫|
১৪ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ২য় + টা আমার। অনেকদিন পর আপনার কবিতা । কবিতায় ভাললাগা রেখে গেলাম ।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪
লক্ষী পেঁচা বলেছেন: ধন্যবাদ।
৬|
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আমার দায় নির্লজ্জভাবে স্বীকার করলাম। কিছুই জানতে পারলাম না।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
৭|
১৮ ই মে, ২০১৩ রাত ১১:১০
প্রিন্স হেক্টর বলেছেন: প্যাচাপূ, ইয়ূ বেঢ়েক মাই হার্ট্
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
৮|
১৯ শে মে, ২০১৩ রাত ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার ও বেরেক হা্রট । প্রিন্স হেক্টর লক্ষীপেঁচা আমার হার্ট প্রথম বেরেক করেছে এর পর থেকে সবাই চান্স নিয়েছে।
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
৯|
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫২
প্রিন্স হেক্টর বলেছেন: সেলিম ভাই, লক্ষী পেচা অনেক লক্ষী মাইয়া।
দেখতে হিন্দু দেবী লক্ষীর মতই (খালি চশমাটাই যাঃ)
।
সে কেমনে আপনের "হারট বেঢ়েক" করল?
আমি তো নিজেই নিজের হারট বেঢ়েক দিছি, (হাইড্রোলিক ব্রেক)
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
লক্ষী পেঁচা বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৬
নোমান নমি বলেছেন: কেবল দীর্ঘশ্বাসই ওড়ে